![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
১৩/০৪/২০১৪
"আজকের বাকের ভাই" নিক নিয়ে "সামু"তে যোগ দেই। যোগ দেবার আগে সামুতে অন্য আরেকটি নিকে ছিলাম বছর কয়েক, তখন কিছুটা অনিয়মিত ছিলাম। তবে নতুন নিকটি নিয়ে যোগ দেবার পর কিছুটা নিয়মিতই আছি, আর থাকব বলেই আশা রাখি।
সামুতে আমার প্রথম পোস্ট
৭ বছরে বিএনপির প্রথম সফল লংমার্চ
পোস্ট টি লেখা পর্যন্ত ব্লগটি ১৩৩৭৭ বার দেখা হয়েছে (পোস্ট ৭৭টি)। এক বছরে পরিচিত হয়েছি নানা ব্লগারদের সাথে। হারিয়ে যেতে দেখেছি অনেক ভালো ব্লগারকে। তাদের মাঝে "আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম" কে খুব মিস করি। "আমি ইহতিব" আপু, "আরজু পনি" আপু, "ড: রমিত" সহ আরো অনেক ব্লগারদের সাথে পরিচিত হয়েছি। সে হিসাবে গত একবছরে সামু থেকে পেয়েছি অনেক কিছুই, জেনেছি অনেক অনেক বেশী।
আমার লেখা পোস্টগুলোতে নতুন হিসাবে সাড়াও পেয়েছি অনেক। তবে বেশ কিছু পোস্টে হতাশ হয়েছি, সেটা আমার লেখনি শক্তি ভাল নয় বলেই হয়তো। আখনো কোন লেখার শিরোনাম নির্বাচনে দ্বিধায় ভুগি। আর সবচেয়ে বড় সমস্যা আমি কখনোই কোন লেখার খসড়া করিনা, হঠাৎ চিন্তায় মাথায যা আসে তাই লিখে ফেলি। আর এজন্য সাহায্য নিয়েছি গুগলের।
আমার লেখা যে পোস্টগুলো আমায় হতাশ করেছে।
আসুন পথ শিশুদের পাশে দাড়াই
আসুন চটিমুক্ত অনলাইন ও "মা" শব্দটিকে চটিমুক্ত করতে এক হই
"RAY"এর তিন বছর ও আমার পাওয়া
বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী স্যার ফজলুর রহমান খান এর জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্বরণ করছি।
এই পোস্টটি নিয়ে আমার আশা ছিল অনেক, তবে শেষে কিছুই হয়নি। সামুর মডারেটর থেকে কোন ব্লগারও মনে হয় জানতে চাননি আমাদের মহান এই নায়ক কে।
আমার লেখা সর্বশেষ পোস্ট টি ছিল স্যার ড: শাহজাহান তপনকে নিয়ে। স্যারকে নিয়ে লেখা পোস্ট টিতে সাড়া পেয়েছি, কিন্তু আমাদের ব্লগাররা মনে হয় কোন পোস্টে মতামত জানাতে একটু বেশী কার্পন্য করেন।
[link|http://beta.somewhereinblog.net/blog/AANaser/30029086|চলে গেলেন "ড. শাহজাহান তপন"||তার আত্মার মাগফিরাত কামনা করি
ফেসবুক পেজে আমি
আজকের বাকের ভাই
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৪
আজকের বাকের ভাই বলেছেন: কতোজন পড়বে সেটা মুখ্য নয়, লেখার মান যেন ভালো হয় সে জন্য ভূলগুলো বলে দিলে খুশি হব। আর কতোজন পড়ল সেটাই দরকারী হলে চটি লেখাই ভালো, গ্রহিতা অনেক।
২| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৯
রাঘব বোয়াল বলেছেন: সবুরে মেওয়া ফলে ভাই।সবুর করেন
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১
আজকের বাকের ভাই বলেছেন: সবুর করার কোন কথাই নেই। অনেক লেখায় মন্তব্য পেয়েছি, লাইক পেয়েছি। কিন্তু স্যার এফ আর খানের লেখাটি নিয়ে আসলেই মর্মাহত হয়েছি। সামুর নির্বাচিত পাতায় বরাবরই কারো জন্মদিনের পোস্ট থাকে, সে হিসাবে স্যারের সন্মানে পোস্টটি নির্বাচিত হিসাবে বিবেচনা করাই যেত। তাছাড়া আমার আনুমানিক ২০% পোস্ট নির্বাচিত হয়েছে, নির্বাচিত ছাড়াই অনেক বেশী পড়া হয়েছে এমন পোস্টের সংখ্যাই বেশী। কিন্তু কিছু মুল্যবান পোস্ট যখন সবাই এড়িয়ে যায় তখন অবাকই হই।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪১
আরজু পনি বলেছেন:
গুছিয়ে লেখার কিছু নেই।
বেশি বেশি লিখতে থাকুন ।
একসময় দেখবেন দারুন লিখছেন ।
বর্ষপূর্তিতে অনেক শুভেচ্ছা রইল ।
----
অফলাইনে কারো বর্ষপূর্তি পোস্ট দেখলেই মনে রাখার চেষ্টা করি সেই পোস্ট যেতে ।
অনেক পোস্টে অনেকের ভীড়ে নিজের নামটি থাকে না। তারপরও শুভেচ্ছা জানাতে অস্বস্তি লাগে না। আমাকে কারো ভালো নাই লাগতে পারে ।
কখনো ব্যস্ততায় ভুলে যাই বা কখনো চোখ এড়িয়ে যায়।
কিন্তু খুব অল্প কয়েকজেনর মাঝে যখন নিজের নাম দেখি তখন মনে হয় ব্লগিং করে কী পেয়েছি?...হ্যাঁ, আপনাদের মতো সহব্লগারদের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসার টানেই হয়তো ব্লগ ছেড়ে যেতে ইচ্ছে করে না।
অনেক ভালো থাকুন ।
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৩
আজকের বাকের ভাই বলেছেন: জীবনে খুব কম মানুষের সহচর্চ পেয়েছি যারা অন্যের জন্য কাজ করে, যাদের মাঝে আপনি একজন।
কিন্তু বৈশাখের বিষয়টি নিয়ে কোন লেখাই পেলাম না, আপনি কি ব্যাস্ত।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৯
সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৩
আজকের বাকের ভাই বলেছেন: ধন্যবাদ।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
আজকের বাকের ভাই বলেছেন: ধন্যবাদ।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৭
আরজু পনি বলেছেন:
ভেবেছিলাম আপনি জবাব দেননি ।
দেখে ভালো লাগলো যে জবাব দিয়েছেন।
আমি সাম্প্রতিক ঘটনা নিয়ে তুলনামূলকভাবে কম লিখি। সবাই যেখানে লিখছে সেখানে নিজের লেখা জরুরী মনে হয় না তারচেয়ে যারা লিখছে তাদের লেখায় সম্ভব হলে মতামত জানানোর চেষ্টা করি। আর সারাবছর ধরে সচেতনতা, মূল্যবোধ তৈরির কাজটি আমার কাছে বেশি ভালো লাগে ।
-----------
আপনার লিঙ্ক দেয়া পোস্টে কেউ কেউ মন্তব্য করেছে। সেখানে আপনার জায়গায় আমি হলে কিন্তু জবাব দিতাম। কেননা জবাব না পেলে পরবর্তীতে মন্তব্যকারীরা আপনার নতুন পোস্ট পড়লেও মন্তব্য নাও করতে পারেন ।
অনেক শুভকামনা রইল।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
আজকের বাকের ভাই বলেছেন: জবাব দিয়ে দিলাম, এবার নিশ্চয়ই রাগ করবেন না।
ধন্যবাদ, কিন্তু আপনি আমার ফেসবুকে রিকুয়েস্ট গ্রহন করেন না, এটা কিন্তু ভালো না। হম।
ভালো থাকবেন, আপনার লেখা কিন্তু মিস করি।
৭| ০৯ ই মে, ২০১৫ রাত ১০:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অভিনন্দন আপনাকে।
লিখতে থাকুন মনের আনন্দে।
১০ ই মে, ২০১৫ দুপুর ২:১০
আজকের বাকের ভাই বলেছেন: লেখা আমার শখ
যেদিন আমার লেখা কেউ পড়বে না, সে দিনও লিখব কিন্তু হয়তো কোথায় পাওয়া যাবে না।
ধন্যবাদ, আমার লেখা পড়ার জন্য।
৮| ২৮ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
আরজু পনি বলেছেন:
আমার একটা ফেসবুক একাউন্ট আছে যেটাতে অনলাইনে পরিচিত, ব্লগার, লেখক সবার সাথে যোগাযোগের জন্যে...ওটাতে সম্ভবত পাঠাননি (আপাতত ডিএ্যাকটিভেটেড)।
আপাতত ফেসবুকের কোলাহল থেকে দুরে আছি।
এ্যাকটিভেট করলে আমি আশা করি নিজেই রিকোয়েস্ট পাঠাবো ।
ponyarju ইউজার নেম বা আরজু পনি লিখলেই পেয়ে যাবেন তখন ।
আমি খুব সাধারণ মানুষ । তাই রিকোয়েস্ট একসেপ্ট না করার কোন কারণ নেই ।
আপনার লিঙ্কেরকোন পোস্টে যেতাম কিন্তু জবাব পাবোনা ভেবে আর ইচ্ছে করেই মন্তব্য করিনি...কোন কোনটা যদিও পড়েছিলাম তখন ।
আসলেই খুশি হয়েছি। মন্তব্যের জবাব পেতে ভালো লাগে ।
শুভকামনা রইল।
৯| ২৯ শে মে, ২০১৫ দুপুর ২:১৭
আজকের বাকের ভাই বলেছেন: ভাইয়েরা বড় বোনের উপদেশ শুনবে না এটা কোন কথা!
আর একসেপ্ট না করা নিয়ে কোন ভাবনা নেই, ইচ্চে করেও না করলে দু:খ নেই। মন্তব্যটা করেছিলাম শুধু ছোট ভাই হিসাবে, উত্তর পেয়ে ভালো লাগল। আশা করি এখন থেকে সকল মন্তব্যেরই উত্তর পাবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
আশাকরি, বেশী ব্লগার আপনার লেখা পড়বেন।