নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের যেকোন লেখা বিনা অনুমতিতে কপি-পেষ্ট করা যাবে
بسم الله الرحمن الرحيم
সকল প্রশংসা আল্লাহর। অসংখ্য দরুদ নাযিল হোক তাঁর নবীর উপর বারবার।
অনেক দিন আগে দস্যু বনহুর নিকের এক নাস্তিক স্রস্টার অনস্তিত্তের পক্ষে সাদামাটা কিছু যুক্তি.. এই নামে একটি পোষ্ট দিয়েছিলো। সাদামাটা বলেই হয়তো আস্তিকদের পক্ষ থেকে সেটার তেমন জবাব দেয়ার চেষ্টা করা হয়নি। তবে নতুন ব্লগার যারা , তারা অনেকেই বিভ্রান্ত হতে পারে ভেবে, তার দেয়া যুক্তিসমূহ আমি আল্লাহ্র দয়ায় খণ্ডন করার চেষ্টা করছি।
নাস্তিকের ১ম যুক্তিঃ
তাহলে দেখা যাচ্ছে সৃস্টিকর্তা মহাবিশ্ব সৃস্টি করেছেন কোন এক সময়ে এবং তার আগে সৃস্টি করেছেন "সময়"। কিন্তু কথা হচ্ছে সেই "সময়"কে সৃস্টি করলেন কোন সময়ে? আর যে সময়ে "সময়" সৃস্টি করলেন সেই সময়কে সৃস্টি করলেন কোন সময়ে? এভাবে প্রশ্ন চলতে থাকলে দেখা যাবে প্রকৃতপক্ষে "সময়" সৃস্টি করা সম্ভব নয়। অর্থ্যাৎ জগৎসংসারের সবকিছূর স্রস্টা সৃস্টিকর্তা এই বক্তব্য মিথ্যা ।
পাঠক! প্রথমে একবার পরে আপনি হয়তো একটু চমকে যাবেন। জবাব খুঁজতে যাবেন। কিন্তু তাড়াতাড়ি জবাব দিতে গিয়ে ঠিকমত জবাব দিতে না পেরে দ্বিধার মধ্যে পরে যাবেন। এটাই আমাদের ভুল আমরা সব ক্ষেত্রে তাড়াতাড়ি করি। সুখশান্তি মরণের পর বেহেশতে গিয়ে করার চেয়ে তাড়াতাড়ি দুনিয়াতেই করে ফেলতে চাই। না তাড়াহুড়া করা যাবেনা। নাস্তিকদের কোন লেখার জবাব দিতে গেলে সময় নিয়ে পোষ্টটি ৩/৪ বার পড়ুন। তার দাবী কি আর সেই দাবী সে কোন দুই ভিত্তির উপর দাঁড়িয়ে করছে এগুলো আলাদা করে চিহ্নিত করুন। এরপর তার ভিত্তিকে খণ্ডন করুন। কিন্তু নাস্তিকরা তাদের কথা এমন পেঁচিয়ে গুচিয়ে বলে যে কোনটা দাবী আর কোনটা ভিত্তি এগুলো সবাই তাড়াতাড়ি ধরতে পারেনা। তাই তাড়াহুড়া না করে ঠন্ডা মাথায় ধীরে সুস্থে চিন্তা করতে হবে। নাস্তিকদের যুক্তি সব ফেরাউনের যাদুকরদের রশির সাপের মত, যেগুলো দেখতেই শুধু সাপ ছিলো, কিন্তু আসলে ছিলো রশি। তেমনি নাস্তিকদের যুক্তি প্রথম দর্শনে বেশ মজবুত মনে হয়, কিন্তু চিন্তা করলেই দেখবেন তার দাবীর পক্ষে কোন মজবুত ভিত্তি নাই। এই ভিত্তি না থাকাকে সে বাকচাতুর্য তথা কথার মারপেঁচ দিয়ে আড়াল করে।
এখন আসুন আমরা আল্লাহ্র তওফিকে এই নাস্তিকের যুক্তি খণ্ডন করার চেষ্টা করি। খেয়াল করুন নাস্তিক প্রথমে ধরে নিয়েছেন যে, সময় এককালে ছিলোনা , পরে আল্লাহ্ তাকে সৃষ্টি করেছেন। কি বুঝলেন? আবার পড়ুনঃ একদা সময়ের অস্তিত্ব ছিলোনা, পরে আল্লাহ্ তাকে অস্তিত্ব দান করেছেন। আবার পড়ুনঃ একদা সময় বলে কিছু ছিলোনা, পরে আল্লাহ্ তাকে অস্তিত্ব দান করেছেন। এটা ধরে নিয়ে নাস্তিক এবার প্রশ্ন করছে যে, আল্লাহ্ সময়কে কোন সময়ে সৃষ্টি করেছেন? কি বুঝলেন? এই প্রশ্নটা কি কিছু হয়েছে? আরে বাবা, আপনিতো ধরেই নিয়েছেন যে, সময় তখন ছিলোনা।তখন যেহেতু সময়ের অস্তিত্বই ছিলোনা, তাই "কোন সময়" এই প্রশ্নটাই করা যাবেনা। সময়কে সৃষ্টি করার পর যা কিছু ঘটেছে, সেক্ষেত্রে প্রশ্ন করা যেতে পারে যে, এটা কোন সময় হয়েছে। কিন্তু খোদ সময়ের ক্ষেত্রে এই প্রশ্ন করা যায়না। সময়কে সৃষ্টি করার জন্য কোন সময়ের প্রয়োজন নেই। আমরা সময়ের অধীন, আমরা সময়ের মাত্রায় আবদ্ধ। কিন্তু যিনি সময়কে সৃষ্টি করেছেন তিনি সময়ের আগেও ছিলেন, এবং সময়কে তৈরী করতে তার অন্য কোন সময়ের দরকার হয়না। তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নেই , তাঁর কাছে আগে পরে বলে কিছু নেই। কিন্তু এই যে আবস্থাটা যে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে তার কাছে কিছু নেই, এই অবস্থাটা যে কেমন, এটা কিন্তু আপনি আমি সারা জীবন চিন্তা করে পাগল হয়ে গেলেও বুঝতে পারবোনা। কারণ সময়ের এই গণ্ডীর ঊর্ধ্বে উঠে আমরা কখনো চিন্তাও করতে পারবোনা এবং সময়কে বাদ দিয়ে আমরা কোন ভাব, প্রকাশও করতে পারবোনা। এখানে নাস্তিক যে ভুলটা করেছে, সেটা হলো, স্রষ্টাকে সে নিজের সাথে তুলনা করে সময়ের গণ্ডীতে আবদ্ধ করে ফেলছে। অথচ এটাতো একেবারে সাধারণ কমনসেন্স দিয়ে বুঝা যায় যে, যিনি সময়কে সৃষ্টি করেছেন তিনি সময়ের মুখাপেক্ষী নন, তিনি সময়ের গণ্ডীতে আবদ্ধ নন। আল্লাহ্ যে ছয় দিনে আসমান জমীন সৃষ্টি করেছেন বলে বলা হয়েছে, সেটা আমাদের হিসাবে বলা হয়েছে, আল্লাহ্র হিসাবে নয়; ছয়দিন সময়টা পাড় হয়েছে আসমান জমীনের উপর দিয়ে, আল্লাহ্র উপর দিয়ে নয়। আল্লাহ্র উপর দিয়ে কোন কাল বয়ে যায়না, তিনি কালের ঊর্ধ্বে। আমাদেরকে সম্বোধন করে কোন কথা বললে, সেটা আমরা যেভাবে বুঝবো সেভাবেই তো বলতে হবে।
তাহলে আমরা কি দেখলাম যে, নাস্তিক তার যুক্তির শুরুতে সময় ছিলোনা বলে ধরে নিলেও, যখন প্রশ্ন করছে , তখন সময় ছিলো বলে ধরে নিয়ে প্রশ্ন করছে। তো, এটা কিছু হলো? সময়ের কোন শুরু নেই এটা সে প্রমাণ করতে চায়। কিন্তু প্রমাণ করার আগেই সে , এটাকেই ভিত্তি বানিয়ে প্রশ্ন করছে। বুঝলেনতো নাস্তিকের চালাকি? নিজের দাবীকেই চালাকি করে তার যুক্তির ভিত্তি বানিয়ে রেখেছে। এই ধোঁকাবাজীকে ঠিক কিভাবে কোন উপমা দিয়ে প্রকাশ করা যায়, এই ব্যাপারে কোন পাঠক আমাকে একটু হেল্প করতে পারেন কি ? আমি আসলে কোন উপযুক্ত উপমা খুঁজে পাচ্ছিনা।
((মোটকথা হলো নাস্তিকের যুক্তির ভিত্তিটা হলো যে, সময়কে সৃষ্টি করতে হলে আরেকটি সময় লাগবে। এই ভিত্তিটাই ভুল। সময়কে সৃষ্টি করার জন্য কোন সময়ের প্রয়োজন নেই। যিনি সময়ের সৃষ্টিকর্তা তিনি সময়ের ঊর্ধ্বে। স্রষ্টাকে নিজের মত ভাবা বোকামী। স্রষ্টার সময়কে তৈরী করার জন্য কোন সময়ের দরকার হয়নি। স্রষ্টা যেহেতু আমাদেরকে সময়ের অধীন করে সৃষ্টি করেছেন তাই আমরা শুধু কোন সময়? কখন? ইত্যাদি প্রশ্ন করি । এই প্রশ্নগুলো তৈরী হয়েছে সময়কে সৃষ্টি করার পরে। সময়কে সৃষ্টি করার আগে এরকম কোন প্রশ্নই ছিলোনা। আর )) এই ব্র্যাকেটের অংশটুকু আজ ২৬/৭/২০১৩ তারিখে এডিট করা হয়েছে ।
এবার দেখেন মজার কান্ড, ঐ পোষ্টে নাস্তিকের সময় ও বস্তু নিয়ে দেয়া ১ম ও ৪র্থ যুক্তি দুটি পাশাপাশি রেখে আসুন তুলনা করে দেখি।
১-সময়কে সৃষ্টি করা হলো কোন সময়? আবার সেই সময়কে সৃষ্টি করা হলো কোন সময়? আবার সেই সময়কে সৃষ্টি করা হলো কোন সময়? এভাবে প্রশ্ন চলতে থাকবে অসীম ধারায়। তাই সিদ্ধান্ত হলোঃ সময়কে সৃষ্টি করা হয়নি।
২-সৃষ্টিকর্তাকে সৃষ্টি করলো কোন স্রষ্টা ? আবার সেই স্রষ্টাকে সৃষ্টি করলো কোন স্রষ্টা? আবার সেই স্রষ্টাকে সৃষ্টি করলো কোন সত্তা? এভাবে প্রশ্ন চলতে থাকবে অসীম ধারায়। তাই সিদ্ধান্ত হলোঃ স্রষ্টা বলে কিছু নেই।
দেখেন কারবার! অথচ এখানে প্রথম যুক্তি অনুসারে, স্রষ্টাকে সৃষ্টি করা হয়নি তথা স্রষ্টার কোন স্রষ্টা নেই, এই সিদ্ধান্ত নেয়ার কথা ছিলোনা কি?
এই রকম যুক্তির উপযুক্ত মর্যাদা দেয়ার জন্য আপনি কি হাসবেন না কাঁদবেন বলেন দেখি।
এরপর নাস্তিক স্থান নিয়ে একটি যুক্তি দেখিয়েছে। আসুন দেখি।
"...........স্রস্টা যদি স্থান সৃস্টি করে থাকেন - তাহলে সেই স্থানকে সৃস্টি করলেন কোন স্থানে থেকে? যে স্থানে থেকে "স্থান" সৃস্টি করলেন সেটাইবা কোন স্থানে থেকে? এভাবে অগ্রসর হলে দেখা যায় স্থান সৃস্টি সম্ভব নয়। অর্থ্যাৎ জগৎসংসারের সবকিছূর স্রস্টা সৃস্টিকর্তা এই বক্তব্য মিথ্যা ।"
এটার জবাব আশা করি আপনারা নিজেরাই বুঝে গেছেন। স্রষ্টা স্থানের গণ্ডীতে আবদ্ধ নন। তিনি স্থানের ঊর্ধ্বে। তার কাছে , নিকট-দূর, অগ্রপশ্চাৎ বলে কিছু নেই। স্থান সৃষ্টি করার জন্য কোন স্থানের দরকার নেই। "কোন স্থানে" এই প্রশ্ন স্থান সৃষ্টি হওয়ার পরে করা যায়, আগে করা যায়না। কিন্তু আমরা যেহেতু স্থানের গণ্ডীতে আবদ্ধ, তাই আমরা শুধু কোন স্থানে? কোন স্থানে? এই প্রশ্ন করি। কিন্তু স্থানের স্রষ্টাকে নিজেদের সাথে তুলনা করা বোকামী। কোন স্থানে? কোথায় ? এই জাতীয় প্রশ্নগুলো স্থান সৃষ্টি হওয়ার পরে তৈরী হয়েছে, স্থান সৃষ্টি হওয়ার আগে নয়।
সময়ের যে একটা শুরু আছে, সময়কে যে সৃষ্টি করা হয়েছে তা জানতে এখানে ক্লিক করুন।
আর স্রষ্টাকে কে সৃষ্টি করলো, এই প্রশ্নের জবাবের জন্য এখানে ক্লিক করে ৪নং কমেন্ট দেখুন।
ভাইয়েরা! কথা কি কঠিন হয়ে গেছে? কেউ কোথাও না বুঝলে বা কোন আপত্তি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। যুক্তিপূর্ণ যেকোন কথা আমি অবশ্যই মেনে নিব।
আরো তিনটি পোষ্ট
মায়ের গর্ভে কি আছে, এটা কি শুধু আল্লাহই জানেন নাকি ডাক্তাররাও জানে?
হুজুর (সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম) এর বহু বিবাহ ও বাল্যবিবাহের ব্যাপারে উত্থাপিত আপত্তির পরোক্ষ জবাব।
যারা কোরানে শুধু বিজ্ঞান খোঁজেন বা যারা বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরেন তারা সবাই একটু দেখুন। সাইন্টিফিক মেথড সম্পর্কে আগে জানুন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
মূসা আলকাজেম বলেছেন: ধন্যবাদ আপনাকে। এবং সালাম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
মূসা আলকাজেম বলেছেন: বাহ! আপনার নামটিতো খুব সুন্দর। আল্লাহ্ আপনার সব কিছুকে সুন্দর করে দিন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
কিছুই পারিনা বলেছেন: নাস্তিকের পাল আসলেই অন্ধ। পোস্টে কি বলা হলো আর মন্তব্যে কি বলে?
যাই হোক, লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। এবং সালাম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
মূসা আলকাজেম বলেছেন: ধন্যবাদ।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি। তোর নানীর মায়ের মায়রে চুইদা তোর নানীর মায়রে বাইর করছি তোর নানীর মায়রে চুইদা তোর নানীরে বাইর করছি তোর নানীরে চুইদা তোর মায়রে বাইর করছি তোর মায়রে চইদা তোরে বাইর করছি ইত্যাদি কথাবার্তা আমি তোরে বলতেই পারতাম। কিন্তু বলবনা। কারণ আমি তোদের গুষ্টির কাউরেই চুদবো না। তোরা গুদের বিষে দাপাইয়া মরবি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪
মূসা আলকাজেম বলেছেন: সালাম। আপনার নামটি কিন্তু খুব সুন্দর।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
আকন্দ বলেছেন: কমেন্ট পইড়া খিকজ!!!!!!!!!!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
মূসা আলকাজেম বলেছেন: হুম।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
পৈতাল বলেছেন: আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২
মূসা আলকাজেম বলেছেন: সালাম।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
রিফাত হোসেন বলেছেন: ব্লগাররা গালি গালাজ কেন করল ?
আপনি কি শিবির কর্মী ? নাকি রাজাকার পার্টির পক্ষে ?
আলবদর, আল শামস, রাজাকার যদিও ভাল নাম কিন্তু এগুলি পচানো হয়েছে আকাম কুকামের দ্বারা ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
মূসা আলকাজেম বলেছেন: কি জানি? না ভাই। কোনটাই না। হ্যাঁ, তা ঠিক।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫
প্রকৃতির প্রতিফলন বলেছেন: মহান আল্লাহ্ বলেনঃ "রহমান-এর বান্দা তো তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা মুর্খদেরকে বলে,- ''সালাম''। (সুরা আল ফুরকানঃ ৬৩)
লেখক এখানে মহান আল্লাহ্র আদেশ যথাযথই মেনে চলেছেন। তাই আল্লাহ্ আপনাকে জাজা দান করুন।
আর এখন আপনি বেশি বেশি দু'য়া করুন।
মহান আল্লাহ্ বলেনঃ "যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দন্ডায়মান হয়ে; এবং যারা বলে, হে আমার পালনকর্তা, আমাদের কাছথেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ। (সুরা আল ফুরকানঃ ৬৪-৬৫)
মহান আল্লাহ্ আরো বলেনঃ "বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা। এবং তারা যখন ব্যয় করে, তখন অযথা ব্যয় করে না কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এতদুভয়ের মধ্যবর্তী। (সুরা আল ফুরকানঃ ৬৬-৬৭)
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
মূসা আলকাজেম বলেছেন:
আমীন । জাজাকাল্লহ। ও আমাদের দয়ালু মালিক! আমাদেরকে হেদায়াত দিয়েই দাও আমাদের মাওলা। আমাদের দুনিয়া ও আখেরাতের সকল প্রয়োজন পূর্ণ কর হে সর্বোত্তম প্রারথনাস্থল! আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো হে মহাজ্ঞানী, অসীম প্রজ্ঞাবান, অতি সুক্ষ্মদর্শী!
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
কিছুই পারিনা বলেছেন: @প্রকৃতির প্রতিফলন, একমত।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
মূসা আলকাজেম বলেছেন: জাজাকাল্লহ।
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
সূর্যবালক২৩ বলেছেন: ভালো লিখেছেন ।
কমেন্টগুলো পড়ে টাসকি খেয়ে গেলাম । আর মনে মনে ভাবলাম যাদের বিচিতে জোর নাই তারাই গালিগালাজ করে মজা পেতে চায় ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০
মূসা আলকাজেম বলেছেন: আলহামদুলিল্লাহ্। আমরা বুঝি বা নাবুঝি; মানি বা নামানি সকল জ্ঞান, বুদ্ধি একমাত্র আল্লাহ্র দান। তিনি অতি মেহেরবান। তার করুনা অফুরান। তার স্মরণে সতেজ হয় হৃদয় প্রাণ।
১০| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪০
সাইবার অভিযত্রী বলেছেন: পোষ্টের বিষয় বস্তু কঠিন ।
তবে খুব সহজেই যেটা বুঝা যায় তা হচ্ছে " ধর্ম সত্য এবং সুন্দর "
তবে নাস্তিকদের মন মানষিকতা কেমন সেটা বুঝার জন্য কমেন্ট-ই যথেষ্ট । ধর্ম সত্য এবং সুন্দর - এই পোষ্টের মন্তব্য ও জবাব -ই তার প্রমান । কিন্তু যারা অন্ধ ও বধির তারা শুনবেও না, দেখবেও না!
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩
মূসা আলকাজেম বলেছেন: জাজাকাল্লহ।
১১| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮
অগাস্টাস লিওনাইডাস বলেছেন: আপনাকে একটা প্রশ্ন করি, কোনটা বেশি খারাপ নাস্তিকতা না ধর্মের কুতসা গাওয়া? কোনটা বেশি ভালো? আস্তিকতা না নাস্তিকের মুন্ডুপাত?
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৭
মূসা আলকাজেম বলেছেন: প্রশ্নটা ভালো করে বুঝিনি আর তেমন জরুরী কোন প্রশ্ন বলে মনে হচ্ছেনা, তাই প্রশ্নের উত্তর দানে বিরত রইলাম।কিছু মনে করবেন না যেন। আপনাকে অনেক ধন্যবাদ।
১২| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭
অগাস্টাস লিওনাইডাস বলেছেন: কিছু মনে করিনি ভাই, তবে প্রশ্ন কেন বোঝেননি তা বুঝিনি...
গুরুত্বপুর্ণ না অগুরুত্বপুর্ণ সেটা কিভাবে সঙ্গায়িত করেন? ব্লগে আস্তিক নাস্তিক ক্যাচালগুলো কি বাদ দেয়া যায়? অনেক মূল্যবান প্রাণ ঝরে গেছে আস্তিক নাস্তিক ক্যাচালে, আপনাকে সবসময় দেখি এই বিষয়ে পোস্ট দেন, তাই জিজ্ঞেস করলাম। আমার কাছে নাস্তিক আর আসিফ মহিউদ্দিন এক জিনিস না, আপনার ব্লগ পড়ে মনে হয় গালি না দিয়ে, অকারণে এক জন বিশ্বাসীকে নাস্তিক ট্যাগ দিয়ে অপমান করবেন না, তাই জিজ্ঞেস করলাম। ধন্যবাদ।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২
মূসা আলকাজেম বলেছেন: প্রথম প্রশ্নের জবাব এই যে, ধর্মের কুতসা গাওয়া বেশী খারাপ। আর ২য় প্রশ্নের জবাবে আস্তিকতাকেই বেশী ভালো হয়। আর নাস্তিক যদি শাস্তি হিসাবে ফাঁসীর দন্ড পাওয়ার মত কোন কাজ না করে তাহলে তো তার মুন্ডুপাত ভালোই নয়, বেশী না কম ভালো সেই প্রশ্নই আসেনা।
১৩| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯
ম্যানিলা নিশি বলেছেন:
ভাবছিলাম এই পোস্টে আইনস্টাইন,নিউটন সাহেবের কথা আছে,কিন্তু নাই,
বস্তুর গতির সাথে সময় এবং বস্তুর আকারের একটা সম্পর্ক আছে যা আইনস্টাইন সাহেব বইলা গেছে।
বর্ণনামূলক কথা দিয়া সময় ব্যাখ্যা কইরা লাভ নাই।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
মূসা আলকাজেম বলেছেন: আইন্সটাইন আর নিউটনের আমার কাছে তেমন দাম নাই। আমি এদের চেয়ে বিজ্ঞানী ফ্যারাডে, এডিসন , গ্যাল্ভানি এনাদেরকে বেশী দাম দেই।
আইন্সটাইন আর নিউটনকে বেশী ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে।
বস্তুর গতির সাথে সময় এবং বস্তুর আকারের একটা সম্পর্ক আছে যা আইনস্টাইন সাহেব বইলা গেছে।
আইন্সটাইন সাহেব একটা প্রমাণ ছাড়া কথা বলে গেছেন। (সরাসরি ভুল বললাম না। ) আর যেসব জিনিসগুলোকে প্রমাণ বলে চালানোর চেষ্টা করা হয়, সেগুলো মোটেই কোন প্রমাণ নয় বরং চাপার জোড়ে সেগুলোকে প্রমাণ হিসাবে চালানো হচ্ছে।
বর্ণনামূলক কথা দিয়া সময় ব্যাখ্যা কইরা লাভ নাই।
আপা/ভাই! আমি সময়কে এই পোষ্টে ব্যাখ্যা করিনি। নাস্তিক যেই আঙ্গিকে প্রশ্ন করেছে আমি সেই আঙ্গিকেই জবাব দিয়েছি। আর অংক দিয়ে ব্যাখ্যা করেও কোন লাভ নাই। যেভাবেই ব্যাখ্যা করেন দেখতে হবে আপনার দাবী কি আর সেই দাবীর প্রমাণ কি? সময়ের প্রকৃতি নিয়ে আমি নীচের পোষ্টে সংক্ষেপে কিছু বলেছি। কিন্তু যাই বলেছে সুনির্দিষ্ট স্বীকৃত ভিত্তির উপর দাঁড়িয়ে বলেছি।
মহাবিশ্বের শুরু এবং স্রষ্টার অস্তিত্বের অকাট্য প্রমাণ।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩২
মূসা আলকাজেম বলেছেন: ভাবছিলাম এই পোস্টে আইনস্টাইন,নিউটন সাহেবের কথা আছে,কিন্তু নাই
আইন্সটাইন বা নিউটনের কথা থাকতে হবে কেন? কথার মধ্যে যুক্তি আর প্রমাণ থাকতে হবে। প্রকৃত বিজ্ঞান মনস্ক যারা তারাতো কোন ব্যাক্তি পূজা করতে পারেনা। কোন একটা কথা সেটা আইনস্টাইনই বলুক আর একজন রিক্সাওয়ালাই বলুক দেখতে হবে কথাটার পিছনে যুক্তি আছে কিনা। যুক্তি প্রমাণ ছাড়া কথা আইন্সটাইন বললেও সেটার কোন দাম প্রকৃত বিজ্ঞান মনস্ক মানুষের কাছে নেই।
১৪| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
আবিরে রাঙ্গানো বলেছেন: ইসলামের কথা বললেই শিবির মনে হয়। শিবির আর ইসলাম নাস্তিকদের কাছে একই মনে হয়। তারা এটা বোঝে না যে বাংলাদেশে ইসলাম মেনে চলে ৯০% লোক, আর শিবির করে ১০-২০% লোক। কমেন্ট দেখেই বোঝা যায় ওরা কতটা নিচ। উপরের ব্লগারকে সামু থেকে ব্যানের অনুরোধ করছি।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১
মূসা আলকাজেম বলেছেন: না, না থাক ব্যান করার দরকার নেই। উনি হয়তোবা সংশোধিত হয়ে গেছেন বা যাবেন ইনশাআল্লহ। ধন্যবাদ।
১৫| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮
ম্যানিলা নিশি বলেছেন:
আইন্সটাইন বা নিউটনের কথা থাকতে হবে কেন?
আলকাজেম সাহেব,হয় আপনার "সময়" সম্পর্কে বিজ্ঞানে কৌতূহলী আর অন্য সব মানুষের মতন সাধারণ ধারণা আছে না জানার ভান করছেন নয়তো কোন ধারণাই নাই।
মহাবিশ্বে সময় একই গতিতে চলে না।
সময় সংশিষ্ট বিষয় নিয়ে যারা গবেষণা করেছেন তাদের মধ্যে আইনস্টাইন অন্যতম যিনি lorentz transformation,নিউটনের গতিসূত্র তার গবেষণায় টেনেছেন।
একটা উদাহরণ দিয়ে শেষ করি
"এ" ও "বি" বিশ বছর বয়সি দুই যমজ ভাই,আইনস্টাইনের ধারণায় যদি এ .85 c (আলোর গতির দশ ভাগের সাড়ে আট ভাগ) এর কাছাকাছি গতিতে রকেটে দশ বছর চড়ে পৃথিবীতে ফিরে আসেন তবে "এ" এর বয়স হবে ৩০ বছর কিন্তু তার ভাই "বি" এর বয়স হবে ৪০ বছর,অথাৎ গতির কারণে "এ" এর সময় ধীরে (অর্ধেক ) প্রবাহিত হবে।
নিউটনের ধারণায় মহাবিশ্ব স্থির ও সময় সর্বত্র একই গতিতে প্রবাহিত হয়।
ভাবসিলাম এইসব নিয়া কথা আছে,কিন্তু ভিতরে দেখলাম আষাঢ় মাসের গল্প,সময় নিয়া আষাঢ় মাসের গল্প জমে না ভাই।
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩
মূসা আলকাজেম বলেছেন: আপু! আষাঢ় মাসের গল্পতো আপনিই একটা শুনালেন। আপনার এই জাতীয় জমজ ভাইয়ের উদাহরণই হলো বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আষাঢ়ে গল্প, যা আইন্সটাইন আপনাদেরকে অংকের পোষাক পড়িয়ে গিলিয়েছে। যাইহোক, আপুমনি আমি বিজ্ঞানের ক্ষেত্রে প্রচন্ড যুক্তিবাদী মানুষ। আইনশটাইনের এসব গালগল্প আমার শোনার, পড়ার ও খন্ডন করার ধৈর্য ও সময় কোনটাই নেই। আইন্সটাইনের ব্যাপারটা এখানেই অফ দেন। বিজ্ঞান কারো বাণী দিয়ে চলেনা।
পোষ্টে যেটা বলা হয়েছে সেখানে যুক্তির কোন ভুল থাকলে বলুন। অপ্রাসঙ্গিক আলোচনা থেকে বিরত থাকলেই ভালো আপু। আপনাকে ধন্যবাদ।
১৬| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
ম্যানিলা নিশি বলেছেন:
হিরোশিমা আর নাগাসাকির আষাঢ়ে গল্প কার থিওরির উপর ভিত্তি করে রবাট ওপেন হেইমার তৈরি করেছিল জানেন তো, তিনি হচ্ছেন আলবার্ট আইনস্টাইন।
"সময়" নিয়া কথা না বলে "ইসলামের ইতিহাস" নিয়ে গবেষণা করলে ভাল করবেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!আমি তো ভাবছিলাম কালকের পর থিকা সামুর শিবিরগুলি পুরাই হিজরত করবে নুনুব্লগে। এই খানকীর পোলাগুলি এখনো আছে!!!