নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই জীবন,এটাই শেষ চান্স,মুসলিম হওয়ার।

বিজ্ঞানের ক্লাসে কোন নিউটন বা আইনস্টাইনের বাণীর প্রতি অন্ধ বিশ্বাস ও ভক্তি নিয়ে বসবেন না।প্রতি ক্ষেত্রে সন্দেহ করুন, প্রশ্ন করুন অবিরত।বিজ্ঞান কারো বাণী দিয়ে চলেনা।বিজ্ঞান চলে যুক্তি ও প্রমাণের উপর।প্রতি লাইনে লাইনে প্রমাণ চাই।

মূসা আলকাজেম

এই ব্লগের যেকোন লেখা বিনা অনুমতিতে কপি-পেষ্ট করা যাবে

মূসা আলকাজেম › বিস্তারিত পোস্টঃ

একটি খুবই মূল্যবান দোয়ার বই। সামনে দেশে যেই ভয়ানক গন্ডগোল হতে পারে, তা থেকে বাঁচতে হলে এই বইটি একান্ত দরকার।

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৪

سم الله الرحمن الرحيم

সকল প্রশংসা আল্লাহর। অসংখ্য দরুদ নাযিল হোক তাঁর নবীর উপর বারবার।



পরম করুণাময়ের দয়ায় একটি খুবই মূল্যবান দোয়ার বই প্রকাশিত হয়েছে। যারা বিপদে পড়ে পেরেশান হয়ে উদ্ভ্রান্তের মত ছুটাছুটি করছেন;কিংবা যারা শত্রুর ভয়ে আতংকিত বা ফেরারী জীবন যাপন করছেন,কিংবা মিথ্যা মামলায় ফেসে গিয়ে ভিটে ভাটি বিক্রি করে দেয়ার উপক্রম; কিংবা অভাবের তাড়নায় হন্যে হয়ে ঘুরছেন কর্মের খোঁজে , ইত্যাদি হরেক রকম সমস্যা সংকটে পড়ে যারা দিশেহারা হয়ে গেছেন, আল্লাহ্‌র সৃষ্ট মাখলুকের পিছনে ঘুরে ঘুরে হয়রান,পেরেশান,অস্থির এবং মহাব্যস্ত;তারা যেন উপযুক্ত চেষ্টার সাথে সাথে এই দোয়াগুলোর উসিলায় আল্লাহ্‌মুখী হয়ে দুনিয়ার ছোট সমস্যা থেকে সহজে উদ্ধার পেয়ে আখেরাতের বিরাট,কঠিন সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমল করার সময় ও সুযোগ করে নিতে পারেন,সেই জন্য এই কিতাব।]



যদিও বইটির মাঝে অনেক বানান ভুল,সাধু চলিতের মিশ্রণ, অনুবাগত ত্রুটি ইত্যাদি রয়েছে তারপরেও আশা করি বইটি বিপদগ্রস্তদের অনেক উপকারে আসবে। তবে বইটি থেকে নিশ্চিতভাবে উপকার পাওয়ার জন্য প্রথম শর্ত হলো কোরান শুদ্ধ করে পড়া জানতে হবে। আরো শর্ত আছে,সেগুলো বইয়ের ভিতর বিভিন্ন জায়গায় জানিয়ে দেয়া হয়েছে। আর আরবী দোয়াগুলোর মধ্যে যের যবরের বেশ ঘাটতি আছে। বিশেষ করে জজমগুলো মোটেই দেয়া হয়নি। আমরা যেই যযম চিনি সেটা এম এস ওয়ার্ডে দেয়া যায়না। তাই দোয়াগুলো কোন আলেমের সাহায্য নিয়ে পড়তে হবে।

যারা বলবেন, বাজারে দোয়ার বইয়ের অভাব আছে নাকি; তাদেরকে বিনীত ভাবে বলবো,এই বইটির মাঝে অবশ্যই এমন কিছু স্বাতন্ত্র্য আছে যা অন্য দোয়ার বইগুলোতে নেই। দয়া করে এক এক করে পৃষ্ঠাগুলো একটু নজর বুলিয়ে দেখুন। বিশেষ করে বইয়ের প্রথম চার পৃষ্ঠা এবং শেষের দিকে মলাটের দুই পৃষ্ঠা একটু পড়ে দেখুন। আরো বিশেষ করে ১ম অধ্যায় থেকে দু'একটি দোয়ার অনুবাদ পড়ে দেখুন।





নীচে বইটির সূচিপত্র দেয়া হলো। তা দেখে বইটি সম্পর্কে সামান্য আন্দাজ করতে পারবেন। তবে অস্থিরচিত্ত, অধৈর্য লোকের জন্য এই বই নয়।







সূচিপত্র

দোয়ার গুরুত্ব .....................................................................১

দোয়া কিভাবে কবুল হবে .........................................................২

এই কিতাব থেকে যেভাবে আমল করবেন....................................২

১ম অধ্যায়ঃ আল্লাহ পাকের অতি উচ্চ প্রশংসামূলক বাক্যাবলী............৩

আল্লাহ্‌ পাকের প্রশংসা করার ফজীলত..........................................৩

আল্লাহ্‌র আরশ বহনকারী ফেরেশতাদের তাসবীহ..............................৮

যে জিকির একবার পড়লে সারা দিনরাত জিকির করার চেয়ে উত্তম.........৯

২য় অধ্যায়ঃ ইসমে আজম সম্বলিত বিরাট মূল্যবান দোয়াসমূহ............১৩

৩য় অধ্যায়ঃ অতি মূল্যবান ও ফজীলতময় কিছু দরূদ........................১৫

দরূদে নারিয়্যাহ, দ্রুত সমস্যা সমাধানের দরূদ.................................১৭

দরূদে তুনাজ্জীনা পড়া জায়েজ হওয়ার দলীল....................................২১

পেশাব বন্ধ হয়ে গেলে যে দরূদ পড়তে হয়....................................২৩

৪র্থ অধ্যায়ঃযেকোন প্রয়োজন,সমস্যা,ভয়,কস্ট ও

বিপদ-আপদে যা পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়।
.....................২৩

অতি গুরুত্বপূর্ণ দু'টি দোয়া.........................................................২৬

ঐতিহাসিক এক বহু পরীক্ষিত দোয়া..........................................২৮

বিপদ থেকে মুক্তির নিশ্চিত ব্যবস্থা.............................................২৮

সাহাবী আ'লা বিন হজরামীর সেই বিখ্যাত দোয়া..............................৩৩

সেজদার চৌদ্দটি আয়াতের আমল................................................৩৪

সন্তান হারানো গেলে যা করবেন........................৩৬

নৌকা ও লঞ্চ ডুবি থেকে রক্ষা পাওয়ার আমল..................................৩৭

জেলখানা থেকে মুক্তির আমল......................................................৩৭

সকল বিপদ থেকে মুক্তির আমল...................................................৩৭

৫ম অধ্যায়ঃকোন জালেম শাসক বা গুণ্ডা-পাণ্ডার ক্ষতি থেকে

রক্ষাপাওয়ার দোয়া
..................................................................৩৭

অত্যন্ত সুন্দর একটি দোয়া............................................................৩৯

অতি মূল্যবান দোয়ায়ে আনাসী......................................................৪২

ডাকাতের কবল থেকে রক্ষা পাওয়ার আমল..................৪৩

শত্রুরা যদি আপনার বাড়ী ঘেরাও করে ফেলে..................৪৪

দুষ্ট বাচ্চা ও অবাধ্য পশুকে বাধ্য ও শান্ত করার আমল.............৪৪

ডাকাতের হামলা থেকে বাড়ী ওগ্রাম রক্ষা করার আমল

এবং ১০০ রোগের চিকিৎসা .........................................................৪৪

যে আমলের কারনে সাহাবীর ঘর থেকে চুরি করে চোর বের হতে পারেনি- ৪৪





নীচের লিংক থেকে বইটি ডাউনলোড করে নিন । এক মেগা বাইটের চেয়েও কম।



View this link



যাদের পিসিতে এরাবিক নেই তারা পিডিএফ ভার্সনের জন্য এখানে ক্লিক করুন।







কিছু অতীব জরুরী পোষ্টঃ মাথা খুব ঠান্ডা রেখে পড়তে হবে



ইসলামের নবী (সল্লাল্লহু আলাইহিওয়আ সাল্লাম) এর বিরুদ্ধে নাস্তিকদের উত্থাপিত প্রায় সকল প্রশ্নের দাঁতভাঙ্গা জবাব । হুমায়ূন আহমেদের ২য় বিবাহ - পর্ব ৩



আর বিজ্ঞান দিয়ে যারা ইসলামকে মোকাবেলা করতে চায় তাদের জবাব দিতে নীচের পোষ্টগুলো পড়ুন।



যারা বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরেন তারা সবাই একটু দেখুন। সাইন্টিফিক মেথড সম্পর্কে আগে জানুন।



দু'টি চুরির মামলা এবং সেই আলোকে বিবর্তনবাদ, পৃথিবীর স্থিরতা, আস্তিকতা- নাস্তিকতা এবং নাসার চাঁদে যাওয়ার প্রমাণ।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১

সরকার আলী বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সহিত আমল করার তৌফিক দান করুন (আমিন)।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

মূসা আলকাজেম বলেছেন: জাজাকাল্লহ। আমিন।

২| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪

শাহাদাত রুয়েট বলেছেন: বইটি পিডিএফ হলে ভালো হতে। আর সিঙ্গেল পেজ এ হলে ভালো হতো।

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১

মূসা আলকাজেম বলেছেন: পরামর্শের জন্য জাজাকাল্লহ। পিডিএফ ভার্সন এজন্য দেয়া হয়নি যাতে কেউ দরকার হলে কপি পেষ্ট করতে পারে।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪

মূসা আলকাজেম বলেছেন: এখানে দিলাম পিডিএফ ভার্সন।

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭

শাহাদাত রুয়েট বলেছেন: পিডিএফ এর জন্য ধন্যবাদ।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮

অদ্ভুত_আমি বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সহিত আমল করার তৌফিক দান করুন , আমিন।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮

জাকির সজিব বলেছেন: ajkal public bus e feri kore je boi bikri hoi seta ekon samu te pawa jai. balo, balo to, balo na!

৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৮

রোহান খান বলেছেন: bro...! I am not able to download. it's mentioning "error" while I try to... kindly provide real link ...

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

মূসা আলকাজেম বলেছেন: সমস্যাটি সম্ভবত আপনার পিসি কনফিগারেশনে। লিংক ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.