![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
হঠাৎ অনামিকার মন খারাপ । বিষন্ন মনে বসে আছে পড়ার টেবিলে আর কি যেন ভাবছে! আমি পাশে গিয়ে বসলাম , কি জন্য মন খারাপ তা জানার জন্য । হয়তো রাস্তায় কোন বখাটে টিজ করেছে এমন কিছু নয়তো কলেজের ম্যাম বকা দিয়েছে ।
বললাম: কি নিয়ে মন খারাপ, বলা যাবে অনামিকা?
অনামিকা: না আসলে আমাদের কলেজের ম্যাম আগামিকাল মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহনের জন্য সবাইকে বাধ্য করছে । না গেলে অনেক সমস্যা করতে পারে তাই , চিন্তায় আছি কি করব?
-তো সমস্যা কি? একদিন শোভাযাত্রা করলে কি হবে?
-সমস্যা কি মানে বুঝেননা, এটা তো প্রকাশ্য শিরক , শোভাযাত্রার জন্য বানানো হয় রং-বেরঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর (পেচা,বানর,হাতি,বাঘ,ময়ূর,কাক ইত্যাদির) প্রতিকৃতি। আর এখানে ধর্মীয় বিশ্বাসকে নষ্ট করে মুশরিক বানানো হয় । কারন সমস্ত মঙ্গল অমঙ্গল আল্লাহর হাতে ।(সুরা- আরাফ-১৩১)(মুসনাদে আহমাদ,২/২২০)
আর আপনি জানেনিতো আল্লাহ কখনো শিরকের গুনাহ মাফ করেননা । কোরআনে বলা হয়েছে: “নিশ্চয়ই আল্লাহ তা’আলা তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করবেন না। এ ছাড়া অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন” (সুরা নিসা: ৪৮)
-আচ্ছা অনামিকা, এটা তো আমাদের মানে বাঙালির হাজার বছরের সংস্কৃতি!! তাইনা??
- হা হা, আপনি তো দেখি ইতিহাস কিছুই জানেন না! সর্বপ্রথম ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের উদ্যোগে শুরু হয়েছিল মঙ্গল শোভাযাত্রা।এই ২০-২৫ বছরে কিভাবে হাজার বছরের সংস্কৃতি হয়?? লজ্জা থাকলে এমন কথা জেনেশুনে কেউ ২য় বার বলবে না । মুসলিম অধ্যুষিত একটা দেশে আপনারা হিন্দুদের সংস্কৃতিকে বাঙ্গালীয়ানা বলে চালিয়ে দিবেন,এটাতো ঠিক না। হিন্দু সংস্কৃতি মানেই বাঙ্গালী সংস্কৃতি না! আমি কারো ধর্মকে খাটো করছিনা। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে!
-ওহ সরি অনামিকা! আমি তো ভাবছিলাম পহেলা বৈশাখ আর মঙ্গল শোভাযাত্রা একসূত্রে গাঁথা তাই, হাজার বছরের সংস্কৃতি বলেছিলাম !
- না ভাইয়া , সমস্যা নেই ।
-হুম , আমার তো সমস্যা নেই. সমস্যা তো তোমার, আগামীকাল কি মঙ্গল শোভাযাত্রায় তুমি যাবে?
-ম্যাম যত কিছু করুক না কেন, আমি যেতে পারবো না কারন রাসুল সা: দোয়া শিখিয়ে দিয়েছেন:
"হে আল্লাহ্ তুমি ছাড়া কেউ মঙ্গল দিতে পারে না, তুমি ছাড়া কেউ অমঙ্গল ও দুরবস্থা দূর করতে পারে না। ক্ষমতা ও শক্তির আধার একমাত্র তুমি । (আবু দাউদ: ৩৯১৯)
সুতরাং আমি এসব অবৈজ্ঞানিক মঙ্গল শোভাযাত্রায় বিশ্বাস করিনা.....
-আল্লাহু আকবার, আজ আমার অন্তর্দৃষ্টি খুলে গেল! অনামিকা কি বলবো,সত্যিই তুমি অপরাজিতা !!
__আব্দুল্লাহ আল বাকী
১৩/০৪/১৭
©somewhere in net ltd.