নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরে ফিরে আবার ছুটে আসি তোমার কাছে...

এবিএম বাকী

কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??

এবিএম বাকী › বিস্তারিত পোস্টঃ

৭ বছরের ছেলেটি প্রেমের বিরহে নিজের হাত কেটেছে

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩

তেঘুরিয়া মাঠে মোটর সাইকেলে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম ৷ ঝালমুড়ি ওয়ালা মামা বারবার বাচ্চাটির প্রেম কাহিনী নিয়ে ঠাট্টা করছেন ৷ আমিও ঠাট্টা টাইপের কিছু মনে করলাম ৷ এরপর মামা বললেন: আরে মিথ্যা না, দেখেন হাত কাটার ৭টা দাগ ৷

এর নাম রাতুল ৷ বয়স সর্বোচ্চ ১০-১২ হবে ৷ মাত্র ৩য় শ্রেণীতে পড়ে ৷ আর তার প্রেমিকার নাম তৃষা ৷ সে পড়ে ৪র্থ শ্রেণীতে ৷ মানে ছেলেটির চেয়ে এক ক্লাস সিনিয়র ৷

ছেলেটি প্রেমের বিরহে নিজের হাত কেটেছে ৷ দুজন দুজনকে খুব ভালোবাসে ৷ পরস্পর পরস্পরের জন্য মরতেও রাজি ৷

কি অবাক হইলেন?? আরে মিঞা এটা তো শুরু! আমরা বিশ বছর পার করলাম, এখনো বুঝলাম না প্রেম - ভালবাসা কি? রাতুলের মতো বয়সে আমরা কতনা দুষ্টমি করেছি: লেংটা হয়ে পাগারে, খালে, বিলে গোসল করেছি, আম,জাম, বড়ই গাছে ঢিল দিয়েছি ৷ পুতুল পুতুল খেলেছি, বউ সি,বদন, হা ডু ডু খেলায় মেতেছি ৷ রোদেলা দুপুরে ঘুড়ি উড়িয়েছি, চুরি করে আইসক্রীম কিনে খেয়েছি আরো কত কি করেছি হিসাব নেই ৷ কিন্তু ঐ সময় কি প্রেম- প্রীতি বা বিরহের কথা স্বপ্নেও ভেবেছি???

.

সেদিন পঞ্চম শ্রেণীর ছাত্র তার ক্লাসের আরেক ছাত্রীকে চিঠি লিখেছে: '' জান, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাচবোনা, কখনো ছেড়ে যেওনা, ছেড়ে গেলে আমি আত্মহত্যা করব, আমি ইঞ্জিনিয়ার হয়ে তোমাকে বউ সাজিয়ে ঘরে অানবো ৷ ''

আমার এক বন্ধুর ভাগিনা প্লে ক্লাসে পড়ে ৷ তার মা তাকে ক্লাসে খুঁজে পায় না ৷ একদিন তাকে অনুসরন করলে দেখা গেল, সে প্রতিদিন কবিরাজের দোকানে যায় তাবিজ কিনতে ৷ পরে জানা গেল: তার এক ক্লাসমেট ছাত্রীকে সে পছন্দ করে, তাকে পাওয়ার জন্য তাবিজ কিনেছে ৷

.

সেদিন একটি প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল ৩য় শ্রেণীর ছাত্রীকে দেখিয়ে একটু ফানির সুরে বলছে: ''দেখ বাকী, এই ছোট মেয়ে, তার হাটার স্টাইল, চুলের স্টাইল, হাত নাড়ানোর স্টাইল পুরোটায় নায়িকাদের মতো ৷ ছেলেপেলে পাগল হবে না কেন??'' কথাটা শুনে আমি একটু লজ্জা পেয়েছিলাম ৷

আমরা ছোটবেলায় ভাবতাম: নাইনে উঠলে লাইন করে ৷ এক বড় ভাইকে বলতে শুনেছিলাম : মেয়েদের ঝালমুড়ি, চকলেট, সিংগারা খাওয়ানো হলো প্রেম ৷ আমি এই দর্শনে বিশ্বাস করতাম অনেকদিন ৷ হাইস্কুলের এক বড় আপু একদিন ঝালমুড়ি খাওয়াতে চাইলে আমি বলেছিলাম: আপু আপনার সাথে প্রেম করব না ৷ সেদিন আপুরা আমার বোকামি দেখে হাসছিলেন কিন্তু সে হাসির অর্থ আমি বুঝতে পারিনি ৷

.

এখন আর কেউ এমন বোকা নেই ৷ মোবাইল হাতে হাতে, ডাউনলোড সাথে সাথে, ফেসবুক, টুইটার, ইউটিউব সবসময় ৷ আপডেট দুনিয়ার সব খবরাখবর তাদের কাছে থাকে ৷ শৈশব কৈশর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নীল জগতেও তাদের পদচারনায় মুখরিত ৷ ভবিষ্যতও এগিয়ে যাচ্ছে কালো জগতের দিকে ৷

দেখুন সেই ভিডিওটি - https://youtu.be/PTKZ4xdPrps

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.