![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
সকাল ১০ টায় ভার্সিটি থেকে কোন বাস শহরের দিকে ছাড়ে না, তাই লাইনের বাসে উঠলাম ৷ আমার আগে একটা মেয়েও উঠেছিলো ভার্সিটির মেইন গেটের সামনে থেকে ৷ মেয়েটির পরনে হলুদ ড্রেস ছিলো ৷
বাসে উঠার পাচ মিনিট পর মেয়েটি ভিড়ের মাঝে একটা সীটে বসেছিল ৷ আমি দাড়িয়ে হেডফোনে গান শুনছিলাম 'বিপদে মসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায়, শান্তনায় তুমি ' এই গানটি শিল্পী Diderul Islam এর কন্ঠে ৷
একটু পর দেখলাম, সেই মেয়েটি অস্বস্তিবোধ করছে ৷ একটি মধ্যবয়সী লোক ভীড়ের বাহনা ধরে মেয়েটির সাথে ঘেসাঘেসির চেষ্টা করছে ৷ এবার মেয়েটি বিরক্ত হয়ে উঠে বলল: 'বৃদ্ধ দাদাটি কষ্ট করে দাড়িয়ে আছে, উনাকে আমার সীটে বসতে বলেন, আমি দাড়িয়ে যাবো ৷'
কিন্ত বৃদ্ধটি অস্বীকৃতি জানাল, মেয়েটি বাধ্য হয়ে আবারো সীটে বসতে বাধ্য হলো ৷ হয়তো রাগের কারনে মেয়েটির ফর্সা মুখখানি লালবর্ণ ধারন করেছে ৷
এই দৃশ্য দেখে আমার প্রচন্ড রাগ হলো, কি করব বুঝতে পারছি না, হঠাৎ একটা কৌশল মাথায় এল ৷ যদি ক্যাম্পাসের আরো দুই তিনজন থাকতো তাহলে সাইজ করা যেত ৷ আমাদের কোন বোন বাসে এভাবে হয়রানির শিকার হবে এটা সহ্য করার মতো না ৷
তাই, বুকে কষ্ট চেপে রেখে মুখে ফিক্ করে হেসে বললাম: ভাই, আপনাকে কই যেন দেখেছি? পরিচিত লাগতেছে ৷
লোকটি আমার দিকে একটু বিষ্ময়ের দৃষ্টিতে তাকালো! সাথে একটু লজ্জাও কাজ করল ৷ ও নিজেই মেয়েটির পাশ থেকে সরে আমার সামনে আসলো ৷ মেয়েটি যেন হাফ একটু হাফ ছেড়ে বাঁচলো ৷
পরে লোকটিকে বললাম: আপনার বাড়ি কি জামালপুর?
-না!
-তাহলে আপনাকে কোথায় দেখেছি?
-আমার মনে পরছে না ৷ (মনে পড়বে কিভাবে, কোনদিন তো দেখায় হয় নি)
লোকটির সাথে কোথায় দেখা হয়েছিলো তা খুঁজতে খুঁজতে লোকটি বাস থেকে নেমেই গেলো ৷
কিছুক্ষণ পর মেয়েটি বলল: ধন্যবাদ ভাইয়া, বিরক্তিকর লোকটিকে আমার পাশ থেকে সরিয়ে নেওয়ার জন্য ৷ আপনি কি ক্যাম্পাসে পড়েন?
-হুমম, পড়ি ৷
-কোন ডিপার্টমেন্ট, কত সেশন?
—————————
ততক্ষণে বাস চৌড়হাস মোড়ে এসে পৌঁছেছে ৷ সেখানে নেমে গেল ৷ আমিও সীটে বসে চিন্তা করতে লাগলাম: আমাদের আশেপাশেই এমন অনেক লোক আছে যাদের রাস্তাঘাটে নারী দেখলেই বিকৃত যৌনমনা হয়ে যায় ৷
নারী আমাদের মা, যার স্থান খোদার পরে, যার পদতলে থাকে স্বর্গ, নারী আমাদের বোন, আমাদের দ্বীনের পুর্ণতা! তাই, ভাবছি এখনো,
আমরা কবে মানুষ হবো????
©somewhere in net ltd.