![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
যুবক-যুবতীদের মধ্যে বিবাহের পূর্বে প্রেম বিষয়ে কিছু ভ্রান্ত বিশ্বাস রয়েছে। তারা এই বিবাহবহির্ভূত প্রেমকে ইসলামাইজেশন করার জন্য কিছু এটাকে ধর্মের সাথে সংমিশ্রিত করে আজগুবি এবং ভিত্তিহীন কিছু প্রচারণা চালায়। যেমনঃ
১. প্রেম স্বর্গীয় তাই প্রেম কি করে হারাম হয়?
২. প্রেম আসে স্বর্গ থেকে।
৩. ইউসুফ-জোলেখা প্রেম করেছেন, তাই ইউসুফ (আঃ) যদি নবী হয়ে প্রেম করতে পারেন তাহলে প্রেম জায়েজ।
৪. যে যাকে ভালবাসে মৃত্যুর পর তার সাথেই মিলিত হয়।
৫. কারো মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান।
৬. কারো মনে আঘাত দিলে সে আঘাত লাগে কাবার ঘরে।
৭. প্রেম পবিত্র।
ইত্যাদি এমন আর অনেক ভ্রান্ত বিশ্বাস এদের মাঝে রয়েছে। এগুলো সবই ভিত্তিহীন এবং মিথ্যাচার এবং জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এর মধ্যে ইউসুফ-জোলেখা প্রেম কাহিনী সমাজে খুব প্রচলিত। এইটা পরিষ্কার একটি কুফুরী কথা ও আল্লাহর সম্মানিত একজন নবী (আঃ) এর চরিত্র সম্পর্কে চরম মানহানি ও মিথ্যা অপবাদ।
ইউসুফ (আঃ) যেকোনো ধরণের অবৈধ প্রেম ভালোবাসা থেকে মুক্ত ছিলেন – এই ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে সুরা ইউসুফে। সমস্ত আলেমরা একমত, যেকোন একজন নবী বা রাসূল সম্পর্কে কোনো খারাপ বা কটু মন্তব্য করা, তাদেরকে হেয় করা, তাদের মানহানি করা – বড় কুফুরী। এই কুফুরীর কারনে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।
ইউসুফ-জোলেখার বানোয়াট প্রেম কাহিনী দ্বারা অনেক গানও বানানো হয়েছে। আমাদের দেশের অনেকেরই ধারণা (বিশেষ করে যুবক- যুবতীদের) ইউসুফ-জোলেখার মধ্যে গভীর প্রেম ছিল। তাই তারা যুক্তি দেখায় প্রেম-ভালবাসা পবিত্র। ইউসুফ (আঃ) যদি নবী হয়ে প্রেম করতে পারে তবে আমারা কেন করব না???
কিন্তু......
এই কথা গুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। এই মিথ্যা কল্প-কাহীনি তারাই পেশ করে থাকে যাদের অন্তরে বক্রতা আছে, যাদের মনে কু-লিপ্সা রয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ্র নবী ইউসুফ (আঃ) এই ধরনের কু-কর্ম থেকে অনেক পবিত্র। তিনি ছিলেন আল্লাহ্ভীরু। তিনি কখনোই জোলেখার সাথে কোন সম্পর্ক করেন নি।
বিস্তারিত সুরা ইউসুফ তাফসীর থেকে পড়ুন ৷ শুধু সুরা ইউসুফ পড়লেই যথেষ্ট এ ব্যাপারে জানতে পারবেন ইনশাআল্লাহ ৷
©somewhere in net ltd.