নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরে ফিরে আবার ছুটে আসি তোমার কাছে...

এবিএম বাকী

কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??

এবিএম বাকী › বিস্তারিত পোস্টঃ

আমার ফেক আইডি- আব্দুল্লাহ আল বাকী

০৩ রা আগস্ট, ২০১৭ ভোর ৬:৪০

আমাকে একটা ফেইক আইডি (ফিমেল) গিফ্ট করেছিলো সাবেক রুমমেট ৷ সেখানে দেখেছি যুবকদের অসহায়ত্ব ৷ আমার অনেক বন্ধুও সেই আইডি তে মেসেজ করতো ৷ অনেকেই নাম আর পোস্ট দেখেই বিয়ের সিদ্ধান্ত নিত ৷ কি আজিব! :-P

আমরা এসব দেখে হাসতাম ৷ আমি পোষ্ট লিখে আমার আইডি তে স্ট্যাটাস দিতাম, লাইক, কমেন্ট পড়তো না কিন্তু ঐ ফেক আইডি তে দিলে আমার পরিচিত অনেক সেলিব্রিটিও লাইক, কমেন্ট করে ভাব জমানোর চেষ্টা করতো ছিঃ ৷

ফেসবুকে কিছু মেয়েরাও bf খুঁজে বেড়ায় ৷ অনেক ছেলেরা মেয়ে আইডি তে চ্যাট করার বছর পর জানতে পারে, সেটা কোন মেয়েই ছিল না ৷

ফেসবুকের মিষ্টি কথায় আমার মন ভুলেনা কারন আমি দেখেছি ফেক আইডি তে কত মিষ্টি মিষ্টি মেসেজ ৷ তারা ফেবু তে মেসেজ দিয়ে তুলুতুলু করতে চায় ৷

ফেসবুকে মেয়েদের যত সম্মান বেশি, বাস্তবে যদি এত সম্মান দিতো!!
ফেক হোক কিংবা রিয়েল আইডি হোক শুধু একটা মেয়ের নাম হলেই যুবকেরা হুমড়ি খেয়ে পড়ে ৷

বাস্তবে যেই মেয়ের দিকে একবার তাকালে দ্বিতীয় বার তাকানোর ইচ্ছে জাগ্রত হবে না সেই মেয়েটিও ফেসবুক সেলিব্রেটি হয়ে যায় ৷ Hi, LoL, তুলুতুলু মার্কা স্ট্যাটাস দিলে কমেন্টের অভাব পড়ে না আর আমরা নিজের হাতে ভাঙাচোরা কিছু লেখালেখি করি কেউ মূল্য দেয় না, পড়ে না আবার কেউ লেখা না পড়েই লাইক দিয়েই দায়িত্ব পালন করেন ৷

ফেসবুকটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে ৷ বিনোদনে ভেসে যাচ্ছে জাতি ৷ প্রত্যেকটা বিষয় নিয়ে ট্রোল ৷ কিছু গ্রুপে সারাদিন ১৮+ জোক্স ৷ বেশি বিনোদিত হওয়া ভাল নয় ৷

বিশেষ করে সিক্স সেভেনের ছেলে মেয়েরা ধুমায়া ফেসবুক চালাচ্ছে ৷ তাদের মেসেজ কখনো দেখেছেন? দেখলে আপনি উপ্রে চলে যেতে চায়বেন ৷ অশ্লীল মেসেজ, অঙ্গ-প্রতঙ্গের ছবি আদান প্রদান ৷ আরো কত কি! লিখে কি লাভ?কেউ পড়বে? আমরা মাঝেমাঝে পোষ্ট দেয়, তাই লোকে ভাবে ফেসবুকে বেশি এক্টিভ ৷

আসলে যারা মাসে একটা পিকচার কিংবা পোস্ট দেয় তারাও সারাদিন অনলাইনে পড়ে থাকে ৷ আসলে তারা চ্যাট নিয়ে ব্যাস্ত থাকেন, উনারা পোষ্ট পড়েনও না দেনও না (প্রমানিত)

প্রায় ছয়মাস বন্ধুর দেয়া ফেক আইডি চালিয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করে তারপর উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়ে ডিএক্টিভ করে দিয়েছি ৷ চিনেছি ফেসবুকের অনেক প্রকার সেলিব্রেটি, হুজুর, মজুর আরো অনেক কিছু...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.