নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরে ফিরে আবার ছুটে আসি তোমার কাছে...

এবিএম বাকী

কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??

এবিএম বাকী › বিস্তারিত পোস্টঃ

অপ্রকাশিত ভালোবাসা ১

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৯:২১

-হ্যালো, নিলা...
-হুমম, বলো...
-আজ তোমার আমার রিলেশনের ব্যপারে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছি । তুমি কোথায়?
-এইতো হলে ! কি সিদ্ধান্ত?
-আচ্ছা, পিয়ারাতলায় আসো তোমাকে সরাসরি বলতে চাই ।

নিলা বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে পিয়ারাতলায় চলে আসলো । সিয়ামের সাথে দেখা হলো । সিয়াম কে আজ দেখতে অদ্ভূদ লাগছে । ওর তো প্রতিদিন পাগলামো না করলে হয় না । হয়ত সে অভিনয় করছে । সিয়াম নিলা কে বলছে :
-দ্যাখো , আমাদের তিন বছরের সম্পর্ক ছিলো । আজ থেকে ব্রেকাপ ।

একথা শুনে নিলার মাঝে কোন প্রতিক্রিয়া সৃষ্টি হল না । কারণ সিয়াম মাঝেমাঝেই এমনটা বলে আবার দুই তিনদিন পরেই 'সরি' বলে আগের মতো হয়ে যায় । নিলা মুচকি হাসছে । আচ্ছা, ভালো কথা, সেটা তোমার ইচ্ছা । ভালো থেকো ,সিয়াম ।

নিলার এমন কথায় যেন সিয়ামের কলিজা ফেটে যাবার উপক্রম হলো । তিন বছরের সম্পর্কে আমার প্রতি নিলার কি একটুও ভালোবাসা নেই? আমি তো মনে করেছিলাম যে, সে আমাকে এমনটা করতে দেবেনা । আমাকে ছাড়তে চাইবেনা । বোঝানোর চেষ্টা করবে কিন্তু আমার জন্য তার মনে কোন ফিলিংস-ই নেই । যাহ্, আমি যদি মানুষের বাচ্চা হই তাহলে এই মেয়ের সাথে আর জীবনে যোগাযোগ করবো না । 'তুমিও ভালো থেকো, নিলা..' বলেই সিয়াম ভারাক্রান্ত হৃদয় এবং চোখের কোনে জমে থাকা পানি নিয়ে বঙ্গবন্ধু হলে চলে আসলো ।

নিলা বুঝতে পারছে সে মন থেকে একথা বলেনি । দুদিন পর এমনিতেই যোগাযোগ শুরু করবে । একথা ভেবে নিলাও হলে চলে গেলো । সন্ধার পর নিলার মনে হলো , সিয়াম যদি আত্মহত্যা করে বা নেশা গ্রহন করে তাহলে তো বিপদ । সিয়ামের ফোনে কল করে যাচ্ছে কিন্তু একটা কথায় বারবার ভেসে আসছে-
'এই মুহুর্তে আপনার ডায়ালকৃত নাম্বারটি সংযোগ প্রদান করা সম্ভব নয়, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন । ধন্যবাদ । '

ফেসবুক,ইমো, ভাইবার সব ব্লকড করে রেখেছে । নিলার মন খারাপ হওয়া শুরু । সারারাত ঘুম হলো না নিলার । সকালে ডিপার্টমেন্টে চলে গেল কিন্তু সারাদিনেও সিয়ামের দেখা পেল না । খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল । এত ছোট ঘটনার জন্য সিয়াম এমন করবে তা নিলা কখনোই ভাবেনি । সিয়ামের বাড়িতে যোগাযোগ করেও হতাশ হলো । বন্ধুরাও জানেনা সিয়াম কোথায় আছে?

নিলা গভীর রাতে ছাদে উঠে চাঁদ দেখছে কিন্তু চাঁদের আলো আর ভালো লাগেনা । মনের আকাশে কালো মেঘ জমা হয়েছে । কখনো নিলার মন চাচ্ছে , ছাদ থেকে লাফ দিয়ে এ জীবনকে শেষ করে দিতে । নিলা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাহায্য চাইলো । এভাবেই নির্ঘুম কেটে যাচ্ছে নিলার রাত গুলো । একটু পর পর মোবাইল চেক করে , তার বিশ্বাস সিয়াম নক করবেই । মোবাইলে টুং শব্দ হলেই ভাবে , সে বুঝি মেসেজ দিল ! যখন দেখে অন্য কেউ মেসেজ দিয়েছে তখন তার মন ভীষন খারাপ হয়ে যায় ।

মোবাইলে লক খুললে গ্যালারিতে ডায়না চত্বর, আম চত্বর, ক্যাফেটেরিয়া , টিএসসিসি তে বসে আড্ডা্র ছবি গুলো বের হয়ে আসে । এগুলো দেখে নিলা আরো ভেঙ্গে পড়ছে । দিনদিন অসুস্থ্য হয়ে যাচ্ছে । সারাদিন মনমরা হয়ে থাকে । কোন কাজেই মন বসেনা ।

হয়ত এটাকেই বিরহ বলে তাইনা ? বিরহের অনলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে নিলা । যদি একটু ঘুমায় তাহলে স্বপ্নে সিয়াম কে দেখতে পায় । সিয়াম যেন পিয়ারাতলায় দাড়িয়ে আছে । নিলা পিছন থেকে ডাকছে কিন্ত সিয়াম আর ফিরে তাকায় না । সিয়ামের ময়লা শার্ট আর অগোছালো চুল , হাতে একটা সিগারেট । নিলা ডাকছে আর বলছে : সিয়াম তুুুমি তো এত অভিমানি ছেলে না, কেন এত রাগ? তুুমি শুধু আমার উপর টা দেখলা, কখনো ভিতর টা অনুভব করোনি । আমি তোমাকে কতটা ভালোবাসি তা আমি ছাড়া কেউই জানেনা । সিয়াম আর একটা সুযোগ তুমি দাও, একবার ক্ষমা করে দাও ,তোমাকে ছেড়ে আর কোথাও যাব না । এতকিছু বলার পরও সিয়াম পিছনে ফিরে তাকায় না । নিলা সিয়ামের সামনে যাওয়ার পর দেখল; সিয়ামের মুখে রক্ত ঝরছে আর বলছে- 'মরার আগে কেন বলনি? এত ভালোবাসো!!'

ভয়ে নিলার ঘুম ভেঙে গেল । কান্না শুরু করল , সত্যিই কি সিয়াম এই পৃথিবীতে নেই????

[আজ আর লিখতে মন চাচ্ছে না, যার যা ইচ্ছে মন্তব্য করতে পারেন]

লেখা: আব্দুল্লাহ আল বাকী
৩-৮-২০১৭, ইবি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.