নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরে ফিরে আবার ছুটে আসি তোমার কাছে...

এবিএম বাকী

কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??

এবিএম বাকী › বিস্তারিত পোস্টঃ

ক্রাশ

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৩

গতবছর দশম শ্রেণীর এক স্টুডেন্ট আমাকে বলেছিল: "ভাইয়া, সত্যি করে একটা কথা বলবেন?"
আমি বললাম: "হুম, বলবো! কি কথা সেটা?"
সে বলছে: আপনি কি কখনো ক্রাশ খায়ছেন?
সত্যি কথা বলতে তখন আমার ভার্সিটি লাইফ শুরু কিন্তু আমি এসব ব্যপারে বিশেষ ভাবে অজ্ঞ । আমার বন্ধুরা ফেসবুকে 'ক্রাশ' লিখে পোষ্ট দেয় , আমি জিনিসটা সম্পর্কে জানতে চাইলে তারা আমাকে গালি দেয় বোকা* বলে ।

আমি সেই স্টুডেন্ট কে বললাম; তুমি বিশ্বাস করবে কিনা জানিনা । ক্রাশ শব্দটা খুব পরিচিত কিন্তু এর ভাবার্থ বা মর্মার্থ কি? যেহেতু ক্রাশ খায় লোকজন তবে এটা কোন হোটেলে পাওয়া যায়? আমি তো এক রেস্তোরায় গিয়ে জিজ্ঞাসা করছিলাম তারা নাকি এই খাবারের নাম জীবনে শুনেই নাই । তারপর কাছের এক বড় ভাইয়ের কাছে জানতে চাইলে তিনি বললেন : ''তোমার বোঝার বয়স হয়নি ।"

আমি তাকে বললাম: তুমি যদি জানো তাহলে বলতে পারো ।
সে বলল; ক্রাশ হলো কোন মেয়েকে একনজর দেখার পর অপলক চেয়ে থাকা । মানে প্রথম দেখায় ভালো লাগা, প্রেমে পড়া ।

সেদিন আমি ক্রাশ সম্পর্কে জানতে পারলাম । পরে দেখি এই ক্রাশ তুলনা মূলক বেশি খায় মেয়েরা । এক মেয়ে তেলাপোকার পিক তুলে ফেসবুকে আপলোড দিয়েছে তার ক্যাপশন হলো; ''Wow.. telapoka,, my crush!''
বাংলা নাটক সিনেমাতেও ক্রাশের ছড়াছড়ি । ক্রাশ বয়, ক্রাশ গার্লের আড়ালে অনেক সময় ডিএসএলআর ও লুকানো থাকে । ইদানিং আপুরাও ঘনঘন ক্রাশ খায়, 'এই দেখ, দেখ ! কি হ্যান্ডসাম পুলা, কাছে পাইলে ** , পুরাই আমার ক্রাশ ।'
'দ্যাখ, পুলাটার হেয়ার স্টাইল ঘোড়ার মত, মুরগী ছাট দিছে, ওর চুল আমার ক্রাশ।'

কেউ আবার ছেলেদের বাড়ি, গাড়ির ওপর ক্রাশ খেয়ে যায় । ছেলেরাও সুন্দরী মেয়ে দেখলে চোখ বড় বড় করে দেখে বলে: 'মাম্মা, দেখ কি জিনিস! ক্রাশ খাইছি ।'
'দ্যাখ মামা, মুখ আর পা । কত ডিসট্যান্স? ময়দার ওপর ক্রাশ খাইয়া গেলাম ।'
'উফফ্, বড় ভাইয়ের গফ, আমার ক্রাশ'

এভাবেই চলছে ক্রাশের মহারাজ্যে ত্রাসের সৃষ্টি । ক্রাশ শব্দটাও কেমন জানি অসভ্য মনে হয়, ভালো ছেলেমেয়েদের এই শব্দ ব্যবহার করতে দেখা যায় না ।

আসুন, আমরা নারী পুরুষ পরষ্পর পরষ্পরকে সম্মান ও ভালোবাসতে শিখি । আল্লাহ আমাদের প্রতিদ্বন্দী করে সৃষ্টি করেননি । আমরা প্রতিযোগী নয়, একে অপরের সহযোগী । ক্রাশ, প্রেম , ভালোবাসা ও রোমন্সের নামে অশ্লীলতা এবং নোংরামি বন্ধ করি । আল্লাহ তা'আলা যেন ইউসূফ (আঃ) এর মতো চরিত্র নিয়ে ছাত্রজীবন শেষ করার তাওফিক দেন । আমীন ।

আব্দুল্লাহ আল বাকী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.