![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
আজ আগস্ট মাসের ৪ তারিখ । নিলার জন্মদিন । সিয়াম নিলাকে গতবছর এই দিনে একটি সারপ্রাইজ দিয়েছিল । ফেসবুক তা স্মরণ করিয়ে দিল । আজ স্মৃতি গুলো নিলার আকাশে ঘুরঘুর করছে । হৃদয়ে গভীর শূন্যতা অনূভব করছে ।
এদিকে সিয়ামের বাসাতে সবাই খুব চিন্তিত । ওদের চোখেও ঘুম নেই । কোথায় যাবে? সকল আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিয়েও কোন লাভ হলো না । তার মা কাঁদতে কাঁদতে অসুস্থ্য হওয়ার উপক্রম হলো । বাবাও কেমন জানি হয়ে গেছে । একটি মাত্র আদরের সন্তান । ১০ দিন হয়ে গেল কোন যোগাযোগ নেই ।
নিলা এবং সিয়ামের বন্ধুরাও নিয়মিত খুঁজে যাচ্ছে অবিরাম । নিলার কত রাত্রির নির্ঘুম প্রহর, কত সন্ধ্যার পবিত্র সুর, কত শ্রাবণের একাকী দুপুর, বৃষ্টির টাপুর-টুপুর, সবকিছুতেই মিশিয়ে ফেলেছে তাকে। আজ কদম ফুল ফুটেছে , নদীতে পানি বইছে আকাশে শ্রাবনের সাদা মেঘ জমে আছে তবুও নিলার আকাশ অন্ধকারাচ্ছন্ন ।
এত জ্বালা, এত কষ্ট , এত বিরহ নিলার আর সহ্য হচ্ছে না । বিকালে নিলা শেখ সিটি বাজার থেকে অনেকগুলো ঘুমের ঔষুধ কিনে নিয়ে আসে । হলে গিয়ে দরজা বন্ধ করে সব ঔষধ খেয়ে নিল । সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল । তার রুমমেট বান্ধবী শাহিদা ক্লাস থেকে ফিরে দরজা নক করেই যাচ্ছে কিন্তু খুলছে না । তাকে ফোন দিচ্ছে , ফোন বাজছে কিন্তু রিসিভ করছে না । শাহিদা ভাবলো, কি এমন হলো , সে তো কখনো এমন ঘুমায় না আবার ভাবলো , হয়ত অনেকদিন ধরে না ঘুমানোর ফলে এমনটা হয়েছে ।
শাহিদা নক করতে করতে বিরক্ত হয়ে পাশের রুমের বেলকুনি থেকে উঁকি দিয়ে দেখল নিলা মৃত মানুষের মত ফ্লোরে পড়ে আছে । শাহিদা চিৎকার শুরু করল , আশেপাশের মেয়েরাও জড় হতে থাকলো । তারা কি করবে বুঝতে পারছে না । নিলার আরেক বান্ধবী স্নিগ্ধা হলের প্রভোস্ট কে ঘটনাটা জানাল, তিনি দরজা ভেঙ্গে উদ্ধার করতে বললেন । নিলা কে উদ্ধার করার পর তাকে দ্রুত মেডিক্যালে নিয়ে যাওয়া হলো ।
সিয়াম এসবের কিছুই জানেনা । সিয়ামও এতদিন নিলা কে খুব মিস করেছে । সিয়াম মনে মনে ভাবছে , সে একেবারে ভালো ছেলে হয়ে যাবে । নামাজ পড়বে, কোরান পড়বে, বাবা মায়ের অনুগত হবে । সিয়াম রুমে প্রবেশ করা মাত্রই তার রুমমেট মেহেদী তাকে বকাবকি শুরু করল । শালা তুই এতদিন কই ছিলি? আমাদের ঘুম হারাম হয়ে গেছে, তোর মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাচ্ছে তোর বাবাও ভেঙে পড়েছে । আর তোর সেই নিলা সে তো আত্মহত্যার চেষ্টা করেছে । এখন হাসপাতালে আছে । মেহেদির কথা শুনে তো সিয়ামের মাথায় আকাশ ভেঙ্গে পড়ল ।
সে আর দেরি না করে হাসপাতালের দিকে ছুটলো , সে জানেনা নিলা এই পৃখিবীতে আছে নাকি চলে গেছে । সিয়াম অস্থির হয়ে আছে কিন্তু ডাক্তার তাকে ঢুকতে দিচ্ছে না । ১ ঘন্টা পর নিলার জ্ঞান ফিরলে সিয়ামকে দেখে কেদে ফেলে । 'তুমি এতদিন কোথায় ছিলে সিয়াম?' বলল নিলা ।
নিলা বিশ্বাস করো আমি এমনটা করতে চাইনি । সেদিন আমার মন ভীষন খারাপ ছিলো । আমার এক বন্ধু নানা কথা বলে আমাকে গাঁজার আসরে নিয়ে যায় । সেদিন আকস্মিক ভাবে পুলিশি রেইড হয় । আমাকে সহ গ্রেফতার করা হয় । ওরা সবাই মাতাল ছিল, আমার ওখানে যাওয়ার ইচ্ছাই ছিল না । থানায় অনেক নির্যাতন করা হয়েছে ।তিনদিন হলো থানায় নতুন ওসি বদলি হয়ে এসেছে , আমাকে দেখে চিনে ফেলে । উনি আমার দূর সম্পর্কিত আত্মীয় । আমি তাকে সব ঘটনা খুলে বলি , তিনি বিশ্বাস করেন এবং আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন । আর ফিরে এসে দেখি আমার পৃথিবী সব উলট পালট হয়ে গেছে । 'সরি' নিলা , সব কিছুর জন্য ।
আমিও দুঃখিত, আমার জন্যই এতকিছু । আগামিকাল কাজী অফিসে গিয়ে বিয়ে করবো মৃত্যু ছাড়া আর কিছুই আমাদের বিচ্ছেদ ঘটাতে পারবেনা.....
গল্প: অপ্রকাশিত ভালোবাসা (এর আগের পোষ্ট টি পড়ুন)
লেখা: আব্দুল্লাহ আল বাকী
[বিঃদ্রঃ এমন লেখার জন্য দুঃখিত, আমি নিজেও এই সম্পর্ককে সমর্থন করিনা, বিয়ের পরে প্রেম করা সুন্নত, ইবাদতও বটে । লিখতে লিখতে এমনেই একদিকে চলে গেছি । জানিনা কেমন হয়েছে । কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন । এর পরে চিন্তা-ভাবনা করে ভালো গল্প লেখার চেষ্টা করব । সকলেই দোয়া করবেন ]
©somewhere in net ltd.