নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরে ফিরে আবার ছুটে আসি তোমার কাছে...

এবিএম বাকী

কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??

এবিএম বাকী › বিস্তারিত পোস্টঃ

সরি অপর্ণা ঘোষ রিতু..

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:১৯

রাত ৭:৩০ মিনিট । জামালপুর শহরের পাঁচ রাস্তায় দাড়িয়ে আছি । না, কারো জন্য অপেক্ষা করছি না । কোনদিকে যাব ভাবছি । কলেজ মাঠে যাব নাকি গেট পাড়ে যাব? পাশে এক মেয়ে আমার দিকে তাকিয়ে আছে । মনে হচ্ছে আমাকে কিছু বলবে বলবে । হঠাৎ পাশে এসে বলছে ; "এই তুমি কি মো....!"

আমি থ হয়ে গেলাম । অপরিচিতা কেউ কিভাবে আমার নাম জানে । এই নামে তো শুধু গ্রাম বাসী ডাকে আর বাড়িতে ডাকে । তাছাড়া আমাকে সবাই আব্দুল্লাহ আল বাকী, বাকী বিল্লাহ, বাকী ভাই নামেই চিনে কিন্ত (M.....) দিয়ে যে আরেকটি নাম আছে তা শুধু কাছের মানুষগুলাই জানে । এই তো কয়দিন আগে বন্ধু আমার এলাকায় গিয়ে 'বাকী.বাকী, বাকীদের বাড়ি কই' বলে গলা শুকিয়ে ফেলেছে কিন্তু কেউ চিনেনা বাকী কে??
তারপর বন্ধুটি বলে সরকার বাড়ি কই দেখায়া দেন । বাকীর বাবা মা দুজনেই হেড মাস্টার সবাই চিনে, আপনারা চিনেন না? - ও ও ও সেই আগে কইলেই তো হয় , মুলবীর (মওলানা) ছেলের নাম তো 'ম....!'

হঠাৎ কারো মুখে সেই ডাকটি শুনে ভাললাগল । আমি 'না' বলতে চেয়েও পারলাম না । বললাম; হ্যাঁ কিন্তু আপনি কে? - আরে আমি অপর্ণা । অপর্ণা ঘোষ রিতু । আমাদের পাশের বাসায় তোমরা থাকতা না? ছোটবেলায় তুমি আমি দ্বীপ, স্বর্ণা,সিয়াম কত খেলেছি । তোমার মনে আছে ? -হুম, মনে আছে ।

আমার মা আবার রিতুর মায়ের প্রশংসা ভালই করত, বিশেষ করে রূপের কথা । ওরা ধার্মিক হিন্দু পরিবার ছিল । অনেক দিন হলো কোন যোগাযোগ নেই ।
তো আমি তাকে জিজ্ঞাসা করলাম: এতদিন পরে কিভাবে চিনলে? আমার তো পূর্বের চেহারার সাথে কোন মিল নেই । সে বলল: দুই বছর আগে তোমাকে ইউটিউবে দেখেছি । স্টার জলসা, জী বাংলা নিয়ে একটা ভিডিওতে । তোমার চেহারা দেখেই চেনা চেনা মনে হয়েছে । তাছাড়াও কেউ তোমার নাম জানতে চাইলে ,তুমি মোহাঃ আব্দুল্লাহ আল বাকী মোহাঃ মো....... বলতা তখন আমরা হাসতাম এতবড় নাম শুনে । তখনই তোমার ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করে রেখেছিলাম । রমজানে তোমার টিভি প্রোগ্রাম গুলো আম্মুকেও দেখিয়েছি , আম্মু তোমাকে অনেক আশীর্বাদ করেছে ।

একটা হিন্দু মেয়ের কাছ থেকে এমন কথা শুনে ভাললাগল । ও দেখি হিজাবও পরে বের হয়েছে । আমি হেসে হেসে বললাম, হিজাবি কবে থেকে হয়েছো?
-আসলে নিজের ইচ্ছাই শালিন পোষাক পরে বের হই, রাস্তাঘাটে বখাটে গুলা বাজে শব্দ করে । সেখানে আমাদের কিছু করার থাকেনা । অনেকে তো আমাকে দেখে মুসলিম মনে করে হা হা হা । বান্ধবীরা বলে, তোর মতো চেহারা থাকলে তো কলেজের ছেলেপুলেদের নাচিয়ে ছাড়তাম । এসব হিজাব টিজাব পরে আসিস না ।

একটু পর আমাকে বলছে ,চলো আমাদের বাসায় যাই, তোমাকে দেখলে আম্মু অনেক খুশি হবে । বিকালে প্রাইভেট পড়তে আসছিলাম । শীটগুলা ফটোকপি করতেই রাত হয়ে গেল । আরো দেরি করলে আম্মু বকবে । তুমি এখন কি করবে?
-আমি ভাবছিলাম কোন দিকে যাবো, কলেজে না গেট পাড়ের দিকে? বন্ধুদের সাথে আড্ডা দিব । অনেকদিন হলো দেখা হয় না ।
-ও, তাহলে চলো গেট পাড়ের অটোতে উঠি , আমাদের বাসায় যাবে ।
আমি বললাম: দেখি.....

৫ মিনিট পর বন্ধুর ফোন, কিরে মো.....(বাকী) ! কই তুই? শেরপুর ব্রীজে আয়.. বাইক নিয়া আইছি ।
-অকে দোস্ত,একটু দাড়া, এক্ষুনি যাচ্ছি.....!!!
সরি অপর্ণা ঘোষ রিতু...!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.