![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
প্রেম মিলনে মলিন , বিরহে উজ্জ্বল । একজন মানুষ জীবনে একবার নয়, বার বার প্রেমে পড়ে , প্রত্যেক প্রেমের শুরুতে মনে হয় এটাই তার জীবনের প্রথম প্রেম । প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে । সবাইকে ভালোবাসা যায় কিন্তু সবার সাথে প্রেম করা যায় না । প্রেমের মাঝে জৈবিক চাহিদা থাকে আর ভালোবাসা জৈবিক চাহিদা মুক্ত ।
একটা ছেলে মেয়ের মাঝে যে সম্পর্ক থাকে সেটা হলো প্রেমের সম্পর্ক । জৈবিক চহিদা মিটে গেলেই এই সম্পর্কের শেষ দেখা যায় । দুজনের ভালোলাগা থেকে এই সম্পর্কের শুরু হয় , কিছুদিন পর একজনের যদি আর ভালো না লাগে তাহলে দোষের বা অপরাধের কিছু নেই । ভালোলাগাও যেমন তার হাতে ছিল না তেমনি ভালো না লাগাটাও তার হাতে নেই । এটা যাস্ট অনুভুতি , প্রকৃতি থেকে জাগ্রত হতে হয়, জোর করে জাগানো যায় না ।
সবচেয়ে বড় কথা , যেহেতু ভালোলাগার ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে সেহেতু ভালো না লাগলে সম্পর্ক টা ভেঙ্গে যাবে এটাই স্বাভাবিক । কারন এই সম্পর্কের কোন সামাজিক ভিত্তি নেই । দায়বদ্ধতা বা কোন নির্ভরযোগ্য সাক্ষী নেই । শুধুমাত্র দুইজনের ইমোশনের ওপর ভিত্তি করেই এই সম্পর্ক গড়ে উঠে ।
©somewhere in net ltd.