নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরে ফিরে আবার ছুটে আসি তোমার কাছে...

এবিএম বাকী

কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??

এবিএম বাকী › বিস্তারিত পোস্টঃ

আমির হামজা ছোটখাটো মউলোভী - মতিউর রহমান মাদানী

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯


ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কুরআনে অনার্স মাস্টার্স করা 'আমির হামজা ছোটখাটো মউলোভী। এলেমের গভীরতা নেই। সে গোমরা।'
আমির হামজা সহিহ আক্বিদার লোক নয়। মানে বাতিল আক্বিদা, গোমরা । আরো কারণ আছে , সে ডাঃ মতিউর রহমান সাহেবের ওখানে গিয়ে ওর গুনগান করেছে।
* ডাঃ মতিউর রহমান, যিনি কুরান রিসার্চ ফাউন্ডেশন করেছেন, বাংলাদেশে উনিও জাহেল গোমরা।
* এ রকমের অনেক বক্তা বেরিয়েছে, এরা কেউ সহিহ আক্বিদা নয়।

উপরের বক্তব্য দিয়েছেন বিশিষ্ট আলেম, জ্ঞান ভান্ডার ও সহীহ এর ইজারাদার মতিউর রহমান মাদানী । যাকে অনেকেই সৌদির এসি হজুর হিসেবে চিনে আবার অনেকেই ইউটিউব হুজুর বলেও ডাকে । আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছেন , তিনি আলেম । এলমের চোটে আশেপাশে কাউকে গুনে না । এদেশে অনার্স মাস্টার্স করা যুবকরাও তার কাছে জাহেল । তিনবার কামিল পাশ করলেও তার কাছে সেটা ছোট মৌলবি মনে হয় । আরে ধুর , বাংলাদেশে নাকি ৪০ টা হাদিস পড়েই কামিল পাস করা যায় । এই গুলারে জাহেল ছাড়া কি বলে ডাকবে?

সহিহ আক্বিদা শুধু তার কাছেই পাওয়া যাবে । আপনি যত বড় আলেমই হোন না কেন, যদি তার মুরিদ না হন আর সৌদি রাজতন্ত্রের পা না চাটেন তাহলে নিঃসন্দেহে আপনি গোমরা । আপনার আকিদা ঠিক নাই ।

আপনি নো'মান আলি খানের বক্তব্য শুনেন তাহলে আপনি মদ খান । কারন মতিউর রহমান মাদানি হাফেঃ প্রমান করেছেন ওস্তাদ নোমান আলি খানের বক্তব্য হলো মদের মতো । উনার বক্তব্য শুনবেন না ।

কে ভাল? কে খারাপ? কে আলেম? কে জালেম? কার বউ কালো? কার বউ ধলা? এসব সার্টিফিকেট নিতে হবে তার কাছ থেকে । তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে , আমির হামজা আলেম কিনা? তারেক মনোয়ার আলেম কিনা?
মূর্খ শ্রোতা কোথাকার ! তোমাদের আকল নাই ? তোমাদের চোখ মুখ কান নাই? নাকি আল্লাহ শুধু মতিউর রহমান মাদানিকেই কান, মুখ , চোখ দিয়েছে ? তোমরা বিবেচনা করে দেখতে পারো না?
মতি মাদানী যে সহীহ তার দলীল কি? সে যা বলবে তাই সত্য ! চোখ বন্ধ করে মেনে নিতে হবে , এত দেখি পীর মুরিদি কেউ হার মানাচ্ছে । মতি পীরের মুরিদরা এতটাই অন্ধ যে কয়দিন পর নিজের বউ ভাল না খারাপ সেই প্রশ্নও করা শুরু করবে ।

প্রিয় মাদানী , আপনাকে বাংলাদেশ নিয়ে নাক গলাতে হবে না । আপনার জন্মস্থান হিন্দুস্থানে আপনি সেখানে নাক গলাতে পারেন । আপনার ইলমের ভার আমরা বহন করতে পারব না । সব পীর-মুরিদ, জাহেল, নাদান, গোমরা, বিদয়াতী, শিরকী, কাফের বাংলাদেশে বাস করে । এদেশের নামটা নিয়ে আপনার মুখ নষ্ট কইরেন না প্লিজ । নচেৎ কিন্তু আপনাকে ফেৎনাবাজ উপাধিটাও দিয়ে দিবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.