নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন লেখক

আমি ভাই অতি সাধারন একজন মানুষ , আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্টা করি । আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে জানাবেন । শুভেচ্ছা রইলো সবার জন্য ।

এইচ এম তানভীর মাহমুদ

এইচ এম তানভীর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

জীবনের কথা

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

জীবন

আমাদের যান্ত্রিক জীবনের

প্রতি পরতে পরতে মিশে আছে অজস্র

দুঃখবোধ, তার কোন হিসেব নেই। নেই

কোন নথিপত্র- থাকে না, থাকার

প্রয়োজন নেই। মনের অতল গহীনে কেউ

কেউ লালন করে তার নিজস্ব দুঃখ-

কষ্ট। একেলা থাকা কোন নির্জন

মুহূর্তে সেই দুঃখ-

কষ্টগুলো নড়েচড়ে বসে। বিষণ্ন

স্মৃতিগুলো পর্দা ঠেলে আচমকা উঁকি দেয়

, স্মৃতির আড়াল থেকে বেরিয়ে আসে।

মনের গভীরে লুকিয়ে থাকা স্মৃতির

সঞ্চয়গুলো ভেসে ওঠে মনের পর্দায়।

মনে রাখা এক ভীষণ রোগ। এই

রোগে ভুগতে থাকা মানুষগুলোর

হৃদয়ে নস্টালজিকতা বেশী করে জেঁকে

বসে। তখন সেই মানুষগুলো আরও

বেশী একা হয়ে যায়। আরও

বেশী নিঃসঙ্গ বোধ করে। এই

নিঃসঙ্গতা হয়তো কারো কাছে এক

ধরণের বিলাসিতা, হতে পারে এক

ধরণের অহংকার। সেই বিলাসিতার

মাঝে কি ভালবাসার অস্তিত্ব থাকে?

থাকে হয়তো। নইলে মানুষ

এতো ভাবে কেন? আমি স্বপ্ন

দেখি একদিন পৃথিবীর প্রতিটি মানুষ

ভালবাসা নিয়ে অহংকারী হয়ে উঠবে।

যে মানুষ ভালবাসতে জানে,

ভালবাসা পেতে ও দিতে জানে,

তারাই হবে সেই অহংকারের

বিচারে শ্রেষ্ঠ মানুষ। মানুষের এক

জীবনের যা সঞ্চয় সেতো সম্পদের

পাহাড় নয়, শুধুই ভালবাসা। কারণ

মৃত্যুর পর তার যাবতীয় সম্পদ মানুষের

জন্য শুধু ভালবাসাটুকু তার নিজের

জন্য। সম্পদ ভোগের জন্য আর

ভালবাসা অনুভবের জন্য।

মানুষের ভালবাসার সঞ্চয় একদিন

সবটাই খরচ হয়ে যাবে আর অন্য

যা কিছু সম্পদ তা’ও ভালবাসার

প্রতীক হয়েই মানুষের

মাঝে টিকে থাকবে। মানুষের

হৃদয়ে ভালবাসা নদীর মতই বহমান,

সেই নদীর এই কূল ভাঙ্গবেতো অন্য কূল

গড়বে। মানবিকতা হবে সেই নদীর

অব্যাহত ধারা। আমি চিরকাল সেই

ধারাতেই প্রবাহিত হতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.