![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোস্টমর্টেম দেখার মত কষ্টকর জিনিস আমার জীবনে আর নাই বললেই চলে।প্রতিবার মর্গে গেলেই আমার মধ্যে একটা ঘৃণা জন্মায়।যে মানুষ এত খারাপ কেন হয়?একটা মানুষকে কি স্বাভাবিক ভাবে মরতেও দিবেনা তাই বলে???ময়নাতদন্তে লাশ আসা মানেই এক একটা খুনের দৃশ্য মাথায় ভাসতে থাকে আমার!আর সুইসাইডের কথা বলবেন?সেটা তো বড় খুন!একটা মানুষকে পৃথিবী কতটা কষ্ট না দিলে সে নিজেকে খুন করে?খুনি তো আসলেই তারা যারা তাকে বাধ্য করেছে পৃথিবীর মায়া ছাড়তে।
আজ যেমন দেখলাম একটা বাচ্চার লাশ রাখা মর্গে।পোস্টমর্টেম করা হবে!কাহিনী যতটুকু শুনলাম বাচ্চার মা'ই বাচ্চার খুনি!
মাত্র ২-৩দিন হবে বাচ্চার বয়স।কি দোষ ছিল বাচ্চার?সমাজ টাই যে এখানে দায়বদ্ধ!বাচ্চার বাবা মা অবিবাহিত!সমাজ মানবেনা অবিবাহিত যুগলের সন্তানকে!কেন???বাচ্চা তো কিছু করেনি!তোমরা তোমাদের সমাজের সদস্যদের আগেই মূল্যবোধ শিক্ষা দিতে।তবে তো বাচ্চা টাকে খুন হতে হতনা।আর যদি তা নাই পার,তবে মেনে নাও এই বাচ্চা টিও আজ থেকে তোমার সমাজের নবীনতম সদস্য।তাও পারবেনা?তাহলে বিবাহের এত আনুষ্ঠানিকতা,আচার ভেঙে দাও।নিজ দায়িত্ব,নিজ ইচ্ছায় তারা বিয়ে করুক।তোমরাও মেনে নাও.....এমন সমাজপ্রথা দিয়ে গোঁড়ামি ধরে রাখবেনা।আর যদি না পারো।তবে....!!!
তোমরা,হ্যাঁ,তোমরাই.....এই সমাজের প্রত্যেকটা সদস্যই এক একটা খুনি!!!এমন খুনিদের সমাজ চাইনা আমরা।
২| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪০
আবুল হাসেম রায়হান বলেছেন: আমরা খুনিদের চারপাশে নিয়েই ঘুরছি।বাহবা দিচ্ছি :3
৩| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫
কাজী রায়হান বলেছেন: বিয়ে এখনকার সময়ে বোঝা । অফসোস সমাজ সেটা মানবে না । ভালবাসা না থাকলে নিয়ম কানুন মানুষকে বেধে রাখতে পারেনা ।
৪| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৭
আবুল হাসেম রায়হান বলেছেন: বিয়ে বোঝা বলবনা,সমাজের এমন আঁকড়ে ধরা বিবাহের নিয়ম ছেড়ে দিলেই পারে।নিজের খুশিমত জীবনসঙ্গী বেচে নিতে এবং মেনে নিলেই সমাধান হয়ে যায়।
৫| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৬
কলমের কালি শেষ বলেছেন: এইসকল অনাকাংক্ষিত ঘটনার জন্য চতুর্মুখী সমাস্যাগুলো দায়ী ।
৬| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৪
আবুল হাসেম রায়হান বলেছেন: এই চতুর্মুখী সমস্যাগুলো আমাদের সমাজব্যবস্থাই সাজিয়ে রেখেছে
৭| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪০
মায়াবী রূপকথা বলেছেন:
সব নিয়েই জীবন। দেখবেন আবার কেউ পরম মমতায় কুড়িয়ে পাওয়া শিশুকেও নিজের করে নিচ্ছে।
স্বর্গ আর নরক মানুষের মাঝেই।
৮| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৪
আবুল হাসেম রায়হান বলেছেন: এইতো,এই গুটিকয়েক মানুষের জন্যই সমাজ টিকে আছ
৯| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৫
আবুল হাসেম রায়হান বলেছেন: এইতো,এই গুটিকয়েক মানুষের জন্যই সমাজ টিকে আছ
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৪
মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!