| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হৃদয় হীনতাকে ভুলে
অগাধ বিশ্বাসে আবারো
বাড়িয়েছি হাত;
বিকচ বাসনা
তোমার বোধদয় হবে
হৃদয় মেলবে প্রসাদ।
এ যেন মরুভূমির তপ্ত বালুকায়
এক পশলা বৃষ্টির আকাঙ্খা।
তুমি কি বুঝেছো, সে গভীরতা
জীবনের ক্যানভাস
আর কত কালো রঙে
আধারকে মানাবে হার
এবার তোমার হৃদয় সিদ্ধুকটা খোল
সমাধি পরে নয়
জীবনে সে দীপ জ্বালো।
©somewhere in net ltd.