নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শুধু তোমারই জন্য\"

েমাঃ আক্তার আলী

AJ-ও ………….

েমাঃ আক্তার আলী › বিস্তারিত পোস্টঃ

একটি সনেট

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

নীরব নির্জন বা তিরোধান স্বপনে
অচল জলধি কিংবা সচল জলে
এই প্রণোদিত জীবনের প্রতিপলে
অযাচিত কষ্ট নিস্পলোক আস্ফালনে
ধরায় যতবার তাকায় মুখ তুলে
কিছুনয়, শুধুই তোমাকে পড়ে মনে
শুনি তোমার পদধ্বনি নিতি পবনে
ভাবি তুমি এলে সুখ ভরে দিলে প্রাণে
কিন্ত তুমি আসনা ভালবাসনা মোরে
আসে বাঁধভাঙ্গা বর্ষা দুটি আখিঁপাতে
হত হৃদয় কুঞ্জ, হতাশা নেয় জুড়ে
যন্ত্রণা হৃদয়ে জ্বলে , মোরে নিঃস্ব করে
ব্যাকুল বিবাগী হয়ে ঘুরি পথে পথে
সদ্য সমায়ত সময়ের কাছে হেরে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.