| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরই নামকি জীবন-
প্রতিদিন কাঙ্খিত গন্তব্যে না গিয়ে
আবার অতীত অভিমুখে প্রত্যাবর্তন।
এরই নামকি জীবন-
প্রতিদিন যাচিত চাওয়াকে না পেয়ে
অযাচিত এক বুক হতাসা নিয়ে
নিদারুণ দুঃখের সাগরে অবগাহন।
এরই নামকি জীবন?
২|
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯
প্রামানিক বলেছেন: কি আর করা এভাবেই চলতে হবে।
৩|
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪
কানিজ রিনা বলেছেন: জীবন একটা মহাবৃত্ত, যেখান থেকে শুরু করবেন
ঘুরতে ঘুরতে শেষ বেলায় একই জায়গায় এসে
থামতে হবে।
৪|
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪
কানিজ রিনা বলেছেন: জীবন একটা মহাবৃত্ত, যেখান থেকে শুরু করবেন
ঘুরতে ঘুরতে শেষ বেলায় একই জায়গায় এসে
থামতে হবে।
৫|
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪
কানিজ রিনা বলেছেন: জীবন একটা মহাবৃত্ত, যেখান থেকে শুরু করবেন
ঘুরতে ঘুরতে শেষ বেলায় একই জায়গায় এসে
থামতে হবে।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪
সজিব হাওলাদার বলেছেন: জ্বি জীবনতো এমনই।