| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শংকিত নয় আমি
তবুও কেন সংশয়,
অনিশ্চিত ভবিষ্যৎ
কিরুপে যে ধরা দেয়।
সাহসের অভয়ারণ্যে-
কেন যে এত ভয়,
কেমনে করিব আমি
সমায়ত সময়কে জয়।
দোদুল্যমান এ মনে
এনে দাও প্রত্যয়,
অজানা পথ চলা
যাহাতে সহজ হয়।
©somewhere in net ltd.