| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অযাচিত দুঃখ আর
ধ্বংসের অনল,
কেড়ে নিয়েছে শান্তি মোর
মুছে দিয়েছে সুখ কাজল।
অদৃশ্য অমানিশা আর
জীবনের প্রতি পল,
ঝরিয়েছে শোণিত
ঝরিয়েছে চোখে জল
আজ মত্ত এমন,
তমোময় ইহকাল,
চাঁদোয়ায় ডাকা চাঁদ
ছেয়ে আছে ইন্দ্রজাল।
অপ্সরাও অধরা
হয়না বিহ্বল
পৃথিবীর কাছে যেন
আমি এক অমূল্য অচল।
©somewhere in net ltd.