নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আমি মিন্টু ব্লগারের কিছু কথা

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮

আমি মিন্টু ব্লগারের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম ।

আসাকরি আপনেরা আমাকে হেল্প করবেন ।

আমিকি এখানে গ্লপ বা কবিটা লেখতে পারি ।

কারন আমি ব্লগ সম্পর্কে একটু কম বুজি তাই আপনাদের মাধ্যমে পরামর্শ নেওয়া ।

আসা করছি একজন ব্লগার হয়ে আরেক জন ব্লগার কে হেল্প করবেন ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩২

মামুন ইসলাম বলেছেন: ব্লগীনে শুভেচ্ছা থাকল ।
এসেছেন নতুন ঠিক আছে কিনতু ব্লগের নিয়ম মেনে চলুন ।
আর হ্য ভাল ভাল গ্লপ ও কবিটা লেখুন

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪১

এমএম মিন্টু বলেছেন: আপনাকে শুভেচ্ছা দোয়া করবেন ভাইয়া ভাল ভাবে যেন লেখতে পারি এবং আপনাদের সাথে মিলে চলতে পারি ।
ধন্যবাদ মামুন ভাই

২| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪

কালের সময় বলেছেন: আগে লেখুন দেখি কিরকম বা কি ধরনের লেখা লেখেন তার পরে বুজা যাবে আপনাকে শিখানো যায় কি না ।

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৪

এমএম মিন্টু বলেছেন: জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ সত্যিইত আগে কাজ পরে কথা
কাজই যদি ভাল না করি তাহলে কেমনে পরিচয় হবে।

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০২

সুমন কর বলেছেন: আপনি এখানে গল্প, কবিতা, ছোট-গল্প, যা খুশি ,....আপনার মনের যে কোন কথা লিখতে পারবেন।

শুভকামনা রইলো।

হ্যাপি ব্লগিং........ !:#P !:#P

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩০

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা থাকল । বলেছেন লেখতে ছোট বড় সব কবিটা গ্লপ লেখতে জি আমি ও চাই ছোট বড় সবধরনের কবিটা গ্লপ লেখতে কিনতু ভাই ঐ যে বলেছেন মনে যা চায় তা লেখটে শুধু ঐতা পারমু না । মনের কথা লেখতে পারব না কারন বড় মুখ করে বলেন যা খুশি তাই লেখেন আর অমনেই ধইরা হয়ত ওয়াচে নয়ত লগীন যখন করমু লেখা আসবে দুংখিত আপনাকে ব্যন করা হইছে । পারেন আপনেরা সুমন কর ভাই । তবে যদি পারেন আমার কয়েকটি বন্ধুদের কয়েকটি নিক আছে এগুলো অযথা ব্যন করে রাখা হইছে একটু দয়া করে আমার হয়ে ভিশেষ অনুরোধ ও
আন্তরীক আবেদন থাকল কৃতপক্ষের কাছে নিচে লেখা আইডী গুল খুলে দিন ব্যন মুক্ত করে দিন ।
১ মাহাভুব আল হাসান ২ আমি মিনহাজ এসেছি ৩ বাংলার সংবাদ । এই নীক তিনটি ।
আবার আমাকে ভুল বুজে ভাই ব্যন কইরা দিয়েন না ।

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

লিরিকস বলেছেন: +

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭

এমএম মিন্টু বলেছেন: জি লিরিকস ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য দাবল ++

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

হেডস্যার বলেছেন: ওয়েলকাম

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ স্যার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.