| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমএম মিন্টু
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
আমার সোঁনার বাংলা দেশ
নাইগো তোমার কোন ঝুরি
নাইগো তোমার কোন তুলনা
নাইযে তোমার রুপের কোন শেষ
আমার সোঁনার বাংলা দেশ
আমি তোমার বুকেই যেন
ত্যগ করতে পারি আমার শেষ নিঃশেষ ।।
তুমি আমার জান,,, তুমি আমার প্রাণ,,
তাই তোমাকে নিয়ে ভেবে মন আমার সারাক্ষন
করে শধু আনচান আনচান ।
তুমি আমার স্বপ্ন
তাই এখন তোমার বুকে আছি
হইনী নির উর্দ্ধেশ
আমি তোমায় ভালবাসি
তুমি আমার সোঁনার বাংলা দেশ ।।।
কিছের লজ্জা কিছের আবার সরম
এই দেশটি আমার ।
তাইত আমি দিছে হারা হয়েগেছি
আর করছি সব কাজ চমৎকার ।
বাবার হাতে হাত রেখে বলেছিলাম
এই দেশটিকে আমি দেখে রাখব
তাই করছি ।
হয়ত বা কিছু ক্ষতি হচ্ছে তোমাদের
কিনতু তারপরেউ আমি পিছু হতবোনা
কারন তোমাদের জন্য লড়ছি
আবার মাঝে মাঝে গোপনে গোপনে
তোমাদেরকেই ধরে মারছি ।
আজ থেকে বিশ বছর আগের
যে শত্রু ছিল আমার যারা
আজ অনেকে বন্ধু হয়েছে আমার তারা ।
কেউ বা বলছে আমায় উল্তাপ্লাতা চারশত বিশ
তাদেরকে বলছি আমি আমাকে তোরা মনেরাখিছ ।
আরে পোরা কপাল আমার
কেউই আমাকে বুজতে চায়না
আমার পেটে অনেক ক্ষিধে
তাই একে একে আমি গিলে খাব
সবকতা বড় বড় মাছের মাথাগুলোকে
বয়স আমার বাড়ছে দাতেড় শক্তি কমছে
তাই আগেই কিছু বড় মাছের মাথা খাই
পরে যোদি আর না পাই ।
কারন বয়স শেষে একদিন আমিও চলেযাবো
এই সুন্দর পৃথিবী ছেড়ে ঐ দুনিয়াতে
ও খানে কি আছে ভাগ্যে কে জানে
মনকি তবুও ওসব কথা মানে
আমার শেষ বিদায়ে দুঃখ আছে লেখা ঐ খানে ।
১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৯
এমএম মিন্টু বলেছেন: সময় হলে ঠিক পেয়ে যাবেন
২|
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২২
মামুন ইসলাম বলেছেন: আর ভাল কবিটার আসায় আছি
১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১২
এমএম মিন্টু বলেছেন: সময় হলে ঠিক পেয়ে যাবেন
৩|
১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০
এমএম মিন্টু বলেছেন: সময় হলে ঠিক পেয়ে যাবেন
১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩
এমএম মিন্টু বলেছেন: সময় হলে ঠিক পেয়ে যাবে
এই মন্তব্যতা ভুল ক্রমে ।
৪|
১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৪
In2the Dark বলেছেন: ভাল লেখছেন। আমগো দেশেরে ভালা পাই তাই পোষ্টে + ।
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১১
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৫|
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
কালের সময় বলেছেন: দেশকে নিয়ে কবিটা না ভালই হয়েছে তাই
দিত্বীয় প্লাসটা আমি দিয়ে যাই ।
++++++++
তবে দেশকে নিয়ে আর ভাল কিছু কবিটা লেখতে হবে কিনতু লেখক।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪২
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই কালের সময়।
ভালো থাকুন শুভকামনা সবসময়
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩
মামুন ইসলাম বলেছেন: আর ভাল কবিটার আসায় আছি