![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
ভালো লাগা আর ভাল বাসা এক না
যানে একথা সবাই তবু তুমি তোমার মুখে বলনা একবার
কি বলবো তোমাকে ভালবাসি কি না তোমাকে ভাল লাগে কি নাঃ
হ্যা প্রিয়তমা তাইঃ
ঠিক আছে বলছিঃ হ্যা তোমাকে ভালো লাগে । আর হ্যা ভালোবাসি তোমাকে আর কিছু না কিছুনা । তুমি না সোহান মাঝে মাঝে এমন কিছু কর যা দেখলে আমার গাঁ জ্বলে । কেন লক্ষী এমন আবার কি করলাম । এইযে এখন প্রশ্ন করলে কিসব আজগবি আবোল তাবোল ।
না লক্ষী রাগ করনা বেশি ভালবাসা থেকেই এমন হয় ।
এই ধর তোমাকে বেশি ভালবাসি বলেইত মাঝে মধ্যে এ পাগলামী ।
এই যা তোমাকে একটা বলতে বুলে গেছি । সে কি আবার সোহান কি কথা না বলছিলাম কি আজ দুজনে মিলে কোন ভাল হোটেল থেকে দুপরের খাবার শেষ করবো । সে কি কথা সোহান সব খাবার যোদি আমরাই শেষ করি তাহলে অন্য রা কি খাবে ।
দূর ছাই আমি কি তা বলেছি নাকী আমি বলেছি দুপরের লান্সের কথা । ও সে কথা আগে বলবানা । ঠিক আছে জানু লক্ষী তাই হবে । তবে কি খাবে থাই না বাংলা থাই খাবো না খেলে বাংলাই খাবো।
তবে সোহান বিলতা কিন্তু আমি দিবো সে কি বলছো মহিনী তুমি দিবে মানে না আমি দিব । আচ্ছা বাবা তুমি দিবে এই কি বলছো মহিনি আমি না তোমার প্রেমীকা দুই দিন পরে তুমি আমার স্ত্রী হবে
আর আমি হবো তোমার স্বামী তাহোলে তুমি যে আমাকে বাবা ডাকলে । আরে গাদারে তোকে বাবা বলি নাই ফোনে আমার বাবাকে বাবা বলেছি ।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫১
মামুন ইসলাম বলেছেন: বাহা ভাল লেখা
লেখে চলুন নিরঅন্তর