নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

মহান আল্লহুর সম্পর্কে ধারনা

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৬

আমরা জানি সারা পৃথিবীর মালিক একজন সে আর কেউ নয় সে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহু তায়ালা রাব্বুল আলামীন । একজন ইনঞ্জিনীয়ার যেমন কোন কাজ করেন বা কিছু তৈরী করেন অনেক বুদ্ধিকরে মানুষের ভালোর জন্য । তেমন কিনতু সৃষ্টি কর্তা মহান আল্লাহু আমাদের সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য । আদম জাত মাটি দিয়ে তৈরী করেছেন সৃষ্টি কর্তা মহান আল্লাহ আর জিন জাতীকে আগুনে তৈরি করেছেন । কিনতু সৃষ্টি কর্তা মহান আল্লাহু মানব জাতকে জিন জাতীর উপরে রেখেছেন । মানুষকে পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন সৃষ্টি কর্তা মহান আল্লাহু ।

একজন কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার টেবিল,,খাটসহ নানান ধরনের আবাসপাত্র তৈরি করেন । একজন রাজ মিস্ত্রি যেমন সিমেন্ট ,,সাথে বালু মিলিয়ে ইটের উপর ইট সাজিয়ে

কত বড় বড় দালান বাড়ী ঘর তৈরী করেন । এসব কিছু কিনতু নিজে নিজে একা একা তৈরি হয় না । যদি হাতে ধরে কেউ তৈরি করেন তাহোলে তৈরি হয় । তার মানে কি দাড়ালো কাউকে না কাউকে কিছু তৈরি করতে হয় তাহোলে তৈরি হয় ।

কেউ তৈরি না করলে তৈরি বা সৃষ্টি হয়না । আমরা যখন ঘর থেকে ঘরের বাহীরে বাহীর হই তখন দেখতে পারি আমাদের মাথার উপরে কত বড় ও সুন্দর কত লাল,লীল,সবুজের

সমমিলিত সুন্দর একটি আকাশ । আর সেই আকাশে দিনে সূর্য, রাতের আধারে চাদঁ ও কত লক্ষ লক্ষ তারা,গ্রহ,উপগ্রহ,নক্ষত্র, এরা কেউ কিনতু একা সৃষ্টি হয়ে যায় নি এদেরকে এক জনই সৃষ্টি করেছেন সে কে ৎ সে আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি মহান

সৃষ্টি কর্তা আল্লাহু তায়ালা । সবার আগে আমাদের জানতে মহান আল্লাহুর অস্তিত্ব সম্পর্কে এবং তাতে ইমান আনতে হবে ।

পৃথিবীতে অনেক মানুষ এখন আছে তারা আল্লাহুকে বিশ্বাশ করতে চান না । তাকে আল্লাহুর কথা বললে সে উল্টা পাল্টা ধারনা করে সে উল্টা বলে আরে মিয়া আল্লারে দেখছেন ঠিক আছে কথা মানছি ভাই আল্লাহুকে দেখি নাই তাই বলে যে আল্লাহু নাই এরকম বিশ্বাশ বা কোন কথা বলা ও মন্তব্য কিন্তু করা যাবে না । শুধু এ পযন্তই না আর আছে আজকে আধুনীক বিজ্ঞানের যুগ কম্পিউটার ইন্টার নেটের যুগ আর এ যুগের আমাদের অনেক ব্লগ সাইতে ব্লগ লেখক ভাই আছেন তারা মহান আল্লাহুকে ও তার পেরিত রাসুল বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছেন এবং এখন করে । তাদের ভিতরে একদিন না একদিন অবশ্যই ইমান আসবে । তবে ভাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকলো যারাই এই পোষ্টে আসবেন কিছু মন্তব্য করবেন ইসলাম সম্পর্কে তাহোলে কিনতু আমাদের অনেক সুবিধা হবে মহান আল্লাহুর সম্পর্কে জানতে ।

কিনতু সেই মন্তব্য যেন আবার কোন ক্যচালে পরিনীত না হয় দয়া করে ।



আপনি একটু পরে এসে আর পড়ুন লেখার কাজ চলিতেছে ঃ

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:০২

বান০০৭ বলেছেন: [2:286]
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।

لَا يُكَلِّفُ اللَّـهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ﴿٢٨٦﴾

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.