![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
এ যেন কেমন হয়ে গেল দাওয়াত ছারাই বিয়ে বিকলে ৫ পঞ্চাষ মিনিটে বসলাম ব্লগে আবডেড দেখার জন্য সে কি হলুকস কান্ড আমাদের মাননীয় কৃতপক্ষ একটি নোটিশ ঝুলিয়ে দিছেন দেখুন নিচের নোটিশটিঃ
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
সার্ভার মেইনটেন্যান্স এর জন্য অল্প সময় সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে।
এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বিনীত,
সামহোয়্যার ইন ব্লগ টিম। :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ঠিক আছে সবই ভাই আপনাদের বাড়ী ঘর আপনেরা তালা বন্ধ করে রাখবেন ভাল কথা ।
কারন আপনাদের রেষ্টের দরকার আছে না হোলে আমাদের সেবা যত্ন করবে কে তাই বলে
এভাবে কোন নোটিশ সারাই ।
দুঃ প্রকাশ করেছেন সেও ভাল কথা তা একটু আগে যদি আগের মত নোটিশ দিলে ভাল হতো না সুন্দর করে চায়ের দোকান থেকে এক কাপ গরম গরমা চায় খেয়ে আসতাম শরীল টাকে ও মনটাকে চাংঙ্গা করে এসে ব্লগে বসতাম ।
এর পর থেকে মনে করে দয়া করে একটি নোটিশ দিয়েন আগে থেকে ধন্যবাদ কৃতপক্ষকে ।
আর আমার এ লেখা ভুল হলে ক্ষমা করে দিয়েন .
২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১
এমএম মিন্টু বলেছেন: জীবন্ত একজন আদম তা মিয়াভাই কি এমন লেখলাম যা পড়ে আপনি মফিজ হইয়া গেলেন ।
আরেক বার এসে বলে যান ।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৩
আদম_ বলেছেন: ভাই আপনি কি মানুষ না জ্বীন..............না ইয়ে মানে আপনার লেখার যে স্টাইল............. তাতে তো আমি পুরাই মফিজ খায়া গেলাম।