নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

দুর্নীতি মুক্ত হোতে হবে বাংলাদেশে থানা ও প্রশাসন

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৯

বাংলাদেশে যে সকল সামাজিক ব্যবস্থাপনা ও সমস্যা রয়েছে তার মধ্যে সব থেকে বড় সমস্যা হোল দুর্নীতি ।

দেশের ছোট হোতে বড় সকল স্থানে চলছে হুরদুম দুর্নীতি । এখন আমাদের দেশের এক শ্রেণির এমন কিছু মানুষ আছে তাদের কাছে দুর্নীতি হয়ে দাড়িয়েছে প্রধান নীতি ।

যেন দুর্নীতি না করলে তাদের পেটের ভাত হজম হয় না ।

বাংলাদেশের প্রশাসন ছোট পর্যায় থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায় পযন্ত চলছে সকল ধরনের দুর্নীতি । থানায় একটি ডাইরী বা কোন মামলা করতে বলেন কাগজে বিস্তারীত সব লেখে দেন তার পর মামলা কারী কাগজে সব লেখে দিলে থানার লোক বলে লেখা হয় নাই এভাবে হবে না অন্য ভাবে সাজিঁয়ে লেখতে হবে ঠিক আছে আমরাই লেখে দিচ্ছি তা চা পানের বাবদ কিছু খরচ দিতে হবে । এই হোল একভাবে দুর্নীতি আর আছে তারা অনেক ভাবে দুর্নীতি করে । এক পর্যায় বলতে হয় বাংলাদেশ দুর্নীতির ভালো বিস্তার লাভ করেছে । শুধু এক মাত্র বাংলাদেশ দুর্নীতির কারনে জাতীয় উন্নয়নমূলক কাজ গুলো বাধাগ্রস্ত হচ্ছে । উন্নয়নের যে চাকা আছে তা বার বার ভেঙে যাচ্ছে । তাই যে করেই হোক আমাদের দেশের এই সামাজিক ব্যধি সারাতে হবে । বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে একটি দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়তে হবে ।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১২

মামুন ইসলাম বলেছেন: একটি ভাল পোষ্ট তবে পোষ্টটি আরেকটু বড় হলে ভালো হতো ।
বাংলাদেশের একশ্রেনীর আইন পেশা জীবি আছেন তাদের জন্য দেশের পুরা পুলিশ ডিপারমেন্টের দুর্নাম হচ্ছে ।

এগিয়ে চলুন মিন্টু পাশ্বে থাকবো সব সময় ভয়ের কিছু নাই লেখে চলুন ভাল ভাল লেখা গুল সব সময় ।
শুভ দুপুর

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭

এমএম মিন্টু বলেছেন: এর বেশি বড় আমি দিতে পারলাম না বুজার হোলে এইটুকেই বুজবে । মন্তব্যের জন্য ধন্যবাদ মামুন ইসলাম ভাই আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.