নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শ,,,,,,,,,,,

২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:২২

পৃথিবীতে মানব সমাজে যেসব মহা পুরুষের আগমন হয়েছে এবং ইতিহাসে স্বরনীয় হয়ে আছে ও থাকবে তাদের ভিতরে সর্ব সময় সর্ব শ্রেষ্ঠ পুরুষ হোলেন বিশ্ব নবী ও আল্লাহু পেরিত রাসূল হযরত মুহাম্মদ (সঃ) । সততা,,ন্যায়,ত্যাগ,,ও আদর্শের মহান করে আল্লাহু

তাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে ।





আল্লাহু প্রিয় নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সঃ) কে আইয়ামে জাহেলিয়াতে বা অন্ধকার যুগে পৃথিবীতে আলোর বার্তা হিসেবে আবির্ভূত করেছেন । তার আদর্শ পথভ্রষ্ট মানুষকে মুক্তির পথ দেখিয়েছিল বা মুক্তি মন্ত্রে উজ্জীবিত করেছিল । হযরত মুহাম্মদ (সঃ) এর উদারতা ,,মানবিকতা,,সত্য,,ও ন্যয়ের প্রতি অবিচল আস্থা ,,তার ব্যক্তিত্ব ও কর্মতৎপরতা দেশ-কাল-সম্প্রদায় এবং জাতী ধর্মকে অতিক্রম করে বিশ্ব মানবিকতার স্তরে উত্তীর্ণ হয়েছে ।





হযরত মুহাম্মদ (সঃ) যেমন আরব জাতিকে মুক্তি দিয়েছেন আল্লহুর নির্দেশিত পথে ,,তেমনি সর্ব বিশ্বের মানুষের জন্য নির্বিরোধ শান্তির

এক জ্যোতির্ময় পথ প্রদর্শন করে গেছেন







হযরত মুহাম্মদ (সঃ) নবীদের মধ্যে সর্ব শেষ ও সর্ব শ্রেষ্ঠ নবী ছিলেন । তিনি রাহমাতুল্লিল আলামিন অথাৎ জগতের জন্য আশীর্বাদস্বরূপ । তিনি ছিলেন ফুলের মতো সৌরভময় মহা পুরুষ।

শিশুর মতো সরল সহজ ও নরম মানুষ । সত্য ও ন্যায়ের প্রতি ছিল তার অনড় বিশ্বাস। তার জীবনাদার্শ জাতি ,,ধর্ম নির্বিশেষে বিশ্বের সর্ব মানুষের জন্য অনুস্বরনীয় ।



৬২ বছর বয়সে হযরত মুহাম্মদ (সঃ) হিজরির একাদশ বৎসরে ১২ ই রবিউল আউয়াল তারিখ ৬৩২ খ্রিষ্টাব্দে ৮ই জুন সোমবার

দ্বিপ্রহরে নামাযরত অবস্থায় হযরত মুহাম্মদ (সঃ) -এর ওফাত হয় ।



মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আল্লাহুম্মা সাল্লিআ’লা সাইয়েদিনা ওয়া নাবিয়্যেনা ওয়া শাফিয়্যেনা ওয়া হাবীবানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া আ’লা আলেহি ওয়া সাহাবিহি ওয়া বারেক ওয়া সাল্লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.