![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
একটু হেল্প চাই আপনাদের কাছে প্লীজ আপনাদের দৃষ্টি আকর্ষন করছি ।আছেন কেও হেল্প করার মত
আমি ব্লগে সেফ হতে আগ্রহী তা আমাকে কি কি করতে হবে।
কি ভাবে সেফ হওয়া যায় ।
সেফ হলে কি কি সুবিদা পাওয়া যায় ।
কেও কি আমাকে বলতে পারেন ।
কেও আমাকে ব্লগ লেখা শিখিয়ে দিবেন ।
৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৭
এমএম মিন্টু বলেছেন: আমি সেফ ব্লগার হতে চাই দয়া আমাকে সেফ ব্লগার করবেন প্রিয় জানা আপু ও প্রিয় সামুর কৃতপক্ষ
প্লীজ হেল্প মী,,,,,,,,,,,,,,,,,,,,,,,
২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২১
প্রবাসী পাঠক বলেছেন: কিভাবে দ্রুত সেফ ব্লগার হয়া যায় জানতে পারলে দয়াকরে পদ্ধতিটা আমাকে জানাবেন।
৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৩
এমএম মিন্টু বলেছেন: প্রবাসী পাঠক ভাই না এতা ঠিক না কিনতু আমি জানি আপনি কৃতপক্ষের লোক এবং আপনে সেফ তাই যদি পারেন এই ভাইতাকে সেফ কইরেন ।
আজকের সেইফ না করলে এই ব্লগ রেখে চলে যাবো এই বলে দিলুম কিনতু
৩| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:০২
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। মিন্টু ভাই প্রথমত আমি ব্লগ কর্তৃপক্ষের কেউ না। দ্বিতীয়ত আমি নিজেই এখনো সেফ ব্লগার না। তবে সেফ হবার জন্য এতটুকু বলতে পারি - অন্য ব্লগারদের লেখা বেশি বেশি পড়ুন। গঠনমূলক মন্তব্য করুন আর ভালো ভালো পোস্ট করুন। শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১১
এমএম মিন্টু বলেছেন: এই বল্গের কারই তাহোলে কি সেফের বিষয় জানা নাই