নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামুর ব্লগের কিছু জন সচেতন মূলক পোষ্টের সংক্লন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০

আজ আমি আমার নিজের লেখা কোন পোষ্ট দিলাম না । কিছু অন্য লেখকদের লেখা আমার চোখে পড়ল আসললে যে পোষ্ট গুলো আমাদের দেশের জন্য খুব উপকারী ও জন সচেতন মূলক পোষ্ট বলে আমার কাছে মনে হোল ।



১। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুশ্রম মুক্তির দাবীতে আমার এ লেখা

আসুন এক নজর দেখি আমাদের দেশের অস্যহায় পথ শিশুদের কিছু ছবি ব্লগ

এই পোষ্ট দুইটি মামুন ইসলাম ভাইয়ের লেখা ।



২। রিপ্লেস পোষ্ট মাডকার বিরোধে রুখে দাড়ান

এই পোষ্টটি মাদকার বিরুদ্ধে কি করনীও এবং আমাদের ছেলে মেয়েদের কিভাবে মাদকা শক্তি থেকে রক্ষা করা যায় তা ফুটিয়ে তুলছেন । আসা করছি পোষ্টটি আপনেরা পড়লে এবং দেখলে আমার সাথে সহমত থাকবেন । পোষ্টটি লেখেছে ,,কালের সময়,,



৩। মুখরোচক সেমাই নামের ক্ষতিকর বিষ

এইপোষ্টটি আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের সকলের প্রিয় কান্ডারি অথর্ব ভাই । সামনে আর মাত্র কয়েক দিন বাকি আছে পবিত্র ঈদুল আযাহের তাই আসা করছি এবং সকলকে আবারো মনে করিয়ে দিতে চাই ক্ষতিকর সেমাইয়ের বিষয়টা । একটু কষ্ট করে এ বিষয় গুলো লক্ষ রাখবেন । আমাদের বড়দের চেয়ে ছোট দের বেশি ক্ষতি করে সেমাই ।



৪।নিরাপদ রূপচর্চা-একটি বৈজ্ঞানিক উপস্থাপন(মেগাপোস্ট)

এই পোষ্টটি আজকেই আমাদের সকলের জন্য উপহার দিয়েছেন

আমাদের সকলের প্রিয় জাফরুল মবীন ভাই ।

এই পোষ্টের বিষয় বস্তু নিশ্চয় শিরোনাম দেখে আমাদের সকলের জানা হয়ে গেছে । এই পোষ্টে আমাদের নিরাপদে কিভাবে রূপচর্চা

করা যায় ও রূপকে নিরাপদে রাখা যায় সে বিষয়ে বলাহয়েছে ।৫। ফরমালিনযুক্ত খাদ্য আমাদের দেহের জন্য কতটুকু ক্ষতিকর (সম্পূরক পোষ্ট)

এই পোষ্টটিও আমাদের সকলের প্রিয় জাফরুল মবীন ভাইয়ের লেখার বিষয় বস্ত নিশ্চয় আপনাদের এতক্ষনে বুঝা হয়ে গেছে এই পোষ্টের মাধ্যেমে আমাদের সকলের প্রিয় জাফরুল মবীন ভাই ফরমেলিন আমাদের দেহে কততুক ক্ষতি ও কি কি ক্ষতি করে সে বেপারে সতর্ক বার্তা পেরন করেছেন । ধন্যবাদ প্রিয় জাফরুল মবীন ভাই আমাদের জন্য এত সুন্দর সুন্দর ও প্রাশ্রমিক পোষ্ট উপহার দেওয়ার জন্য এবং আপনার কাছে আমরা সকলে অসংখক কৃতজ্ঞ ।



সংক্লনটি চলতে থাকবে আমার প্রিয় ব্লগার ভাই আপনাদের জানা মতে এধরনের সামুতে থাকা সচেতন মূলক পোষ্টের লিং গুলো দিয়ে আমাকে একটু সাহায্য করুন ।





৬। বাংলাদেশে সাইবার অপরাধ

এই পোষ্টটির বিষয় বস্ত হোল কি করে এই আধুনীক যুগে আধুনীক ভাবে আমরা বিশ্বব্যপী ইন্টারনেট ইউজারেরা ভিবিন্ন সাইবার ক্যাপের সাহায্যে প্রতারনার শিকার হচ্ছি সে বিষয় সতর্ক করেদিয়েছন । আর পোষ্টির লেখক হোলেন প্রিয় তৃণমূল এর কথা

ভাই । ধন্যবাদ তৃণমূল এর কথা ভাই এই রকম একটি সুন্দর পোষ্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ।





৭। প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে তামাশা কবে বন্ধ হবে?

এই লেখায় প্রতিবন্ধীদের অনেক না জানা তথ্য জানতে পারবেন।

এই পোষ্টি লেখেছেন প্রিয় এ এস এম আশিকুর ভাই ।

ধন্যবাদ প্রিয় এ এস এম আশিকুর ভাই আপনাকে এত সুন্দর পোষ্টটি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ।





মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩৪

এ কে এম রেজাউল করিম বলেছেন: সুভেচ্ছা র'ল আপনার আয়োজনে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই এ কে এম রেজাউ করিম । আপনার জন্য শুভ কামনা থাকল

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

প্রবাসী পাঠক বলেছেন: জাফরুল মবীন ভাইয়ের আরও কিছু পোস্ট এড করতে পারেন। ফরমালিন নিয়ে উনার কিছু পোস্ট আছে।


শুভ কামনা রইল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭

এমএম মিন্টু বলেছেন: আপনাকে প্ররবাসী পাঠক ভাই অসংখক ধন্যবাদ । আর হ্য ভাই দিয়ে দিছি ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

মামুন রশিদ বলেছেন: ভালো উদ্যোগ । একটু খাটাখাটুনি করলে আরো অনেক পোস্ট পেতেন । চালিয়ে যান ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই।
হ্য ভাই আমি খাটাখাটুনি করতে প্রস্তত কিনতু কয়েকতা লিং দিয়ে সাহায্য করলে ভাল হোত

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩৯

জাফরুল মবীন বলেছেন: জনসচেতনতামূলক পোস্টসমূহের সংকলন করার আপনার এই প্রচেষ্টা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য।তবে এটাকে সংকলনের মানদন্ডে দাঁড় করাতে হলে আরও বেশকিছু পোস্ট সংযুক্ত করতে হবে।আপনি সাহায্য চেয়েছেন তাই নীচে দু’টো লিংক দিলাম (ব্লগার রিফাত২০১০ ও ব্লগার মুনতাসির নাসিফ) যেখানে আপনি কয়েকটা গুরুত্বপূর্ণ মাসিক সংকলন পাবেন যেখান থেকে অাপনার প্রয়োজনীয় পোস্ট বেছে নিতে পারেনঃ

Click This Link


Click This Link

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

এমএম মিন্টু বলেছেন: হ্য প্রিয় জাফরুল মবীন ভাই আপনাকে আন্তরীক ধন্যবাদ ।
আর হ্য ভাই আপনি লিং গুলো দিয়ে অনেক বড় ধরনের উপকার
করেছেন সেই জন্য আন্তরীক কৃতজ্ঞতা জানিবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.