নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

গ্রাম বাংলার অপরুপ ছবি ব্লগ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

১।

দেখুন গ্রাম বাংলায় একজন কৃষক কত শ্রম দিচ্ছে ।

আমরা কি কখন তার শ্রমের সঠিক মূল্য দেওয়ার চেষ্টাতুক করেছি ।

তার কষ্ট বুঝার চেষ্টা করেছি ।

আসলে একজন কৃষকের যে কি কষ্ট এ কথা শুধু একজন গ্রামের কৃষকই জানে।





২।



দেখুন উপরের ছবিটিতে আমাদের বাংলাদেশের কত শুন্দর মায়াবী চিত্র । সবুজ ধানে মাঠ ভরা সোনালী খেত ।

ভর দুপুরে রোদের আলো তুক যখন সবুজ ধানের মাঠে পরে আর পূবালী বাতাশ ধানের গাঁয়ে ধুলানো দেয় তখন যে কি মনরম পরিবেশ মনে হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাশ করা যাবে না ।

৩।



কত সুন্দর লাগতেছে ঠিক না ভাই তিনটি ছবি কিনতু দেখতে

কত মায়াবী । কত সুন্দর অপরুপে সাজানো দেখা যায় আমার সোনার বাংলাকে ।



৪।





কত সুন্দর মাঠের এ পাশ থেকে ও পাশ পযন্ত শুধু সোনঁলী ফসলের মাঠ । তার পরেও আমাদের দেশের গরীব অসহায় না খেয়ে থাকে ।





৫।



এরা হয়ত দূরত্ব ভাবে ছুটতে পারে না চলে আস্তে ।আর যাই হোক না কেন কোন জায়গায় জামে পড়ে থাকতে হয় না ।এরা কিনতু আমাদের শহরের মত কালো ধোয়া ছেড়ে পরি বেশ নষ্ট করে না ।





৬।



৭।



৮।



কি উপরের ছবিটি দেখে একটি শাপলা ফুল নিতে মনে চাইতেছে না । তবে আর চিন্তা কিছের উনার কাছে চেয়ে দেখতে পারেন

মনে হয় দিয়ে দিতে পারে :-/



৯।



আচ্ছা তাল গাছে এতা কি পাখির বাসা ।



১০।



১১।



১২।







মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

আলম 1 বলেছেন: আমাদের গ্রাম বাংলার কৃষকরা সুযোগ পেলে আফ্রিকা মহাদেশে সোনা ফলাবে। তারা স্কিল ওয়ার্কার । তাদের মর্ম বুঝে পোষ্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। হ্য়ত আজ অনেকে পড়বে না। আগামী দিন পড়বে।
আরো লিখুন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৮

এমএম মিন্টু বলেছেন: ভাই আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখক ধন্যবাদ
ভালো থাকবেন সবসময় ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

অপূর্ণ রায়হান বলেছেন: ছবিসুত্র উল্লেখ করা উচিৎ । সবই ইন্টারনেট থেকে নেওয়া দেখছি !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

এমএম মিন্টু বলেছেন: ছবির সুত্র ভাল বলেছেন ভ্রাতা । নিজের সুত্রইত জানি না আর ছবির সুত্র জানবো কি করে ।

হুম ভ্রাতা ইন্টার নেটের যুগ তাই ছবি গুলো ইন্টার নেট থেকেই মেরে দেওয়া আর কি না ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ছবিগুলো । :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ ।
হ্য এই ছবিগুলো আমার ভালো লেগেছে আমাদের সুন্দর দেশের সুন্দর ছবি।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

মায়াবী রূপকথা বলেছেন: বাহ! সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.