নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

ব্লগ সাইটগুলো এবং ব্লগ লেখক গণের লেখার কারনে সাধারন মানুষের যে উপকরন

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৮

আমাদের বাংলাদেশের দেশীয় সংবাদ প্রচার করার যে মিডিয়া মাধ্যম গুলো আছে তার মধ্যে অন্যতম সাইট এই আধুনিক ইন্টার নেটের যুগে একটি উপকারী মিডিয়া সাইট হোল ওয়েভে সাইটের বা ইন্টার নেটের ব্লগ সাইট গুলো । দেশের ব্লগ সাইটগুলো দিয়ে সাধারন মানুষের উপকরন ।বাংলাদেশের যে সব সংবাদ সাইট গুলো আছে তার মধ্যে অন্যতম একটি সাইট ব্লগ ।আজকাল দেশের এই ব্লগ সাইটগুলোতে শুধু দেশিয় লেখকই যোগ হচ্ছেন না দেশীয় লেখকদের পাশ্বাপাশি যোগ দিচ্ছেন বাংলাদেশের যারা প্রবাসে আসেন সেই প্রবাসী ভাই বোনেরা । আর ব্লগ সাইট গুলোর অন্যতম উপকারী দিক হলো শুধু দেশ বিদেশের সংবাদই না বলা চলে ব্লগসাইটগুলোর মাধ্যমে যোগাযোগের সুব্যবস্থা গড়ে উঠেছে । তাই এখন শুধু দেশের সংবাদই না দেশের বাহিরের সংবাদ গুলো অতি দ্রুত পাওয়া যাচ্ছে ও প্রচার করা সম্ভব হচ্ছে । আর সে দিক দিয়ে আমাদের দেশের ব্লগ সাইটগুলো ও ব্লগ লেখকেরা এবং প্রবাসী ব্লগ লেখক ভাই বোনেরা অন্যতম ভূমিকা রেখে চলছেন ।

ব্লগ সাইট গুলো শুধু সংবাদ পরিবেশন করে তা নয় জনমতের প্রতিফলন ও জনমত গঠনেও ইতিবাচক ভূমিকা রেখেছে । এখন বেশির ভাগই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মত কাজ গুলো ব্লগ সাইট গুলো দ্রুত এগিয়ে নিচ্ছে ও ব্লগ সাইটকে কেন্দ্র করে গড়ে ওঠে ।। এভাবে ব্লগ সাইট গুলো সরকারী ও বেসরকারী এবং জনগণের মতামতের মধ্যে রচনা করেন সেতুবন্ধন । বাংলাদেশের ব্লগ সাইটগুলো এবং ব্লগ লেখক গণ কাজ করেচলছে দেশ ও দেশের গণতন্ত্রের সার্থে নিরধিধায়।এভাবেই ব্লগ সাইট গুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশের সাধারন মানুষদুংখ কষ্টের কথা গুলো এবং ব্লগের মাধ্যমে তুলে ধরছেন সকল গরীব অসহায় পথ মানুষ গুলোর কথা সরকারের কাছে সহ ভিবিন্ন উচ্চ পর্যায়ের মানুষদের কাছে এবং দেশের বাইরেও বিদেশেও তুলে ধরা হচ্ছে গরীব অসহায় পথ মানুষ গুলোর কষ্টের কথা ।

শুধু তাই নয় এই আধুনিক ও নেট যুগে ব্লগ সাইট গুলো কেবল সংবাদ পযন্ত নয় ব্লগ সাইট গুলোর মাধ্যমে ব্লগ লেখকেরা পরিবেশন করছেন নানান ধরনের তথ্য প্রযুক্তি ও দেশ বিদেশের সামাজিক -অর্থনৈতিক নানা সংবাদ এবং তা ছাড়াও পরিবেশন করে চলছে বিচিত্র সব তথ্য ও প্রতিবেদন ।ব্লগ সাইট গুলো আরো

তুলে ধরছেন শিল্প -সাহিত্যর আলোচনা ও জ্ঞান-বিজ্ঞানের নানা তথ্য এবং সংস্কৃতি ও ক্রীড়া এবং বিনোদন জগতের বিচিত্র সব কর্ম ধারা । এবং ব্লগসাইট গুলোতে আর স্থান করে নিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি,ইতিহাস ,ভূগোল,ধর্ম ও দর্শন এবং ব্যবসা বাণিজ্য এককথায় সবই এখন ব্লগ লেখকগণেরা তুলে ধরছেন ।

শুধু এ পযন্তয় না আজকাল ব্লগ সাইটের ব্লগার বা ব্লগ লেখক ভাইয়েরা নিজ নিজ ফ্রান্ড থেকে যে যেভাবে যততুক সম্ভব হচ্ছে অর্থ সহ অন্যান্য সাহায্যে করার জন্য কাজ করছেন ।





আমি এখানেই লেখা শেষ করতে চাইছি তবে লেখা শেষ করার আগে সকল ব্লগার ভাইদের প্রতি বিশেষ অনুরোধ করা গেল ভাই আমি একজন ক্ষুদে মানুষ আমি ব্লগে লেখছি বেশিদিন থেকে না মাত্র অল্পকিছুদিন যাবর্ত লেখছি আর আপনেরা আমার থেকে অনেক সিনিয়র তাই হয়ত আমার লেখায় আপনেরা অনেক ভুল বা যুক্তি তর্ক ধরতে পারেন আর সে ভুল ও যুক্তি তর্ক গুলো না ধরে আমাকে ক্ষমা করবেন । আমার এ পোষ্টটা লেখার একটি কারন আজকের এ সময় আমরা ব্লগাররা এই ব্লগ লেখালেখির মাধম্যে দেশের অনেক অসহায় লোকদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি আবার অনেকে অসহায় পথ লোকদের পাশে দাড়িয়ে ছি ।

বিশেষ করে আমি নিজে থেকে এতাই বলতে চাইছি আমাদের এই ব্লগ প্লাটফরমে খতাস ভাইয়ের লেখা এবারে যে পোষ্টি স্টিকি করছেন সে পোষ্টি অনেকে এড়িয়ে গেছেন তাই সকলকে অনুরোধ করছি সে স্টিকি পোষ্টটা আরেক বার পড়ার জন্য এবং সকলে মিলে যে যা পারি সাহায্য দিয়ে বন্যা দূরযুগে পড়ে থাকা অসাহায় মানুষগুলোর পাশে দাড়াতে পারি বা শরীক হতে পারি । ভাই মনে করেন আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে যদি কোন আড্ডায় বসি তাহোলেও দেখাযাবে একেকজনের পকেট থেকে ১০০ বা ২০০ টাকা করে খরচ হয়ে যাবে তাই বলছিলাম বেশি না পারি ২০০ বা ১০০ টাকা করে দিয়েও কিনতু আমরা সকল ব্লগার ভাইয়েরা অস্যহায় মানুষ গুলোর পাশে দাড়াতে পাড়ি । বিস্তারিত জানতে দয়া করে এখানে একটি ক্লিক করুন প্লিজ আর শুধু ব্লগার ভাইদেরয় না যারা ব্লগ ভিজিটর তাদেরকেও এই কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হইলো ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৯

দুখাই রাজ বলেছেন: সহমত ও সমর্থন রইল । আমরা কিছুদিন আগে সিরাজগঞ্জ থেকে কিছু সাহায্য কার্যক্রম করে এসেছি ।
শুভ সকাল ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই দুখাই রাজ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
সহমত থাকায় আন্তরিক খুশি হোলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.