নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ দিন বদলের পালা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭

হে নব কিশোর নব কিশোরী,

ওরে নব উতবিঘন্ন তরুন দল,,

এখন সময় আছে জেগে ওঠো,

এখন আছে তোমাদের গায়ে শক্তি ,,

আর মনে আছে বল ।।



পাড়বে তোমরা পাড়বে,,

সমাজতাকে বদলাতে ,,

দুখের বাণী হাতের মুঠোয় নিয়ে

সুখতাকে বিলাতে ।।

জীবনতাকে যুদ্ধ ময় করে তোলো,,

খোলো খোলো নংঙড় খোলো,,

তোলো তোলো হাতে অস্ররের পরিবর্তে কলম তোলো ।।

এখন সময় আছে শরীলের রক্ত গরম,,

নিজের জন্য নয়রে ঘোতা দেশের জন্য লড়াই,,

কিছের লজ্জা আর কিছের সরম।।



হে কবিগণ হে পাঠকগণ ,,

এখনই সময়,

বাচাতে পারবে না কেও আসে যোদি মরণ ।।

তাই আর দেরি নয়

এখনই নতুন করে জীবনতাকে করে নেও বরণ ।।

চলবে দিন বদলের পালা,,

পুরো জাতির গলায় পড়াতে হবে সুখের মালা।।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: পাড়বে তোমরা পাড়বে,,
সমাজতাকে বদলাতে ,,
দুখের বাণী হাতের মুঠোয় নিয়ে
সুখতাকে বিলাতে।

লাইন গুলো বেশ ভালো লেগেছে, অবশ্যই পুরোটাই ভালো লাগাতে রইল :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২৩

এমএম মিন্টু বলেছেন: অসংখক ধন্যবাদ চাটগাইয়া জাবেদ ভাইয়া ।
ভাল থাকবেন সব সময় শুভ কামনা থাকল ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।


ভালো থাকবে ভ্রাতা :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৬

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ অপূর্ব ভাইয়া ।
শুভকামনা থাকল

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

জুন বলেছেন: পাড়বে তোমরা পাড়বে,,
সমাজতাকে বদলাতে ,

বাহ দারুন কবিতা এমএম মিন্টু
+

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬

এমএম মিন্টু বলেছেন: কবিতা পাঠে এবং ভাল লাগায় অসংখ ধন্যবাদ জুন আপু ।
ভাল থাবেন ।। শুভ কামনা থাকল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.