![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
দাদা নাতীর গল্পঃদাদার কাছে নাতি গল্প শুনতে বায়না ধরলে দাদা নাতিকে এ গল্পটি শোনালেন শোনঃ
সে অনেক আগের কথা তাউ প্রায় তিন শতাদিক বছর আগে ঘটনা।
সে রাজা প্রদীব শার আমলের কথা।
রাজা প্রদীব শাহের রাজ দড়বারে রাজতন্ত্র বা রাজকর্ম চলছে তার মাঝে সেনাপতি আব্দুর বীর খাঁ দৌড়ে আসলেন উজিড়ের কাছে উজিড় মশাই বসা ছিলেন রাজ দড়বারে রাজার কথা শুনছিলেন এরই মধ্যে
সেনাপতি উজিড়ের কানে বলতে লাগলেন উজিড় মশাই আমাদের শাহাজাদী সাহেবার সাদা ঘোড়াটি খুজে পাওয়া যাচ্ছে না । কি বলছেন সেনাপতি খাঁ হ্য হুজুর যা সত্য তাই বলছি । ঠিক আছে সেনাপতি সা আপনি বাহিরে দাড়ান আমি রাজ কর্ম শেষ করে আসতেছি ।
সেনাপতি আব্দুর বীর খাঁ রাজ দড়বারের বাহিরে দাড়িয়ে আছে এর মধ্যে উজিড় সাহেব রাজদড়বারের কর্ম শেষ করে আসলেন সেনাপতি
কাছে । উজিরঃ কি সেনাপতি খাঁ ঘোড়ার কোন খোজ হোল ।
সেনাপতিঃ না হুজুর অনেক খুজেছি কিন্তু কোথাউ ঘোড়া পাওয়া যায়নি ।
উজিড়ঃ সেনাপতি বলছেন কি । আপনি কিছু বুঝতে পারছেন শাহাজাদীর বড় সখের ঘোড়া আর এই ঘোড়া যদি না পাওয়া যায়
তাহোলে কার রক্ষা নাই এ বলে দিলাম কার কার গর্দ্দাণ কাটা যেতে
পারে । তাই বলছি রাজা মশাই এ খবর পাওয়ার আগে ঘোড়া খুজে বের করতে হবে সকলকে মিলে ।
এর মধ্যে রাজা মশাই তার গোয়েন্ডার মাধ্যমে সংবাদ পেলেন তার মেয়ের ঘোড়া খুজে পাওয়া যাচ্ছে না । তাই রাজা উজিড়কে ডেকে পাঠালেন উজিড় আসলো ।
উজিড়ঃ হুজুর আমাকে ডেকেছেন ।
রাজা মশাইঃ হ্য উজির সাহেব আজ কয়েক দিন যাবত এসব কি শুনছি আমার রাজ্যে নাকি আবার চুরি শুরু হয়েছে ।আজ নাকি শাহাজাদী রোকসানার সখের সাদা ঘোড়াটি চুড়ি হয়েগেছে ।আমি কি এসব ভুল শুনছি না কি ?
উজিড়ঃ হ্য হুজুর আপনি কিছু ভুল শুনেন নায় যা শুনেছেন সবই সত্য শুনেছেন ।
রাজা মশাইঃ উজিড় সাহেব আপনি কি বলছেন এসব বুজতে পারছেন ।
আমার কন্যা যদি এসব জানতে পারে কি হবে এক বার ভেবে দেখেছেন । মান ইজ্জত যাবে দু একজনের গর্দ্দান যতে পারে ।
কারন আপনেরা জানেন আমার কোন ছেলে নাই । আমার ঐ কণ্যা
শাহাজাদী রোকসানাই হোল এ রাজ্যের ভবিশ্যত । সে এ রাজ্যের
সব কিছু বুঝে নিবে সে হবে এ রাজ্যের সমরাজ্যি। সুতারাং যদি শাহাজাদীর ঘোড়া না পাওয়া যায় তাহোলে পুর রাজ্যের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন । রাজ্যের পোজাদের কাছে কি করে মুখ দেখাবো । তারা বা আমাকে কি ভাববে বলুন যে এ কেমন রাজা যে নিজের কন্যার ঘোড়া রক্ষা করতে পারে না সে আমাদের কি করে রক্ষা করবে । তাই বলছি যত তারাতারি সম্ভব আমার মেয়ের
সখের সাদা ঘোড়া খুজে বের করুন।
উজির ঃ চলতে থাকবে
©somewhere in net ltd.