নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

যুগ্ন যুগ্ন ধরে মোরে মনে রাখবে তবে ।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

সুশিক্ষা যুক্ত করে দুরূহ কাজে সাফল্য অর্জন

করতে হবে খারাপ কাজের মূল অংশ বর্জন ।।

স্থানে স্থানে নিজস্ব উক্তিকে সংযোজন করে

সম্মানি স্থানে আমাদের নিজেদেরকে আনতে হবে ফিরে ।।





দ্রুত বজ্র স্থানে এগিয়ে যেতে হবে

লোক মানবের শুভ ছায়া পড়বে

যুগ্ন যুগ্ন ধরে মোরে মনে রাখবে তবে ।।





দশের লাঠি একের বোজা

টানিতে নাই হয় গোজা

এ কথা সকলে জানে এক টানে সোজা ।।



হাইরে কপাল হাইরে নিয়তি

তুইযে বড় দূরপতি

চাইলে তুই হতে পাড়বি বড় ভাগ্যপতি ।।



কি সে নিসান কি সে পিসান

মোর কাছে তুই বড় বন্ধু কৃষান ।

যেমন বড় ধর্ম তেমনি বড় কর্ম

কেউর চেয়ে কেউ নয় ছোট

কিউই যে নয়রে খাট ।





রক্তে মাংসে গড়া মানব মোরা

কিছের ভয় দেখাবি তোরা

জীবনের সঞ্চয় থেকে অনেক রক্ত দিয়েছি

মরতে যখন শিখেছি

আর পাড়বি না দামাতে

এই বাংলার শত্রু তোরাও

কেউ পাড়বি না এই বাংলায় থাকিতে ।



শপত নিতে হবে আজ সবাইকে

নেব মোরা শপত নেব

তবেই রক্ত দিয়ে এ দেশের মাটিকে দেবাঞ্জলি দেব ।



ওরে বোকা খাটি সোঁনার চেয়েও খাটি

সেও মোদের বাংলার মাটি ।।







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো প্রচেষ্টা ভ্রাতা । বেশ কিছু বানান ভুল আছে । সিসৃক্ষা বলতে কি বুঝাতে চেয়েছেন ? :)


শুভ রাত্রি :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ অপূর্ব ভাই এই আরকি চেষ্টা করা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.