নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বাংলা আমার মা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

যদিও আমি ঝরে যাই একদিন এই সবুজ বাংলায়,
তবুও তোমরা রাখবে মনে আমারে
তোমাদের মনের খাতায়।।


এই বাংলায় আমার জীবন মরন
বেচেঁ থাকব যতদিন
হে আমার বাংলা মাগো রাখব তোমায় স্বরন ।

তোমার বুকে জম্ম মাগো বিদ্রহী কবি কাজী
তার পণে মাগো আমি মরতেও রাজী ।

সোনাঁর চেয়েও খাটি
বাংলা মাগো তোমার বুকের এক মুঠো মাটি ।

সৃষ্টি কর্তার কি অপরূপ সৃষ্টিতা
তাইত মাগো এত কষ্ট
তবু বুকে নাই কোন ব্যথা
বেচেঁ থাকব যতদিন মাগো রাখব মনে এ কথা ।।

তুমি এ জণতার বাংলা মাগো
তোমার বুকে তোমার ছেলেদের আগলে রাখো ।

মাগো তোমার সোনাঁর ছেলে মেয়েরা
রাখবে তারা এখন তোমায় বুক দিয়ে ঘেরা ।

তোমার বুকে এক মুঠো মাটি
আমার বুকে বান্ধিয়া রাখি
আর রাখব মাগো রাখবো যতদিন বাচিঁয়া থাকি ।।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা ।

ভালো থাকবেন :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৪

এমএম মিন্টু বলেছেন: অপূর্ণ ভাই কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞা নিবেন ।
শুভ কামনা থাকল ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

কলমের কালি শেষ বলেছেন: দেশপ্রেম নিয়ে চমৎকার কবিতা । পড়ে ভাল লাগলো । :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩৬

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.