![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
আচ্ছা মডু সাহেব গন আমাদের মত নতুন লেখক দের জন্য কি আপনাদের কোন নতুন চিন্তা আছে । নাকি শুধু কমেন্ড ব্যান করার বিষয় নিয়ে আপনেরা ব্যস্ত । যাইহোক সেই বিষয়তা সম্পূন্য আপনাদের ব্যপার ।আর একটি বিষয় একটু দয়া করে আমাদের উপরে একটু নজর রেখে দেখবেন আমাদের দুই একটা লেখা আপনাদের নির্বাচনী পাতায় ঝুলিয়ে রাখা যায় কি না ধন্যবাদ আপনাদের এতরাতপযন্ত জেগে থাকার জন্য ।
আর যদি আপনাদের নিয়ম কানুন যাতে মেনে চলতে পারি সে জন্য একটি নোটিশ নামা উপরে ব্যনারের মত রেখে দিয়েন তাতে আমরা
যারা নবীন তাদের জন্য ছোট বেলায় যে মায়ের কোলে বসে অ আ ই ঈ আর ক খ গ ঘ শিখে ছিলাম সে ভাবে এখানে ব্লগে নিয়ম কানুন সকালে বিকেলে একবার করে শিখতে পারমু ।
তাহলে আর কাউক দেখতে হবে না ১। উপরিযুপরী নিয়ম ভংঙ্গের কারনে আপনাকে নজর ধারীতে রাখা হয়েছে । তাই ব্লগের নিয়ম মেনে চলুন আর নজর ধারী মুক্ত হন ।
প্রিয় কৃতপক্ষ ঠিক আছে নোটিশ দিলেন মানলাম কিনতু এখানে আরেকটি কাজ করা যায় না যাকে নোটিশ দিলেন তাকে তখন থেইকা কি কি নিয়ম মেনে চলতে হবে তার একটি নোটিশ দেওয়া যায়না ।
২। যাদের কমেন্ড ব্যন করলেন তাদের কি কি নিয়ম মেনে চলতে হবে তার একটা নোটিশ দিয়ে দিয়েন ।
প্রিয় সামুর কৃতপক্ষ সর্বশেষ একটি অনুরোধ শুনেছি বড়দের মুখে শুনেছিলাম স্বাধীনতা দিবস এবং ঈদ উপলক্ষ্যে নাকী জেল খানায় সাজাপ্রাপ্ত আসামীদের মুক্তি দিয়ে দেয় । তা আপনাদের এখানে ঈদ উপলক্ষ্যে যাদের কমেন্ড ব্যান ও সাধারন অপরাধে নজরদরীতে রেখেছেন তাদেরকে ক্ষমা করার কোন ব্যবস্থা করছেন বা ওরকম কোন ব্যবস্তা আছে কি ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৯
এমএম মিন্টু বলেছেন: আমার ব্লগে স্বাগতম আদমকে
শুভেচ্ছা নিবেন আদম ওরফে প্রধান-সহকারী-উপ-অতিরিক্ত সম্পাদক
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৫
আদম_ বলেছেন: হ্যা আছে। সামনের কুরপানি উপলক্ষে আপনাকে মুক্তি প্রদান করা হলো। আর এখন থেকে আপনার প্রতিটি পোস্ট নির্বাচিত পাতায় ঝুলিয়ে রাখা হবে। এবং আপনার পোস্টে কমেন্ট করা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হলো যারা ঔ পোস্টে কমেন্ট করবেনা তাদের পিএল দেয়া হবে। এবং সেই সাথে আপনাকে মডুর কোলে বসিয়ে নিয়ম কানুন শেখানোর জন্য মডুদের বলা হলো।
ইতি মডু
প্রধান-সহকারী-উপ-অতিরিক্ত সম্পাদক