নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

B-):) তাহলে আজ আর কোন কাজ নাই শুধু আমার ধাঁধা গুলোর উত্তর চাই ।:)B-)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

ইতি মধ্যে আপনেরা পোষ্টের শিরনাম দেখে বুঝতে পারছেন এই পোষ্টি একটি ধাঁধাঁর পোষ্ট । সকল ব্লগার ভাই বোনেরা ধাঁধাঁ দিলাম আমি উত্তর দিবেন আপনেরা ।আসুন ধাঁধার উত্তরের নিয়ম জেনে নেই । প্রথমে আপনে কত নম্বর ধাঁধার উত্তর দিচ্ছেন তার নাম্বার লেখুন তার পরে শুধু উত্তর বসিয়ে দিন ।
তাহলে শুরু করা যাকঃ
১। বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট খোলার পরে চোখে পানি ঝড়ে এতা কি ?

২। যৌবনে যুবতী বুড়োকালে লাল লেংটা হয়ে বাজারে যায় দেখলে জিভে আসে জ্বল এতা কি ?

৩। এক গাছে বহু ফল গায়ে আছে কাঁটা পাকলে পরে ছাড়ালে হাতে লাগে আঠা এতা কি ?

৪। উপরে চুনকাম করা ভিতরে হলুদ ঝোল না বলতে পারলে বুঝে নেব তোমার মাথায় গন্তগোল এতা কি ?

৫। ঘেউ ঘেউ করেনা পাহারা দেয় বাড়ি ভাত জ্বল খায়না তবু দেহ ভারী এতা কি ?

৬। আশি টাকার খাসি নব্বই টাকার বই এক পিট আছে আরেক পিঠ কই এতা কি ?

৭। তেল চক চক পাতা ফলের উপর কাঁটা পাকলে পরে মধুর মত বিচি গোটা গোটা এতা কি ?

৮। হাত নাই পা নাই পিঠ দিয়ে চলে রাত দিন থাকে সে জ্বলে এতা কি ?

৯। এক খানা পুকুরে কই এর গুর গুর করে এমন বাপের পুত নাই নাইমা মাছ ধরে এতা কি ?

১০। গাছের নাম মুগুর মাছা একেক ডালে এক পাতা গোড়ায় ধরে ফল এত মজার ফলরে ভাই এত মজার ফল নামতা কিরে দেখি বল এতা কি ?
আজ তাহলে এ দশটাই দেখা হবে আগামী পর্বে ।:P:P:-*:-*:-/:-/

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২

এমএম মিন্টু বলেছেন: সে কি মজা ব্লগের কারো জানা নাই ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি উত্তর ।

১।পিয়াজ

২। টেটুল

৩।কাঠাল

৪।ডিম।

৫।তালা

৬।আশমান জমিন

৭। কাঠাল

৮।নৌকা

৯।হুক্কা

১০। কচু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.