![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
মাননীয় প্রধান মন্ত্রীকে অসংখ ধন্যবাদ ঐ রকম একটা নিঃ কর্মা ও অকর্মার ঢেকি আধা শিক্ষতি মুরখ্য মন্ত্রীকে গারে ধরে পদ ত্যগ করাতে।
আরেকটু ভাল হতো ওরে গারে ধরে দল থেক বহীসকার করে দিলে ।
কি বলেন আপনেরা । নাকি ওর দরকার আছে কার কাছে ।
ওকে যার যার দরকার আছে সে সে মনে করবো আসল রাজাকার ।।।।
একটি প্রবাত আছে অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রু অনেক ভাল ।
ওর মত অশিক্ষিত একজন মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলিগ দলের জন্য খুবই জুকিপূর্ণ তাই ওধের মত মন্ত্রীদের দল থেকে এখনই বের করে দেওয়ার উপযুক্ত সময় ।
দল টিকিয়ে রাখতে আসা করছি প্রধান মন্ত্রী যথা যথা ব্যবস্থা গ্রহন করিবেন ।
আর মন্ত্রী ভাল লোক না পাওয়া গেলে এ ব্লগে যোগাযোগ করুন আমরাই মন্তীর দায়ত্ব নিব ।
আমরা যারা ব্লগার আছি আসা করি আপনার ঐ ধরনের পাগল মন্ত্রীদের চেয়ে অনেক ভাল দেশ চালাতে পারবো ।
০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
এমএম মিন্টু বলেছেন: তবুও কিন্তু আমাদের তারা যা বলবে তাই মেনে নিতে হবে ।
২| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৪
এম এ কাশেম বলেছেন: ওকে যার যার দরকার আছে সে সে মনে করবো আসল রাজাকার ।।।।
এত দিন যার দরকার ছিলো সে তো শাখ হাসিনা ও আওয়ামীলীগ,
তবে কি আওয়ামী লীগ একটি রাজাকারের দল?
কি বলেন - আপনার কথা দিয়ে বললাম।
০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
এমএম মিন্টু বলেছেন: ভাই ভাল মানুষের ঘরে কিন্তু খারাপ জম্ম নিতে পারে । আওয়ামীলিগ দল খারাপ নয় তার কিছু ডালপালা খারাপ ।
আর আওয়ামীলিগ দলের চার পাশে কিছু আগাছা জম্ম নিয়েছে আর সেই আগাছা গুলো সেতে ফেলে দেওয়া দরকার ।
অবশ্য প্রধান মন্ত্রী তার দল টিকিয়ে রাখতে চাইলে এবং দেশের সাধারন মানুষ গুলোর ভাল চায়লে তাকে সেই আগাছা গুলো উপড়ে ফেলে দেওয়া উচিত ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩১
ঢাকাবাসী বলেছেন: মন্ত্রীসভায় ভাল লোক বলে কেউ আছে নাকি?