![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
১। প্রিয় আমিনুর রহমান ভাই উনি শুধু একজন ব্লগার বল্লে ভুল হবে একজন ভাল মনের মানুষ এবং ভাল একজন সমাজ সেবক। এই ব্লগটির প্রতিটি লেখকের দিকে ভাল করে নজর রাখেন ।এবং কারো লেখায় যোদি কোন বানানে ভুল ত্রুটি হয় তাহলে ঐ লেখাতাকে তিনি নিজ দায়ত্বে ঠিক করে দেন । তাহলে আপোনেরাই বোলুন উনি কোন সাধারন মানুষ হতে পারে না প্রিয় আমিনুর রহমান ভাই সত্যয় আপনি একজন অসাধারন মানুষ ।
এখানে ক্লিক করলে দেখা যাবে আমাদের প্রিয় আমিনুর রহমান ভাইয়ের সকল সাধারন মানুষ ও পথশিশুদের নিয়ে লেখা সেই সুন্দর পোষ্ট গুলো আাসা করি আমরা সকলে একবার হোলেও এই লিংকটিতে ক্লিক করবো আর কিছু অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করব । প্রিয় আমিনুর রহমান ভাই আপনি এগিয়ে চলুন আমরা আছি এবং থাকবো আপনার পাশে। আপনার চলার পথ শুভ হোক ।
২। প্রিয় জাফরুল মবীন ভাই তার কথা আর কি বলবো সেও লেখক একজন ভালো মনের এবং তার সবগুলো লেখাই আমাদের শরীর চর্চার উপরে । কি করে আমাদের শরীরে চর্চা ঠিক রাখা যায়।
এখানে ক্লিক করলে আমাদের প্রিয় জাফরুল মবীন ভাইয়ের লেখা আমাদেরকে সচেতন করা সেই পোষ্ট গুলো তাই আসা করব আপনেরা একবার এই লিংকে গুরে এসে দেখবেন আমার কথা গুলো সত্য না মিথ্যা
অনেক ধন্যবাদ জাফরুল মবীন ভাই আপনাকে আমাদের সকলের কথা ভাবার জন্য ।
এগিয়ে চলুন ভাই সামনের দিকে আর সব সময় আমাদের জন্য এ ধরনের কিছু ভাল পোষ্ট দিবেন ।
প্রিয় জাফরুল মবীন ভাই আপনার সামনের দিন গুলো শুভ হোক।
৩। আমাদের প্রিয় খাটাস ভাই সেও কিন্তু চুপ করে বসে নাই সে দেশের এই চরম পরিস্থিতি অবস্থায় বগুড়ার বন্যায় বিপদে থাকা লোকদের পাশে দাড়িয়েছে এবং সকলকে দাড়ানোর জন্য অনুপেড়না দিচ্ছেন তাতে আমার মনে হয় এখন যোদি আমরা সকল
ব্লগার ভাইয়েরা তাকে বন্যায় বিপদে থাকা মানুষদের পাশে দাড়ানোর
জন্য কিছুতা সাহায্য সহযোগিতা করি তাতে খাটাস ভাই এবং তার সাথে আরো যারা এ কাজে অংশ গ্রহন করেছেন তাদের কাজ অনেক দূর পযন্ত এগিয়ে যাবে এখানে ক্লিক করলে আমাদের খাটাস ভাইয়ের সে পোষ্টটি দেখতে পাবেন শুধু পোষ্টটি দেখলে হবে না যার যার সমর্থক অনুযাই কিছু অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ।তাহলে খাটাস ভাইয়ের পোষ্টটি সার্থক হবে দেশের সাধারন মানুষ গুলোর উপকার হবে ।
ধন্যবাদ খাটাস ভাই এগিয়ে চলুন আপনি আমারা আছি আপনার পাশে এবং সব সময় থাকব ।
আপনার সামনের পথ গুলো শুভ হোক।
২| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩
সাইফুদ্দিন আযাদ বলেছেন: সুন্দর!
মিন্টু ভাই কেমন আছেন? সামুতে মোবাইলে ফুল ভার্সন/পিসি ভার্সন অফশনটা তুলে দেওয়ায় আমার ব্লগিংযাত্রার শুরুতে হোচড় খেয়ে গেছি... তাই আসতে ইচ্ছা করে না....
০৩ রা অক্টোবর, ২০১৪ ভোর ৪:১২
এমএম মিন্টু বলেছেন: সাইফুদ্দিন আযাদ ভাই ভালো আছি । আপনেও ভালো থাকবেন ।
সব ঠিক হয়ে যাবে ।
৩| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯
আবু শাকিল বলেছেন: যোগ্য ব্যাক্তিদের সম্মান জানাইছেন আমিও আপনার পোষ্টের মাধ্যমে সম্মান জানাইলাম।
আমিনুর ভাই,জাফরুল মবীন ভাই,প্রিয় খাটাস ভাই ।
বিঃদ্র- লেখা টা এডিটে নিয়ে বানান গুলো ঠিক করে নেন প্লিজ।
( কার লেখার কোন ভুল ট্রুটি হলে সেতাও তিনি ঠিক করে দেন ।
তাহলে আপনেরাই বলুল উনি কোন সাধারন মানুষ হতে পারে না প্রিয় আমিনুর রহমান ভাই সত্যই আপনি একজন অসাধারন মানুষ ।)
--------------------------------------------------------------
দাড়ানোর জন্য অনুপেরনা দিচ্ছেন তাতে আমার মনে হয় এখন যদি আমরা সকল
ব্লগার ভাইয়েরা তাকে বন্যায় বিপদ গ্রস্থ মানুষদের পাশে দাড়ানোর
জন্য কিছুতা সাহায্য সহযোগিতা করি তাতে খাটাস ভাই এবং তার সাথে আরো যারা এ কাজে অংশ গ্রহন করেছেন তাদের কাজ অনেক দূর পযন্ত এগিয়ে যাবে
--------------------------------------
পোষ্ট আবডেড হবে আপনাদের জানা মতে আর কোন পোষ্ট থাকলে অবশ্য দয়া করে জানাবেন বা লিং গুলো শেয়ার করবেন ।
০৩ রা অক্টোবর, ২০১৪ ভোর ৪:২২
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই ।
এইত এভাবে এক ব্লগার আরেক ব্লগারের পাশে দাড়াতে হবে আমাদের । তাহোলে আমাদের সকলের ব্লগিং সার্থক হবে ।
শুভ কামনা থাকলো শাকিল ভাই আপনার জন্য ভালো থাকবেন সবসময় ।
৪| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩৪
মামুন রশিদ বলেছেন: উনারা তিনজনই গুনী ব্লগার, আমার প্রিয় ব্লগার । তিনজনই স্বতন্ত্র বৈশিষ্ট নিয়ে ব্লগিং করেন । আমার পক্ষ হতে শুভকামনা ।
চমৎকার এই পোস্টের জন্য আপনাকেও ধন্যবাদ ।
০৩ রা অক্টোবর, ২০১৪ ভোর ৪:২৮
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাইয়া ।
উনারা আমাদের কাছে সব সময় এভাবে প্রিয় ও ভালোবাসার মানুষ হয়ে থাকুক সেই প্রাথনাই করি মহান আল্লাহুর কাছে ।
৫| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: সংলিত পোষ্ট। যার যার অবস্থান থেকে নিপীড়িত মানুষের পাশে দাড়াতে হবে। আমিও চেষ্টা করি আমার অবস্থান থেকে ওদরে জন্য কিছু করার।
০৩ রা অক্টোবর, ২০১৪ ভোর ৪:৪০
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ১৩ ভাইয়া ।
শুভেচ্ছা ও শুভকামনা থাকলো সব সময়ের জন্য ।
৬| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৪
মুদ্দাকির বলেছেন:
তিনজনকেই ভালো লাগে
০৩ রা অক্টোবর, ২০১৪ ভোর ৪:৪৩
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ মুদ্দাকির ভাইয়া । আমাদের সকলের প্রিয় হয়ে থাকুক তারা সবসময় ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০
জুন বলেছেন: আমারও প্রিয় এই ত্রিরত্ন
০৩ রা অক্টোবর, ২০১৪ ভোর ৪:৪৫
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ জুন আপু
৮| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫
আমিনুর রহমান বলেছেন:
এমন পোষ্ট দেখলে সত্যি ভীষণ রকমের ভালো লাগা এবং সাথে অবশ্যই একটুখানি বিব্রতবোধও করি। আমি খুবই সাধারণ মানুষ হিসেবে সারাজীবন থাকতে চাই। আপনার প্রতি কৃতজ্ঞতা রইল। ভালো থাকবেন। দোয়া করবেন।
০৩ রা অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫৬
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রিয় আমিনুর ভাইয়া । পোষ্টে এসে সত্যয় ভাইয়া আরেকবার প্রমান করলেন আমাদের সকল ব্লগার ভাইদের প্রতি আপোনার ভালোবাসা ও এই ব্লগটির প্রতিটি মানুষের প্রতি আপোনার স্নেহের কথা ।
শুভ কামনা থাকলো ভাইয়া সব সময়ের জন্য ।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন:
ভালো থাকবেন ভ্রাতা
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৭
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ অপূর্ব ভাইয়া
১০| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৬
প্রবাসী পাঠক বলেছেন: উনারা তিন জনই গুণী ব্লগার। এবং তিন জনই আমার খুব প্রিয়।
ধন্যবাদ পোস্টটির জন্য। ঈদের শুভেচ্ছা।
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৯
এমএম মিন্টু বলেছেন: ঈদমোবারক
১১| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
জাফরুল মবীন বলেছেন: আমি যে একজন প্রিয় ব্লগার হিসাবে আপনার মনে ঠাঁই করে নিতে পেরেছি এতেই অনেক খুশী।তবে আমাকে যেভাবে উপস্থাপন করেছেন তাতে বেশ বিব্রত ও লজ্জাবোধ করছি :#> আমার চেয়েও অনেক অনেক গুণী ব্লগার রয়েছেন সামুতে।
অভিনন্দন রইলো ভাই আমিনুর ও ছোট ভাই খাটাসের প্রতি।
মন্তব্যে যারা আমাদের উৎসাহিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
ভাই মিন্টু আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।অসংখ্য ধন্যবাদ এতটা সম্মানিত করার জন্য।
আল্লাহ আপনার সর্বাঙ্গীন মঙ্গল করুন।
০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ জাফরুল মবীন ভাইয়া ।
পোষ্টে আসার জন্য আন্তরীক ভাবে খুশি হয়েছি ভাইয়া ।
শুভকামনা থাকলো সর্ব সময়ের জন্য
১২| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একদম যথার্থ। তারা তিনজনই আমার প্রিয় লেখক
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১:৫৭
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই ।
ঈদমুবারক
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৭
নুর ইসলাম রফিক বলেছেন: আমিও আমিনুর রহমান ভাই হতে চাই............
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ঈদের শুভেচ্ছা নিবেন ঈদমুবারক
১৪| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
সুমন কর বলেছেন: ভাল পোস্ট।
১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
এমএম মিন্টু বলেছেন: কেমন ভালো দাদা ।
১৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৪
খাটাস বলেছেন: মিন্টু ভাই, আগেই আপনার পোস্ট মোবাইল থেকে দেখেছি। কিছু দিন একটু ঢাকার বাহিরে থাকায় মন্তব্য করতে পারি নি।
শুধু এটুকু বলব, আমি ভীষণ বিব্রত। সামান্য ব্লগার হিসেবে এটা ওটা লেখার চেষ্টা। তবু ও আপনার এই ভালবাসা ও সম্মান পেয়ে আমি অভিভুত ভাই।
অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞতা রইল।
হ্যাপি ব্লগিং।
একটা প্রশ্ন ছিল, আপনি কি অভ্র দিয়ে বাংলা লেখেন নাকি ফোনেটিক নাকি ইউনিজয়, নাকি বিজয় নাকি ভার্চুয়াল দিয়ে ???
আসলে সত্যি কথা বলতে কি, আপনার কিছু পোস্টের বানান আমি চেক করেছি, যা লিখতে লিখতে ভুল করা সম্ভব না। মানে টাইপো নয়। আর আপনার লেখা দেখে এও বুঝি আপনি অশিক্ষিত নন যে ছোট খাট বানান গুলো জানবেন না। সেক্ষেত্রে আমি আমার মন কে আপনার পক্ষে উপযুক্ত ব্যক্ষা দিতে পারি না, বিধায় নিজের কাছেই খুব খারাপ লাগে- আপনাকে কারো মাল্টি বলে সন্দেহ করতে।
আমার বিশ্বাস আপনার কাছে নিশ্চয় ই উপযুক্ত ব্যক্ষা আছে, যা আমার মন কে শান্ত করবে।
বিনীত ভাবে ক্ষমা চাইছি ভাই, আমার মনের অমুলক কিছু কথা বলার জন্য। আসলে আলোচনা থেকেই আন্তরিকতা বাড়ে, তাই নয় কি?
আশা করি, আমার মন্তব্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আবার ও অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন অধম কে বিরল সম্মান দেয়ার জন্য। অনেক শুভেচ্ছা রইল ।
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫২
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই খাটাস পোষ্টে ফিরে এসে মন্তব্য করায় । আমি আসলে ভাই অভ্র দিয়ে লেখলেও আমার অভ্রটা আসলে নষ্ট হয়ে যাওয়ায় এবং
পিসিতে কিছু ভাইরাস আক্রান্ত হওয়া আর কিছু টাইপো এই আরকি সব মিলিয়ে ।
তো ভালো থাকুন । আপনার জন্য শুভ কামনা থাকলো ।
আর ক্ষমার কথা কেন আছে আপনি সত্য কথায়তো বলেছে । ভুল হোলে অবশ্যয় ভুল ধরিয়ে দেওয়া ভালো ।
আর ঐ যে মাল্টি বললেন না ভাই এই একটা খুলেয় বোকা হয়ে গেছি ।আবার মাল্টি খুলার সময় নাই ।
শুভকামনা থাকলো
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১২:০০
সাইফুদ্দিন আযাদ বলেছেন: সুন্দর!
মিন্টু ভাই কেমন আছেন? সামুতে মোবাইলে ফুল ভার্সন/পিসি ভার্সন অফশনটা তুলে দেওয়ায় আমার ব্লগিংযাত্রার শুরুতে হোচড় খেয়ে গেছি... তাই আসতে ইচ্ছা করে না....