নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামু আমিও সঙ্কলন করা শিখতেছি

০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৫

সকল ব্লগার ভাই বোনদের প্রবিত্র ঈদুল আযাহের এবং শারদীয় শুভেচ্ছা ।
এই পোষ্টটি আমি তাদেরকে নিয়ে করেছি যাদেরকে প্রিয় সামুতে আমি সব সময় অনুসরন করি ।
তাদের কিছু পোষ্ট যে পোষ্টগুলো আমার কাছে ভালো লেগেছে
আর তা ব্লগে শেয়ার করলাম ।
----------------------------------------------------------
(১) অপূর্ন রায়হান গল্পঃ প্রাইভেট ম্যাসাজ কিংবা কয়েকটি তুষারের হিমকণা
--------------------------------------------------------------
(২)সামুতে মাস ব্যাপী নির্বাচিত পাতার সেরা জণ প্রিয় পোষ্ট গুলোর সঙ্কলন
-----------------------------------------------------------
(৩)তিন লাইনের গপ-০৪
-----------------------------------------------------------
(৪)পশ্চিমে জন্ম নেওয়া আরব তরুন /তরুণীরা যোগ দিচ্ছে আই এসের জিহাদে
--------------------------------------------------------
(৫)ছোট বেলার মত এসো ফুল তুলিতে যাই - মনিটর ব্যান্ড
---------------------------------------------------------------
(৬)ছাত্রীরা ইন্টারনেটে ছেলে বন্ধুর সঙ্গে প্রেম করে সময় নষ্ট করো না! B-)
-----------------------------------------------------------
(৭)১৯৭১ সালে জাফর ইকবালের "দুধে রুটি ছিঁড়ে চিনি মাখিয়ে খাওয়া"-র ইতিহাস
------------------------------------------------------
(৮)জাতিসংঘের মঞ্চে নরেন্দ্র মোদির হিন্দিতে দেয়া ভাষণ এর চুম্বক অংশগুলো:
-------------------------------------------------------------
(৯)যে কারণে ভালো ছেলেরা প্রেমিকা পায় না
------------------------------------------------------
(১০)বিয়ে করে বৌ রেখে বিদেশে চলে যেতে চাচ্ছেন জিবীকার খোঁজে?? তাহলে নিচের স্ট্যাটাস টা পড়ুন
--------------------------------------------------------------
(১১)ব্রিটিশ বিমান হামলা ও আই এস কে রাশিয়ার বিমান,ইরান হামলায় অংশ নিচ্ছে,মুসলিম মহিলা বৈমানিকের বিমান হামলা।। আপডেট
--------------------------------------------------------------
(১২)বাংলাদেশে মেয়েরা চাকরী করে কেন?
--------------------------------------------------------------
(১৩)

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: hay allare amarda nai

০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬

এমএম মিন্টু বলেছেন: সবে মাত্র শিখতেছি ভাইয়া ।
তবে পরে যে সঙ্কলনটি করবো তাতে আপনার একটা দিয়ে দিবো।
পরের সঙ্কলন হবেঃ সামুর সপ্তাহিক সেরা পোষ্ট সঙ্কলন।

২| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লিখাগুলিই উঠে এসেছে ।
কিপ ইট আপ ব্রো ।

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪২

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া ।

ভালো থাকবেন সব সময় । শুভ কামনা থাকলো ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

জাফরুল মবীন বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক” :)

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৪

এমএম মিন্টু বলেছেন: জাফরুল মবীন ভাইয়া আপনাকে ঈদমুবারক

৪| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: সিস্টেম শিখা ফালাইসেন ভ্রাতা , চালাইয়া যান ;)

আমার নাম ভুল ক্যা !!! X(( :P

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭

এমএম মিন্টু বলেছেন: এই আর কি ভাই আপনাদের কাছ থেকেইত শেখা ।

মনখারাপ করার দরকার নাই নাম ঠিক কইরা দিছি ।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: কি মনে করে আপনার পোস্ট খুলে দেখি আমার দুটো লেখা আপনার তালিকায়। ধন্যবাদ ব্রো , সন্মান দেখানোর জন্য । আপনাকে অনুসরনে নিয়ে সন্মান দিলাম। ঈদের শুভেচ্ছা।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১:৩৯

এমএম মিন্টু বলেছেন: ভাইয়া ঈদমুবারক

৬| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অভিনন্দন.... :)
সামু’র সংকলকেরা “ সামু’র জাতীয় ” সম্পদ।
আরেকটি সম্পদ পেলো ব্লগার জাতি.... ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১:৪১

এমএম মিন্টু বলেছেন: মইনুল ভাইয়া ঈদমুবারক

৭| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৪

মামুন রশিদ বলেছেন: ঈদ শুভেচ্ছা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১:৪৩

এমএম মিন্টু বলেছেন: মামুন ভাইয়া ঈদমুবারক

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:০০

কলমের কালি শেষ বলেছেন: ভালো কাজ । শুভ কামনা । এগিয়ে যান । :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৬

এমএম মিন্টু বলেছেন: শুভ কামনা থাকলো আপনার জন্য ।
ঈদের শুভেচ্ছা নিবেন ঈদমুবারক ।


৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১১:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পুরা লাইনে আছেন :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪

এমএম মিন্টু বলেছেন: হ্যা ভাই আপনাদের কাছ থেকে শেখা আর কি দোয়া করবেন ভাইয়া । ঈদের শুভেচ্ছা থাকলো ।

ঈদমুবারক

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৮

হালি্ বলেছেন: আমিও শিখতে চাই B-)) B-)) B-))

০৪ ঠা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

এমএম মিন্টু বলেছেন: ঈদের শুভেচ্ছা থাকলো ভাই ঈদমুবারক

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঈদ মোবারক।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

এমএম মিন্টু বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ঈদমুবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.