![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
[/siপ্রিয় সামুর সকল ব্লগার ভাই বোনদের পবিত্র ঈদুল আযাহের শুভেচ্ছা ঈদমুবারক ।
একই সাথে সামু ব্লগের সকল কর্ম বিন্দুকে আন্তরীক ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা । সামুর পরিবার বিন্দুকেঃ ঈদমুবারক ।
সামুর পরিবার বিন্দুর কাছে বিশেষ কৃতজ্ঞতা অর্পণ করছি এই ব্লগ ফরমে থাকা সকল ব্লগার ভাই বোনদের পক্ষ থেকে সর্বক্ষন সুখে দুখে
এবং আনন্দে সকল সময় আমাদের পাশে থাকার জন্য ।
যে যেখানেই থাকুন ভালো থাকুন ।
ঈদের আনন্দকে সহ পরিবারে ভাগাভাগী করে নিন ।
শুধু নিজ পরিবার নয়
আশে পাশে সকল প্রতিবেশীর সাথে মিলেমিছে যেন ঈদ কাটানো হয়।
দুখ সুখের এতাই সময়
ঈদ গাঁ থেকে এসে যেন বুকে বুক মিলিয়ে কুলাকুলি হয়।
কুরবানীর এক অংশ নিজের
আরেক অংশ আত্মিয় স্বজনের
আরেক অংশ গরীবের এতা যেন মনে রাখা হয় ।
বিশেষ কবিতাঃ
ঈদ এলোরে ভাই ঘরে ঘরে
এতা হলো মিলিত আনন্দ সকলের তরে ।
কেহ জানি আর না জানি
এ যেন এক মধুর বানী ।
ঈদের আনন্দ সকলের ঘরে ঘরে বয়ে আনুক খুশির জোয়ার।
প্রবাসী ব্লগার ভাই বোনদেরও জানাই ঈদের শুভেচ্ছা ।ঈদমুবারক
০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫১
এমএম মিন্টু বলেছেন: ঈদমুবারক
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:২৯
জাফরুল মবীন বলেছেন: “ঈদ মোবারক”