নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

নয়া শিমুল পারুলের রঙ্গিলা প্রেম

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৭

শরতের সকাল ভালোই লাগে । আরো ভালো লাগতো আমি যোদি সকালের সূর্য হতে পারতাম । তোমার শরীর আমার উৎষ্ণ তাপে গরম করে দিতে পারতাম ।
নয়ত বা যোদি কয়লার আগুন হোতে পাড়তাম তাহোলে তোমার কাজে লাগতে পাড়তাম ।
যোদি হোতে পাড়তাম সকালের পাখি তাহোলে প্রতিদিন আকাশে লাল সূর্য ওঠার আগে
তোমার কানের কাছে গীয়ে ডাক দিতাম তোমার নাম ধরে । শিমুল ভোরের আকাশ খানি শুধু তোমার আর আমার হোতে পাড়ে না ।

না পারুল হোতে পাড়ে না তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের মিলন কখনই হবে না । ছোট বেলায় থেকে দেখে আসতেছি তোমাদের সাথে আমাদের ঘসাঘছি মারামারি ।তাই তোমার আমার সম্পর্ক না মেনে নিবে তোমার বাবা না মেনে নিবে আমার বাবা ।

কারন তোমার বাবা তোমাদের ছাগল সাত বংশের অইতির্য ধরে রাগাতে চাইবে । আর আমার বাবা চাইবে আমাদের গরু রাজ বংশের অইতির্য ধরে রাখতে ।

তাহোলে আমাদের কি হবে । কি আর হবে পারুল তুমি মরবে বিষ খেয়ে আর আমি মরবো কচু গাছের সাথে রশি বেধে ফাঁস টানিয়ে । তাহোলে তোমার বাবা আর আমার বাবা যোদি শান্ত হয় ।

এতাই কি তোমার শেষ কথা শিমুল হ্যা পারুল এতাই আমার শেষ কথা ।
তাহোলে শিমুল মরতে হোলে তুমি একা মর গীয়ে আমি মরবো না কারন তোমার মতো এক শিমুল চলেগেলে আর শত শত শিমুল আমার পিছু নিবে আমি তাদের মধ্যে থেকে কাউকে চয়েজ করে জীবন সংঙ্গী করে নেবো ।

হ্যা পারুল তোমরা এ যুগের মেয়েরা প্রেম মানে একটি ফ্যাসন মনে করো তাই আজ পৃথিবীতে প্রেমের এই ডাইল খিচুড়ি অবস্থা । তোমাদের সাথে প্রেম করে ছেলেরা সেকা খেয়ে রাস্তায় রাস্তায় মাতাল হয়ে ঘুরবে আর তোমরা নতুন প্রেমিকের হাত ধরে সে তামসা দেখবে এই হলো তোমাদের নয়া পারুলদের রঙ্গিলা প্রেম ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.