![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
সকল তরুলতা তরুলতার তরে,
কেহ আগে কেহ পরে
যেতে হবে সবাইকে এক ঘরে ।
যেখানে নয়রে কোনো রাজা প্রজা
সকল হবে হিসাব অনুযায়ি সাজা ।
কত চয়ন করেছি চোখের ইশারায়
রঙ বেরঙের তামাশায়
খেলেছি খেলা
করিনাই বাধ বিচার দেখেছি অবহেলায় ।
দিব্যি মানব হয়ে,
বলেছি মিথ্যা মানবের ভয়ে ।
মানি নাই বিধির বিধান
করেছি সত্যের ক্ষয়
করেছি মিথ্যের আদান প্রদান ।
আমি জ্ঞ্যানি হয়ে হয়েছি মূর্খ মানব
ছরিয়েছি বিষ যেন নিজে এক সানব।।
সৃষ্টির জন্য কৃতজ্ঞ্য করি নাই
তবে মোর কি আর হবে পরিনাম
আমিযে মূর্খ মানব
এ জগত ও জগত
কোন জগতে ক্ষমা নাই ।
জালকের মাছ আটকায় তার জালে
আমি আটর্কে যাচ্ছি আমার জালে
জীবন চলছে এক অন্তআরালে ।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৪
এমএম মিন্টু বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ
২| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২০
জাফরুল মবীন বলেছেন: খুবই তাৎপর্যপূর্ণ কবিতা।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫
এমএম মিন্টু বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ প্রিয় মবীন ভাই
৩| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। শেষ তিন লাইন না হলেও কবিতা পূর্ণ থাকত।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬
এমএম মিন্টু বলেছেন: কবিতা পাঠে অসংখক ধন্যবাদ দাদা ।
৪| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৭
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লেখনী ।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:৫০
এমএম মিন্টু বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে অসংখক ধন্যবাদ
৫| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: এই কবিতাটা খুবই ভালো হয়েছে ভ্রাতা
ভালো থাকবেন অনেক
১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
এমএম মিন্টু বলেছেন: কবিতা ভালো হয়েছে না ছাই হয়েছে । আর যোদি আমার লেখা ভালোই হবে তাহোলে ভাই নির্বাচনি পাতায় যায় না কেন ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩
জুয়েলইসলাম বলেছেন: দিব্যি মানব হয়ে,
বলেছি মিথ্যা মানবের ভয়ে ।
মানি নাই বিধির বিধান
করেছি সত্যের ক্ষয়
করেছি মিথ্যের আদান প্রদান
লাইন গুলো অতি সত্য +++++