![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
ব্লগার মালালা হোতে পাড়লে নোবেল বিজয়ী আমরাও হোতে পাড়বো । তবে সামু দিন দিন যা শুরু করেছে তাতে একজন ব্লগার নোবেল দুরের কথা একজন লেখক লেখার উৎসহ পাবে কিনা সেতা চিন্তা ও ভাবনার বিষয় ।
বাংলাদেশের অনেক ব্লগ সাইটে গুরে দেখা গেছে বাংলাদেশের যে ব্লগার ভাই বোন আছে তারা সমমিলীত ভাবে প্রচেষ্টা চালালে বাংলাদেশেও দিনে এরকম একজন মালালা না শুধু কয়েকশত মালালা বেরিয়ে আসবে বাংলাদেশের ব্লগ সাইট গুলো থেকে ।
কিন্তু আমাদের বাংলাদেশের সকলের প্রিয় ব্লগ সামু যা শুরু করেছে তাতে করে একজন ব্লগার ব্লগ লেখার উৎসহ পাবে কিনা তাতে অনেক সন্ধেহ আছে ।
এই ব্লগে চলছে ব্লগারদের নিয়ে রাজনীতি বিশেষ করে নতুন ব্লগার দের ব্লগার হিসেবে কোনো মূল্যায়ন করা হয় না ।
যেমন নতুন অনেক ভালো ব্লগার আছে তাদের লেখা গুলো শুধু নির্বাচনি পাতা না তার থেকে বড় কিছু থাকলে সেখানে স্থান পাবে ।
কিন্তু অকর্মা ঢেকি প্রিয় সামুর পচা মেডারেশন তাদের প্রতি নতুন বলে সু নজরে তাকান না ।
এতার কারনে অনেক ব্লগাররা সামুতে এখন কম আছে আর ভাল লেখক নাই দেইখা এখন পাঠক সংখা কমে গেছে আসা করছি সামনের দিকে আর কমে যাবে ।
আর সামু এটাই চায় আস্তে আস্তে তার পাঠক সংখা ও লেখক সংখা কমে যাক তাতে তার কিছু আসবেও না যাবেও না ।
যাক সেতা আপনার বেপার তবে যে ভাবে ব্লগ চালানো শুরু করছেন তাতে আমরাও হয়ত বিশ্ব নোবেল পাবো ।
কারন আজ ঘুমে স্বপ্নে দেখলাম আমি সামুর মেডারেশন আমায় সেফ ব্লগার করে দিয়েছে আর নোবেল পুরস্কার দিচ্ছে । আমিত একেবারে বেকুপ হয়ে গেলাম যেখানে আমার থেকে অনেক ভাল লেখক আছে যাদের লেখা গুলো সামুর নির্বাচনি পাতায় যায়না সেখানে আমি কি করে নোবেল পাই বা সেফ ব্লগার হই ।
আর হ্য প্রিয় সামু আপনার কাছে আরেকটি অনুরোধ
অনেক দিন হয়েগেছে @ কালের সময় ব্লগার এবং @ মামুন ইসলাম ৃন
ব্লগারের উপরে নজর ধারী করেছেন তাই যোদি সম্ভব তাদের এখন মুক্ত করে দিন প্রয়োজনে আমার মতো গরুর গাছ কাটা ব্লগারের ব্লগটি ব্যান করে দিন তবু তাদের মুক্ত করে দেওয়ার অনুরোধ থাকলো ।
লাগে কিছু টাকা পয়সা দিমুনি বাদাম খাওনের জন্য ।
©somewhere in net ltd.