নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামুর কাছে আমাদের সাধারন ব্লগারদের পক্ষ হোতে চিঠি দিলাম

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৩

প্রিয় সামুর ব্লগের কৃতপক্ষ আমাদের সাধারন ব্লগারদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন । আসা করছি সৃষ্টি কর্তা অশেষ মেহের বানীতে কৃতপক্ষের আপনেরা সবাই ভালো আছেন ।



আমরা আপনাদের দোয়ায় অনেক ব্লগার ভাইবোনেরা ভালো আছি আবার আপনাদের অভিশাপে অনেকে ব্লগার ভাই বোনেরা ভালো নাই ।

পরসমাচারঃ

আমি প্রায় আপনার এখানে নীক খুলেছি দুই মাস বা তিন মাস হবে পোষ্ট শেয়ার করেছি প্রায় ৫৫ বা ৫৬ টি । মাত্র নির্বাচিত পাতায় গেছে চারটি যাই হোক তাতে কোন দুংখ নাই । কারন আপনার সম্পতি আপনি যেমনে মনে ধরে তেমনে রাখেন সেতা একান্ত আপনার ব্যক্তি গত ব্যপার সেখানে অবশ্য আমাদের নাক ডুবানো ঠিক না ।



তাই বলে এভাবে যোদি নতুন ব্লগারদের অবহেলা করা বা শুধু নতুন লেখক বলা ঠিক না এখানে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেক ভালো লেখকদের লেখাও আপনার মহা মূল্যবান নির্বাচিত পাতায় যাচ্ছে না ।



তাতে অনেক ভালো লেখকদের মন খারাপ হচ্ছে সে দিকে একটু আপনার সুনজরটা দিলে আন্তরীক ভাবে আমরা সাধারন লেখকেরা চির কৃতজ্ঞ থাকতাম ।B-)



পুরান লেখক যারা তাদের লেখা কিন্তু এমনেই জন প্রিয়তা আছে এবং তাদের লেখা সাধারনত সকলের চোখেই পড়বে । আর পুরান লেখকদের পাশে নতুনদের প্রতিভা বাড়ানোর একটু সুযোগ করে দিতেন যোদি আমরা চির কৃতজ্ঞ থাকতাম ।



বাকিটুক আপনাদের ইচ্ছা ।X(



ইতি

আপনার ব্লগের একদল সাধারন ক্ষুদ্র ব্লগাররা ।X(

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৯

সুমন কর বলেছেন: ব্লগে সময় দিন এবং নিয়মিত বিরতীতে পোস্ট দিন। অাপনি ২ মাস ৬ দিনে ৫৭টি পোস্ট দিয়েছেন। পোস্ট অনুযায়ী মন্তব্য কম করেছেন।

ভাল ভাল পোস্ট পড়ুন এবং সময় নিয়ে পোস্ট তৈরি করেন। দেখবেন সামু অবশ্যই ভাল পোস্ট নির্বাচিত করবে।

মন্তব্যে ভুল বুঝবেন না।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০

এমএম মিন্টু বলেছেন: সুপ্রিয় সুমন কর দাদা প্রথমে আমার আন্তরীক ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন ।
আপনাদের এই ব্লগে আমার নীকটি খুলে দেয় আমার এক সিনিয়র ভাই @মামুন ইসলাম ৃন
আর তার নীকটি খুলে দেয় @ কালের সময় তাদের কোন অপরাধে কমেন্ড ব্যন করে রাখছেন একটু জানাবে । যোদি দয়া করে তাদের প্রতি একজন ব্লগার ভাই হয়ে আরেক জন ব্লগার ভাইয়ের প্রতি একটু মায়া থাকে তাহোলে দয়া করে তাদের দুজনকে ব্যান মুক্ত করে দিন । আমি কথা দিচ্ছি আপনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করবো ।
ব্লগের সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে জীবন দিয়ে হোলেও পালন করবো ।
আমি জানি অবশ্যই আপনি চাইলে আমার অনুরোধ গুলো রাখতে পারবেন ।

২| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০

আমি তুমি আমরা বলেছেন: সুমন ভাইয়ের ১ নং কমেন্টে সাথে একমত।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ আমিও আপনাদের সাথে সহমত

৩| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫

এস.বি.আলী বলেছেন: সুমন ভাইয়ের ১ নং কমেন্টে সাথে একমত।
আপনিও চেষ্টা করবেন বানান কম ভুল করে লিখার, যদিও মানুষ মাত্রই ভুল করে,সো ভুল হতেই পারে।তবে একটু সময় নিয়ে লিখলে ভুল ভাল কমে যাবে আমার ধারনা, পড়তেও ভালো লাগবে আশা করি। নো অফেন্স প্লিজ।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৪

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ আমিও

৪| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩৮

আবু শাকিল বলেছেন: ভাই আগের নিক টা ব্যান হওয়াতে মনঃকষ্টে আছে।।


পাঁচ জন মোল্লা দিয়া মিলাদ দেন... =p~ =p~ =p~

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৮

এমএম মিন্টু বলেছেন: ভাইরে আমার আগের কোন নিক নাই তাই মনে কষ্ট নাই

৫| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: সুমন দা গুরুত্বপূর্ণ অনেক কথা বলে দিয়েছেন। সুমন দার কমেন্ট এর সাথে সহমত।


আর নির্বাচিত পাতা নিয়ে আশাহত হবার কিছু নেই। আমার নিজের ৮০ টির বেশি কমেন্ট পাওয়া পোস্ট নির্বাচিত হয় নি। তাতে কি? নির্বাচিত পাতা আর সাধারণ পাতায় থাকা পোস্ট আসলে কোন ব্যাপার না। আপনার লেখা পাঠকের কাছে পৌছাচ্ছে কি না সেটাই মুখ্য।

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৫

এমএম মিন্টু বলেছেন: কথা সত্যয় কইছেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.