![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।
দিব্যি মুই জগতে বেঁধেছি সুখে বাসর
জানে মোর আল্লা
জানে কাহারো ভগবান
জানে কাহারো ঈশ্বশর
বিশ্বজুরে তুমি মন করেছো যে স্বর্গ
সে যে নয়গো স্বর্গ
তুমি জেনেও না জানার বানে কেন কর তর্ক ।
থাকবে না তোর এ বাহুবলের জোর
সময় আছে চাও মন ক্ষমা
যোদিও তুমি রাখো তারে দূরে
তোমায় রেখেছে করে সে প্রিয়তমা ।
বিশ্বপতি তুমি বড় মায়ার পূর্ণ
যোদিও কেহ বুঝে না তোমায়
তবুও খেয়াল রাখো তুমি সবায় ।
থাকবে না গো চির বিশ্ব ছায়া
যেতে হবে মন না চাইলেও ছেড়ে জগতের মায়া ।
মেরেও না শুধু বাদড়ের মতো ফাল
তুমিযে বিশ্বপতির কাছে বড়য় কাংঙ্গাল ।
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৯
এমএম মিন্টু বলেছেন: আপনার মনে যাহা লয় ভাই
২| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৫
আবু শাকিল বলেছেন: কিছুই বুঝি নাই
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫২
এমএম মিন্টু বলেছেন: সময় হোলে বুঝবেন
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৬
সরদার হারুন বলেছেন: এটা কি লিখলেন ? কবিতা ? গল্প,গান ? কোন টা ?