নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

ইভটিজিংরোধে সমাজের সকলকে সচেতন থাকতে হবে

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৫

বর্তমান আমাদের সমাজে ইভটিজিং একটি ভয়াবহ সমস্যা হয়ে দাড়িয়েছে । আস্তে আস্তে আমাদের পুরো সমাজ ইভটিজিং এর বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে পড়ছে ।
প্রতিদিন সকালে সংবাদ পত্র খুল্লে আজ এ জায়গা কাল ও জায়গা সমাজ ও সমাজের চারপাশের মানুষ গুলো নানান ভাবে এই ভয়াবহ ইভটিজিংএর বিষাক্ত ছোবলে আক্রান্ত হচ্ছে ।

এই ভয়াবহ বিষাক্ত ছোবল ইভটিজিং এর কারনে প্রতিদিন কম আর বেশি কোন না কোন অঞ্চলের নারী শিকার হোচ্ছে এবং অবশেষে আত্মহর্তা করছেন ।

আমাদের দেশের নারীদের হাজারো সমস্যা তার ভিতরে এখন প্রধান সমস্যা হচ্ছে ইভটিজিং । কিছু মানুষের বিকৃত মানসিকতা ও মানবিক মূল্যবোধের অভাবে সমাজের মানুষ গুলো এ সমস্যায় বেশি পড়েন ।

আমাদের সকলকে মনে রাখতে হবে যে কোনো রাষ্ট্র ও সমাজে বসবাস কারী নারীরা কোনো বিচ্ছিন্ন মানুষ নয় ।

ইভটিজিং এর কারনে সমাজে দিনে দিনে আত্মহর্ত্যা ঘটনা বেড়ে চলছে ।

ইভটিজিং এর মতো সামাজিক ব্যধিকে আমাদের সমাজ থেকে সরাতে হবে । সকল নারী নির্যাতন অথবা যুব সমাজের ভয়াবহ অধপতন থেকে সমাজের সকল নারীদের মুক্ত রাখতে হবে । তরুন ছেলে মেয়েদের প্রতি সমাজের সকলকে সচেতন থাকতে হবে ।

পুলিশকে সাধারন মানুষের প্রতি আস্থা অর্জন করতে হবে । রাজনৈতিক প্রভাবমুক্ত এবং স্বাধীনভাবে কাজ করতে হবে । শুধু কঠর আইন করলেই ইভটিজিং রোধ করা সম্ভব না আইনে পাশাপাশি আমাদের সমাজের সকলকে সচেতন থাকতে হবে ।

সুস্থ ও সভ্য সমাজের কারোই এতা কাম্য নয় । তাই আমাদের সমাজের সকলকে ইভটিজিংরোধে এগিয়ে আসতে হবে । পাশাপাশি সরকারকে ইভটিজিংরোধের বিষয় ভালো কিছু উদ্যোগ নিতে হবে ।


মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.