নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আসুন আমাদের সমাজকে ধুমপান মুক্ত করি

১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২১

দিন দিন পৃথিবীর সকল দেশে ধুমপানের সংখা বেড়ে চলছে । ধুম পান হোলো সমাজের এক শ্রেনীর কিছু ছোট বড় মধ্যে বৃত্ত মানুষে একটি কুঅভ্যাস । আমাদের দেশে নয় শুধু সাড়া পৃথিবীর চিকিৎসাবিজ্ঞানের মতামত মতে মানব দেহে নানান রোগের মূলে রয়েছে এখন ধুমপান ।

শুধু ধুমপান কারীরা ধুমপান করে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় ধুমপান করার সময় তার আশে পাশে যে অধুমপানকারী থাকে সে তার চেয়ে আর বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে । বিশেষ করে যে পরিবারে নবজাতক শিশু থাকে আর সে পরিবারে যোদি কেহ দুম পান তাতে নবজাতক শিশুর অনেক ধরনের ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে ।

ট্রেনে বাসে লঞ্চে যাত্রী বিশ্রামঘরে ধুমপানকারীর বিড়ি সিগেরেটের ধোয়া সব সময় নানান ভাবে পরিবেশ দূষিত করে চলছে । ধুমপান না করেও নারী শিশু বৃদ্ধ সব বয়সি মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত হোচ্ছেন ।

আমাদের সাধারনত শৈশব কৈশোর থেকে ধুমপানের মতো কুঅভ্যাবাসটি গড়ে ওঠে । আর এতে আমাদের কোনো উপকার হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে । নানান ভাবে বা নানান কারনে আমাদের সমাজের শিশু কৈশোরদের মধ্যে এ কুঅভ্যাবাসটি গড়ে ওঠে । শিশুরা বা অল্প বয়সের ছেলে মেয়েরা সাধারনত একটু কৌতুহলী হয়ে থাকে এটা আমরা সবাই জানি । আর তারা তাই সব কিছুর স্বাদ গ্রহন করতে চায় । তারা খুব সহজ মনে সব কিছু উপভোগ করতে চায় । সে বুঝে হোক আর না বুঝেয় হোক । বিশেষ করে বড়দের দেখাদেখি বা বড়দের কাছ থেকেয় শিশুরা ধুমপান করা শিখে । তাই আমাদের সকলকে সব সময় সতর্ক থাকা উচিত আমাদের ছেলে মেয়েদের ও ছোট ভাইবোনদের কথা ভেবে ।

নানা ধরনের তামাক পাতা থেকে তৈরি হয় বিড়ি সিগেরেট । আর তাতে সুগন্ধি রাসায়নিক পদাথ্য ব্যবহার করা হয় । ধুমপান ভিবিন্ন ভাবে করা হয় অনেকে গ্রামে দেখা যায় কিছু কিছু মানুষ হুক্কার ভিতরে তামাক দিয়ে ধুমপান ব্যবহার করেন ।
অনেকে পানের সাথে জদ্দা ব্যবহার করে ধুমপানের সম উপযোগী কাজ করছেন । এটা সত্য আমরা যে যেভাবেয় ধুমপান করে থাকি বা ব্যবহার করে থাকি তামাকের নিকোটিন নামক যে বিষ আছে আর তাতে আমাদের শরীরের ক্ষতি হচ্ছে । সোজা এক কথা ধুমপান করা আর বিষ গ্রহন করা একই কথা ।

আমাদের হয়ত অনেকের জানা নাই প্রতেকটি বিড়ি বা সিগেরেটে একটি মানুষের ছয় থেকে সাত মিনিটের আয়ু কমে যায় । ধুমপানের কারনে আমাদের শরীরে নানান ধরনের জটিল রোগ দেখা দেয় অবশেষে তা ক্যান্সারের মতো ভয়াবহ রোগের পরিনত হয় । যা
শেষ হয় মৃত্যুর মাধ্যোমে ।

তাই আসুন আমরা সকলে মিলে আমাদের সমাজে ধুমপান মুক্ত হবার পরিবেশ উৎসাহের মাধ্যমে সৃষ্টি করি । তাতে ধুমপান দূরনীয় হোতে পারে । ধুমপান করা যে আত্মহত্যা করা এ কথাতা বুঝাতে পারলে তাহোলে আর অনেকেই ধুম পান করবে না । বিশেষ করে মা বোন ও স্ত্রী হিসেবে ধুমপানের বিরুদ্ধে তারা যোগ্য ভূমিকা পালন করতে পারেন । জাতীয় প্রচারের মাধ্যমে ধুমপান বিরোধী প্রচারনা চালানো যেতে পারেন ।এ বিষয়ে আমাদেশের সরকারকেও বিশেষ কিছু ব্যবস্থা গ্রহন করা উচিত ।
তাই আমরা আমদের জাতিকে ধুমপান মুক্ত করতে চাইলে আমাদের সকলকে হোতে হবে সচেতন এবং গড়ে তুলতে হবে গনসচেতন ও বৃদ্ধি করতে হবে সামাজিক দায়িত্ব বোধের গনজাগরণ ।


মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮

এহসান সাবির বলেছেন: হুম!

১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৭

এমএম মিন্টু বলেছেন: ভাই সমাজকে বাচাতে হবে সকলে মিলে ।

আর হ্যা আপনি ভালো আছেন।

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪০

জুয়েলইসলাম বলেছেন: একটি জনসচেতন মূলক পোষ্ট ভালো লাগলো ।

১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৮

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪

সুমন কর বলেছেন: অামি কখনে করিনি :-B :-B :-B

ভালো বলেছেন। সহমত।

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০২

এমএম মিন্টু বলেছেন: সে জন্য ধন্যবাদ ছোট কর্তা :)

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: আপনে আগে ছাড়েন ভ্রাতা ;)

ভালো থাকবেন , ভালো পোস্ট :)

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫

এমএম মিন্টু বলেছেন: ভালো আর হোলো কইথেকে যোদি নির্বাচন হোতো তাহোলে মনে করতাম ভালো হয়েছে যাক সে সামুর ব্যপার ।

আপনিও ভালো থাকুন সামুর মডু ভ্রাতা

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ধূমপান বন্ধের আগে মদ বন্ধ করতে হবে।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬

এমএম মিন্টু বলেছেন: আমিও আপনার সাথে সহমত

৬| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২১

জাফরুল মবীন বলেছেন: আমরা ধূমপানমুক্ত পরিবার।বাবা একসময় করতেন;চেষ্টা করে ছাড়িয়েছি অনেক আগেই :)

আপনার আহবানের প্রতি পূর্ণ সমর্থন রইলো।

ভাল থাকবেন।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৬

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রিয় মবীন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.