নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সামুর সারভারে আগুন লাগাইয়া দিমু

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫

সামুর সারভারে আগুন লাগাইয়া দেওয়া দরকার সামুর সাথে কঠড় আন্দলোন হবে আগামী এক ঘন্টার ভিতরে যোদি লিচের এই লিংকটিকে কমেন্ড ব্যান্ড মুক্ত না করা হয় । (১)এই লিংকটিকে আগামী এক ঘন্টার ভিতরে কমেন্ড ব্যান মুক্ত করতে হবে বলে দিলাম লাইলে খবর আছে (২)এটাকেও কমেন্ড ব্যান মুক্ত করতে হবে সময় এক ঘন্টা বলে দিলাম



একেবারে সারভারে ভিতরে চুলকানির ভাইরাস সাইরা দিমু কইয়া দিলাম । এই মডুরা তোমরা কি ঘুমাইতেছ নাকী তোমাদের খবর আছে কিন্তু আর বেশি ঘুমাইয়োনা কইয়া দিলাম ।



বাদাম খাওনের টাকা দিমু তবু তোমাগো আল্লার দোহায় লাগে ঠিকমতো ব্লগটি ভালো করে চালাও আর উপরের লিং দুটিকে কমেন্ড ব্যান মুক্ত কর ।



সামুতে কয়েকজন নতুন মডু ডুকছে দেখা যাচ্ছে তাদের পেতেরভুড়ি ভালো মোটা হয়ে গেছে বাদাম চেনাচুড় খাইতে খাইতে ।আর বেশি কইরা চেনাচুড় দিমুনি খাওনের লাইগা ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২১

এহসান সাবির বলেছেন: ওনারদের কমেন্ট ব্যান হল কবে?

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৪

এমএম মিন্টু বলেছেন: প্রায় এক মাস ।

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: কাহিনী কি !!!!!!!!!!!!!!!!!! B:-) B:-) B:-) B:-) B:-)

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২

এমএম মিন্টু বলেছেন: কাহিনী কি বুঝেন না আপনেতো সামুর পুরান পিলিয়ার । আরে ভাই লোক দুটো খুব ভদ্র ।

উনারা দুই জনই আমার পরিচিত ।

উনারাই আমাকে এখানে আইডি খুলেদিছে ।
এখন উনারাই কমেন্ড ব্যান । কিন্তু কি কারনে কৃতপক্ষ তাদের এক মাস যাবত কমেন্ড ব্যান করে রাখছে তাও তারা জানে না ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭

টাবলীগহেপী বলেছেন: এইতো সব কমেন্ট মুক্ত! আরেকটা সারভার আর পাবনা- এটা যদি পুড়িয়ে ফেলান.....।

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬

এমএম মিন্টু বলেছেন: দুংখিত পাবনা আমার বাড়ি ওটা আমার দরকার নাই ওটা আপনাদের জন্য বরাদ্দ করা হোক ।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪

সজীব বলেছেন: B:-) B:-) B:-)

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩২

এমএম মিন্টু বলেছেন: B:-/ B-)) :-B B:-)

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৫

আমি তুমি আমরা বলেছেন: কই? ব্লগার কালের সময় দেখলাম তার পোস্টে মন্তব্যের জবাব দিয়েছেন।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯

এমএম মিন্টু বলেছেন: যাক কমেন্ড তাহোলে তাদের করতে দিয়েছে ভালো করছে কৃতপক্ষ

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

সুমন কর বলেছেন: ব্যাপারটি বুঝা গেল না !!! :( :( :(

সামু কতৃর্পক্ষের দৃষ্টি কামনা করছি।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫

এমএম মিন্টু বলেছেন: যাক মেঘ না চাইতে বৃষ্টি । হুম সামুর ছোট কর্তা আমিও সামুর কৃতপক্ষের দৃষ্টি আকর্ষন করছি ।

জানা আপু ও ব্লগ টিমকে এসে এর একটা কিছু করে যাওয়ার জন্য

৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৫

আমিনুর রহমান বলেছেন:



নাটক ভালোই :)

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৭

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন ।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৪

মামুন রশিদ বলেছেন: পেতেরভুড়ি কি জিনিস?

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০০

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া । পরে বলবো পেটের বুরি কি ।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.